টুকরো খবর |
ট্রেনের ধাক্কায় মৃত্যু, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
চলছে অবরোধ। —নিজস্ব চিত্র। |
স্টেশন থেকে বেরনোর সময় রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুতে তিন ঘণ্টারও বেশি অবরোধ হল আসানসোলের বরাচক স্টেশনে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ছাড়াও স্টেশনে ওভারব্রিজ তৈরির দাবি তুলে রেল চলাচল রুখে দেন অবরোধকারীরা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ওই অবরোধে একাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন আটকে যায়। সীতারামপুর স্টেশনে ডাউন কালকা মেল, চিত্তরঞ্জনে ডাউন অমৃতসর এক্সপ্রেস এবং রানিগঞ্জে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে। একাধিক স্টেশনে পাঁচটি লোকাল ট্রেন আটকে পড়ে। কলকাতা-নাঙ্গাল ট্রেন দাঁড়ায় কালিপাহাড়ি স্টেশনে। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিশ্বনাথ মুর্মু জানিয়েছেন, সকাল সাড়ে ১১টায় অবরোধ ওঠার কিছুক্ষণের মধ্যেই রেল চলাচল স্বাভাবিক হয়। রেলপুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বরাচক স্টেশনে লোকাল ট্রেন থেকে নেমেছিলেন আসানসোলের একটি বেসরকারি সংস্থার কর্মী, ঝাড়খণ্ডের কুমারডুবির বাসিন্দা বান্টি তান্ডি (২৪)। লাইন পেরিয়ে স্টেশনের বাইরে যাওয়ার সময় ‘স্লো লাইন’ দিয়ে আসা ডাউন লালকিলা এক্সপ্রেসে কাটা পড়েন তিনি। এর পরেই এলাকায় বিক্ষোভ ছড়ায়। স্থানীয় বাসিন্দারা এসে অবরোধ শুরু করেন। পরে পুলিশ ও রেল রক্ষী বাহিনীর অফিসারেরা গিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে।
|
অফিসার নেই, ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
দশ দিন আগেই অন্য ব্লকে বুথ লেভেল অফিসার (বিএলও) এবং ডেজিগনেশন অফিসারদের (ডিও) প্রশিক্ষণ দেওয়ার পরে কাজ শুরু হয়েছে। কিন্তু জামুড়িয়ায় হয়নি। এই অভিযোগ তুলে জামুড়িয়া ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির জামুড়িয়া শাখা। তাঁদের নেতা রমেশচন্দ্র মাজি অভিযোগ করেন, সংলগ্ন ব্লকগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ দশ দিন অতিক্রান্ত। সরকারি বিধি মেনে ১ ডিসেম্বরের মধ্যে সব কাজের রির্পোট জমা দিতে হবে। জামুড়িয়ায় এক জনকেই দুই পদের কাজ সামলাতে হয়। এই অল্প সময়ের মধ্যে তাঁদের পক্ষে সম্পূর্ণ কাজ করে রিপোর্ট জমা দেওয়া সম্ভব নয়। বিএলও এবং ডিও-র কাজ কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়ার দাবি জানান তাঁরা। রমেশবাবুর দাবি, “বিডিও এ ব্যাপারে কোনও সদুত্তর দিতে না পারায় আমরা সময় বাড়ানোর দাবি জানিয়েছি।” বিডিও জয়ন্ত দাস জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। তবে রমেশবাবুর আরও অভিযোগ, “১৪ অক্টোবর বুথ স্তরে ক্যুইজ প্রতিযোগিতা করা হয়েছিল। বুথ ভিত্তিক ক্যুইজ প্রতিযোগীদের পুরস্কারের জন্য যে ২০০ টাকা করে বরাদ্দ আছে তা বৃহস্পতিবার জানতে পারলাম। এখন বুঝতে পারছি না ওই টাকায় তাঁরা কী করব।” এই অনিয়ম নিয়ে জেলাশাসকের কাছে দরবার করা হবে বলে জানিয়েছেন তিনি।
|
দুর্ঘটনায় মৃত তিন |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
|
দুর্ঘটনার পরে। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র। |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কের রানিগঞ্জের মঙ্গলপুরের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রাজেশকুমার যাদব (৩০), সুনীলকুমার ভুঁইয়া (২২) এবং রাজেশকুমার সাউ (২০)। বাড়ি ঝাড়খণ্ডের চাতরায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ মঙ্গলপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে অন্য একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ট্রাকের চালক রাজেশকুমার যাদর, খালাসি সুনীল ও তাঁদের বন্ধু রাজেশকুমার সাউয়ের। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, কুয়াশায় দেখতে না পাওয়ায় অথবা চালক ঘুমিয়ে পড়ার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। তিনটি দেহই আসানসোল মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
বেতনের দাবি কোলিয়ারিতে |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
সরকার নির্ধারিত বেতন, কর্মীদের নিয়োগপত্র-সহ বিভিন্ন দাবিতে এমটার তারা কোলিয়ারিতে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন আসানসোল মহকুমা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বে ওই কোলিয়ারির পরিবহন কর্মীরা। ইউনিয়নের সম্পাদক রাজু অহলুওয়ালিয়া অভিযোগ করেন, সরকার নির্ধারিত বেতন মিলছে না। চিকিৎসাজনিত ভাতা অমিল। ৮ ঘণ্টার পরিবতের্র্ ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। সপ্তাহান্তে ছুটিও নেই। পুজো বোনাসও মেলেনি। অবিলম্বে দাবিপূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাঁরা। এ দিন বিক্ষোভ শেষে কোলিয়ারির ভারপ্রাপ্ত এক অধিকর্তার হাতে দাবিপত্র তুলে দেন। তার প্রতিলিপি শ্রম অধিকর্তা (আসানসোল), আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার এবং কৃষিমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানান, দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
দুর্ঘটনায় জখম ৩ |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
পথ দুর্ঘটনায় জখম হলেন একটি মোটরবাইকের তিন আরোহী। তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অন্ডাল-উখড়া রাস্তায় খান্দরার কাছে। আহতদের এক জন অন্ডালের মুকুন্দপুর এবং বাকি দু’জন জামুড়িয়ার বীজপুরের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ১২টা নাগাদ আসানসোল-ঝাঝড়াগামী মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই বাইকটির। জখম হন তিন জন।
|
মধ্যবয়সীর দেহ |
কুলটির যশাইডি গ্রামের ধান খেত থেকে পশুপতি যদব (৫০) নামে এক মধ্যবয়সীর দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন আছে বলে পুলিশ জানিয়েছে।
|
আলোচনাচক্র |
‘সার্ভিস ট্যাক্স’ নিয়ে আলোচনাচক্র হল রানিগঞ্জ বণিকসভা ভবনে। ছিলেন আয়কর দফতরের বোলপুর ও আসানসোল বিভাগের কর্তারা। তাঁরা জানান, আগে ১১৯টি সামগ্রীতে ‘সার্ভিস ট্যাক্স’ লাগত না। এখন তা ৪৯টি হয়েছে।
|
কোথায় কী |
দুর্গাপুর
সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। ডিপিএসএ ও এমএএমসি মাঠ।
বিকাল ৩টা। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।
হিরাপুর
ফুটবল প্রতিযোগিতা। বড়থল মাঠ। দুপুর ২টা।
বর্ধমান
জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। শাঁখারিপাড়া, কাঞ্চননগর। সন্ধ্যা ৭টা। উদ্যোগ: সুবর্ণমিলন সঙ্ঘ। |
|