পুড়ে মৃত স্ত্রী, স্বামী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার ডাবগ্রাম এলাকায়। পুলিশ জানায়, মৃতার নাম কল্যাণী পাল (৩০)। মৃতার স্বামী অভিজিৎ পালকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে এলাকার বাসিন্দাদের একাংশ মারধর করেছে। তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ সুভাষপল্লির বাসিন্দা। কল্যাণীর বাড়ি ডাবগ্রামে। সাত মাস আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর কল্যাণী জানতে পারেন, তাঁর স্বামীর আরও এক স্ত্রী ছিলেন। তাঁকে ডিভোর্স দিয়ে কল্যাণীকে বিয়ে করেছে অভিজিৎ। আগের বিয়ের কথা লুকনো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গম্ডগোল শুরু হয়। এ ছাড়া অভিজৎ পণের দাবিতেও তাঁর স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ। এদিন সন্ধ্যায় কল্যাণীকে তাঁর স্বামী মারধর করেন বলে অভিযোগ। সন্ধ্যা ৭টা নাগাদ তাঁদের ঘর থেকে আগুন বেড়াতে দেখে বারি মালিক দমকলকে খবর দেয়। দমকল কর্মীরা গিয়ে ওই মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ঘটনাস্থলে ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণ পাল। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” |
আন্দোলনের হুমকি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দেবদেবী এবং মহাপুরুষদের ছবি বিজ্ঞাপনে ব্যবহারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে সচেতনতা আন্দোলনের কথার জানান তারা। সংস্থার সাধারণ সম্পাদক শর্মিলা শর্মার অভিযোগ, চানাচুর, বিড়ি তৈরির বিভিন্ন সংস্থা সহ একাধিক কোম্পানি তাদের তৈরি জিনিস বাজারে বিক্রির জন্য দেবদেবী এবং মহাপুরুষের ছবি ব্যবহার করে। পরে সেগুলি পড়ে থাকতে দেখা যায়। তিনি বলেন, “আমরা বিষয়টি নিয়ে সচেতনতা অভিযান শুরু করেছি।” আইনজীবী রতন বণিক বলেন, “বিষয়টি আমরা সরকারকে জানাব। কোনও ব্যবস্থা না নেওয়া হলে একটি জনর্স্বাথ মামলা করা হবে।’’ |
নতুন বছরে পদযাত্রা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ডুয়ার্সের চা বাগান এলাকার জমির পাট্টা ও বিদু্যতের দাবিতে ডিসেম্বর থেকে আন্দোলন করবে এনইউপিডব্লু। বুধবার কালচিনিতে একটি ধর্মশালায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বছর জানুয়ারি মাসে সংকোশ থেকে তিস্তা পর্যন্ত নানা দাবি নিয়ে পদযাত্রা শুরু করবে ওই সংগঠন। |
আগুন লেগে পুড়ে গেল একটি মিষ্টির দোকান। বুধবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ির রবীন্দ্রনগরে। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তার আগেই অবশ্য দোকানটি পুরোপুরি পুড়ে যায়। দোকানের মালিক গোপাল ঘোষ জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। সকালে দোকানের পাশের এক বাসিন্দা তাঁকে আগুন লেগে যাওয়ার খবর দেন। |