সব সাক্ষ্য শেষ হলে তবেই জেরা নওলকে
নিজস্ব সংবাদদাতা |
একুশে জুলাই মামলায় নয়া মোড়। ওই মামলায় সব সাক্ষীর সাক্ষ্য শেষ না-হলে তদন্ত কমিশন অভিযুক্ত আইপিএস অফিসার নওলকিশোর সিংহকে জেরা করতে পারবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বুধবার এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সব সাক্ষ্য শেষ হয়ে গেলে ওই পুলিশকর্তাকে জেরা করা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৯৩-এর ২১ জুলাই যুব কংগ্রেস কর্মীদের মহাকরণ অভিযান ছিল। মহাকরণে পৌঁছনোর আগেই গুলিতে মারা যান যুব কংগ্রেসের ১৩ জন কর্মী। পুলিশ গুলি চালিয়েছিল বলে মামলা শুরু হয়। সেই মামলা চলছে। সে-দিন মেয়ো রোডে পুলিশবাহিনীর দায়িত্বে ছিলেন তখনকার ডিসি (সাউথ) নওলকিশোর। দেড় বছর আগে ক্ষমতায় আসার পরে মমতা ২১ জুলাইয়ের ঘটনার তদন্তে প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়কে শীর্ষে রেখে কমিশন গঠন করেন। সম্প্রতি সেই কমিশন নওলকিশোরকে সমন দিয়ে হাজির হতে বলে। তখনই রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেন নওলকিশোর। তাঁর বক্তব্য, তাঁকে এখন জেরা করলে অন্য সাক্ষীরা ওই জেরার উত্তর অনুযায়ী নিজেদের বক্তব্য বদলে দিতে পারেন। আদালতের কাছে আবেদনে তিনি জানান, কমিশনের কাছে ২৫০টি অভিযোগ জমা পড়েছে। ওই ২৫০ জনকে আগে জেরা করে তাঁদের বক্তব্য নথিভুক্ত করতে হবে। তার আগে কমিশন তাঁকে জেরা করতে পারে না। নওলকিশোর এখন রাজ্যের ভিজিল্যান্স কমিশনারের পদে আছেন।
|
ইস্ট-ওয়েস্ট মেট্রো বি বি গাঙ্গুলি স্ট্রিট দিয়েই চলবে বলে বুধবার জানালেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। প্রথমে ঠিক ছিল শিয়ালদহ থেকে বি বি গাঙ্গুলি স্ট্রিট হয়ে বর্তমানের সেন্ট্রাল স্টেশনে এসে পৌঁছবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ব্যবসায়ীদের আপত্তিতে রাস্তা বদলের সিদ্ধান্ত নেন তখনকার রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন নক্সায় রেলের ৫০০ কোটি টাকা বাড়তি খরচ হবে আপত্তি জানান ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের একাংশ। খরচ কমাতেই অধীরের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
|
পুজোর পরে মাস কেটে গেলেও বোনাস পাননি কলকাতা পুরসভার অধীনস্থ গ্রিন পুলিশকর্মীরা। অথচ কলকাতা পুলিশের আওতায় থাকা গ্রিন পুলিশকর্মীরা তা পেয়েছেন। মহাকরণ সূত্রের খবর, এ বছর গ্রিন পুলিশকে ২৫০০ টাকা করে বোনাস দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য। সরকারের দু’টি দফতরের দু’রকম সিদ্ধান্তে ক্ষুব্ধ বহু কর্মী। পুরসভার অধীনে গ্রিন পুলিশ প্রায় ৬৫০। পুরসচিব রীতেন বসুরায়চৌধুরী বলেন, “বোনাস দেওয়ার নির্দেশ পেয়েছি। কিন্তু বাজেটে কিছু ধরা হয়নি বলে টাকা দেওয়া যায়নি। বোনাস দিতে প্রায় ১৫ লক্ষ টাকা দরকার। তা এখন নেই। পুর দফতরে চিঠি দিচ্ছি।”
|
গগনেন্দ্র প্রদর্শশালায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ বইমেলা’। পাঁচ দিনের এই মেলার উদ্বোধন আজ, বৃহস্পতিবার বিকেল ৪টেয়। ২৬টি প্রকাশন সংস্থা তাঁদের পসরা সাজাবে। ২টো থেকে ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা। তবে শনি ও রবিবার বসবে বেলা ১১টায়। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ও রফতানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এই মেলা দ্বিতীয় বছরে পড়ল।
|
বাড়তি ওজনের দু’টি ব্যাগ নিয়ে মঙ্গলবারের উড়ানে কলকাতা থেকে ব্যাঙ্কক যাচ্ছিলেন খিদিরপুরের বাসিন্দা জহির আহমেদ ও নিয়াজ আনোয়ার। শুল্ক অফিসারদের তল্লাশিতে মেলে প্রচুর নেপালি ও ভুটানি কয়েন, নোট। সব মিলিয়ে ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ হাজার টাকা। এক শুল্ক অফিসার বলেন, “দু’জনেই গ্রেফতার হয়েছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”
|
দুর্ঘটনায় বুধবার দু’জনের মৃত্যু হল। পুলিশ জানায়, ভোরে ডায়মন্ড হারবার রোডে গাড়ির ধাক্কায় মহম্মদ ইয়াসিম মিঞা (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। পরে ওই রাস্তাতেই একটি ফাঁকা বাস দাঁড়িয়ে থাকা আর একটি বাসে ধাক্কা মারে। প্রথম বাসের চালক পিন্টু বিশ্বাসকে (৩৬) হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।
|
মন্দিরের ক্যাশবাক্স ভেঙে চুরি গেল টাকা ও প্রতিমার রুপোর গয়না। মঙ্গলবার, দমদম আড়াই নম্বর গেটের কাছে। পুলিশ জানায়, বুধবার স্থানীয়েরা মন্দিরের তালা ভাঙা দেখে পুলিশে খবর দেন।
|
এসি ট্রেনে ব্রেকের সমস্যায় ফের থমকে গেল মেট্রো। বুধবার রাতে দরজা বন্ধ অবস্থায় একটি বাতানুকূল ট্রেন নেতাজি স্টেশনে বেশ কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকে। |