কলকাতার গুরুত্ব বাড়ছে এস ডি অ্যালুমিনিয়ামের ব্যবসায় |
রাজ্যে শিল্পায়নের অগ্রগতি নিয়ে বিভিন্ন মহল যখন তীব্র সংশয়ে, ঠিক তখনই নিজেদের ব্যবসার মানচিত্রে পশ্চিমবঙ্গ তথা কলকাতার গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিল এসডি অ্যালুমিনিয়াম। সংস্থার সিংহভাগ ব্যবসা এ রাজ্যের বাইরে হওয়া সত্ত্বেও, মুম্বই থেকে কলকাতায় রেজিস্ট্রার্ড অফিস সরিয়ে আনছে তারা। সংস্থার চেয়ারম্যান সুদীপ দত্ত বলেন, “আমি দুর্গাপুরের ছেলে। পড়াশোনা এই রাজ্যেই। ব্যবসার খাতিরে রাজ্যের বাইরে গিয়েছিলাম। কিন্তু সব সময়েই ফিরে আসতে চেয়েছি। মূলত সেই তাগিদেই এই সিদ্ধান্ত নিয়েছি।” এসডি অ্যালুমিনিয়ামের মোট ১৩টি কারখানার ১১টিই রাজ্যের বাইরে। পশ্চিমবঙ্গে তারা পা রাখে ইন্ডিয়ান ফয়েল্স হাতে নেওয়ার মাধ্যমে। প্রথমে ইন্ডিয়া ফয়েল্সের প্রায় বন্ধ হয়ে যাওয়া কামারহাটির কারখানা এবং পরে পুরো বন্ধ হয়ে থাকা হয়রার কারখানাটি চালু করে সংস্থা। পরিকল্পনা রয়েছে বন্ধ পড়ে থাকা তারাতলার কারখানাটি চালু করারও। কিন্তু জমি সংক্রান্ত সমস্যায় তা আটকে বলে জানান সুদীপবাবু। পাশাপাশি ব্যবসা বাড়াতে আরও একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে সংস্থা। গুজরাতের ভাপিতে ৩৫০ কোটি টাকা খরচে গড়া অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির কারখানা চালু হবে এই অর্থবর্ষের শেষে। বিদেশের বাজারে দখল বাড়াতে ইউরোপ, লাতিন আমেরিকা এবং পশ্চিম এশিয়ার নানা দেশে রফতানি করছে তারা। শুরু হয়েছে ফিলিপাইন্স, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বাজার ধরার চেষ্টাও।
|
হিন্দুস্তান কপারের শেয়ার বিক্রি কাল |
আগামী কাল, শুক্রবার হিন্দুস্তান কপারের (এইচসিএল) ৪% শেয়ার বিক্রি করা হবে বলে জানাল কেন্দ্র। চলতি অর্থবর্ষে এটাই হবে কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রথম শেয়ার বিক্রি। কেন্দ্রীয় বিলগ্নিকরণ সচিব হালিম খান জানান, এইচসিএল-এ সরকারের হাতে থাকা ৯৯.৫৯% শেয়ারের ৯.৫৯% দু’টি ধাপে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যার প্রথম দফাটি হবে শুক্রবার। শেয়ার দর স্থির হবে বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার পর। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থার শেয়ার বিক্রি করে চলতি অর্থবর্ষে বাজার থেকে মোট ৩০ হাজার কোটি টাকার তহবিল জোগাড়ের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। এইচসিএল ছাড়াও সেই তালিকায় রয়েছে নালকো, সেল, এমএমটিসি, এনএমডিসি, এনটিপিসি, অয়েল ইন্ডিয়া-সহ বেশ কিছু সংস্থা।
|
এআইয়ের বন্ড নেবে এলআইসি, ইপিএফও |
এয়ার ইন্ডিয়া (এআই)-র ছাড়া ৭,৪০০ কোটি টাকার ঋণপত্রের (বন্ড) পুরোটাই কিনে নেবে এলআইসি ও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। আর্থিক সঙ্কটে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া এই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি তহবিল জোগাড়ের জন্য ৭,৪০০ কোটি টাকার ঋণপত্র ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। যা শেয়ারে অপরিবর্তনযোগ্য (নন-কনভার্টিবল ডিবেঞ্চার্স)। এর মধ্যে এলআইসি ৩,০০০ কোটির ও বাকিটা ইপিএফও কিনবে, জানিয়েছে এআই।
|
৫৯তম সমবায় সপ্তাহ পালিত হল সাড়ম্বরে। বুধবার মোহনপুরের বোধন সভাগৃহে সমবায়ের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন কো-অপারেটিভ সোসাইটির মদনমোহন ঘোষ। ছিলেন রাজ্য সমবায় ইউনিয়নের সহ-সভাপতি আশিস চক্রবর্তী, এগরার বিধায়ক সমরেশ দাস, মোহনপুর ব্লকের বিডিও সুলোক প্রামাণিক-সহ আঠারোটি সমবায় সমিতির কর্মকর্তা ও কর্মীরা।
|
দক্ষিণ আফ্রিকার সিপলা মেডপ্রো-কে কিনতে চায় ভারতের ওষুধ সংস্থা সিপলা। ৫১% মালিকানা নিতে ১,২০০ কোটি টাকারও বেশি দাম দিতে তৈরি তারা। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় সিপলার ৮০-৯০% ওষুধ বিপণন করে ওই সংস্থা। |