তথ্যচিত্র প্রদর্শন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডকুমেন্টরি বিভাগে প্রদর্শিত হল দাঁতনের বৌদ্ধ বিহার নিয়ে তৈরি তথ্যচিত্র ‘বৌদ্ধ বিহার’। গত ১৬ নভেম্বর কলকাতায় জীবনানন্দ সভাঘরে প্রদর্শিত হয় তথ্যচিত্রটি। উপস্থিত ছিলেন পরিচালক সৌমেন্দু দে ও প্রযোজক সুতনু মাইতি। মেদিনীপুর শহরের বাসিন্দা সৌমেন্দুবাবুর দাবি, এই প্রথম মেদিনীপুরে তৈরি কোনও তথ্যচিত্র কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হল। ওড়িশা-বাংলা সীমান্তের মোগলমারি গ্রাম। সেখানে আবিষ্কৃত কয়েকশো বছরের পুরনো বৌদ্ধ বিহার নিয়ে তৈরি তথ্যচিত্রটি মানুষের বৌদ্ধ বিহারের বিষয়ে আগ্রহ বাড়াবে বলেই আশা পরিচালকের।
|
সাত দিনের উৎসব
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
সাত দিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে বহরমপুরের রঙ্গাশ্রম নাট্যদল। আগামী ২৪-৩০ নভেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত ওই নাট্যোৎসবে ৮টি নাটক মঞ্চস্থ হবে। রঙ্গাশ্রম নাট্যদলের নিজস্ব প্রযোজনা ছাড়াও কলকাতার নান্দীকার-সংসৃতি’র দুটি নাটক ও উত্তর দিনাজপুরের কম্পাসের একটি নাটক মঞ্চস্থ করা হবে। |