ভারতীয়ের ফাঁসি চায় কসাবের গ্রাম
সংবাদসংস্থা • ফরিদকোট |
সাংবাদিকদের রীতিমতো তাড়া করলেন ফরিদকোট গ্রামের বাসিন্দারা। কেউ পাকিস্তানে বন্দি কোনও ভারতীয়ের ফাঁসির দাবি জানালেন। বুধবার পাকিস্তানের ফরিদকোটে মহম্মদ আজমল কসাবের গ্রামের চিত্রটা এই রকমই। ফরিদকোটের সাধারণ বাসিন্দাদের অবস্থা বিশেষ ভালো নয়। পেশায় বেশির ভাগই চাষি বা মজুর। বুধবার অনেকেই চাষ করছিলেন মাঠে। কসাব নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিকদের কড়া গলায় চলে যেতে বলেন তাঁরা। তার পরেও কয়েক জন নানা প্রশ্ন করায় তাঁদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা শুরু হল। পরে তাঁদের ঘেরাও করেও ছিলেন বাসিন্দারা। কিছু সাংবাদিকের দাবি, যাঁরা তাঁদের উপরে হামলা করেছিলেন তাঁরা গ্রামবাসী নন। পাক গোয়েন্দা সংস্থার কর্মীদেরই সাদা পোশাকে ফরিকোটে মোতায়েন করা হয়েছিল। পুলিশও সাংবাদিকদের কোনও সাহায্য করেনি।
|
ভারতের বিরোধিতা
সংবাদসংস্থা • রাষ্ট্রপুঞ্জ |
মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মৃত্যুদণ্ড তুলে দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করে ভারত। ঠিক তার পরের দিনই ফাঁসি দেওয়া হল কসাবকে। নয়াদিল্লির বক্তব্য, একমাত্র সেই সমস্ত জঘন্য অপরাধেই মৃত্যুদণ্ড দেওয়া হয় যা সমাজের বিবেকে আঘাত হানে। ভারত-সহ ৩৯টি দেশ এই প্রস্তাবের বিরোধিতা করে এবং ১১০টি দেশ সমর্থন করে। নিউ ইয়র্কের ‘হিউম্যান রাইটস ওয়াচ’ নামক সংস্থা মৃত্যুদণ্ড তুলে দেওয়ার জন্য ভারতকে আহ্বান জানায়।
|
মধ্যস্থ হিলারি, যুদ্ধবিরতি গাজায়
সংবাদসংস্থা • কায়রো |
বুধবার রাত থেকে যুদ্ধবিরতি শুরু হচ্ছে গাজায়। মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন ও মিশরের বিদেশমন্ত্রী মহম্মদ কামেলের মধ্যস্থতায় এ দিন কায়রোয় ইজরায়েল ও হামাসের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। গাজায় এক সপ্তাহ ধরে ইজরায়েলি হানায় ১২০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন।
|
করাচিতে পরপর বিস্ফোরণ, হত ১১
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
পাকিস্তানে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১১ জনের। আহত অনেকে। আজ সন্ধ্যায় করাচির ওরাঙ্গি এলাকায় পরপর দুটি বিস্ফোরণে দু’জন মারা গিয়েছে। জঙ্গিরা এ দিনই দক্ষিণ পশ্চিম কোয়েটায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে বোমা নিক্ষেপ করায় সাত জনের মারা যায়। ২০ জন আহত। |