টুকরো খবর
সম্মেলনে ধস্তাধস্তি
দলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল তৃণমূলের কোচবিহার জেলা কিষাণ খেতমজুর কমিটির সম্মেলন। মঙ্গলবার কোচবিহার রবীন্দ্র ভবনে ওই সম্মেলন হয়। দলীয় সূত্রেই জানা গিয়েছে, দলের কর্মীদের বিরুদ্ধে রুজু বিভিন্ন মামলা প্রত্যাহারের পাশাপাশি শীতলখুচির বিধায়ক বনমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন কিছু কর্মী। বনমন্ত্রী সম্মলনে উপস্থিত না থাকলেও এর প্রতিবাদে সরব হন দলের সদস্যদের একাংশ। শুরু হয় তুমুল বাদানুবাদ। উপস্থিত সদস্যদের একাংশ ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের প্রদেশ সম্পাদক আব্দুল জলিল আহমেদ বলেন, “পরিকল্পিতভাবে সায়েব আলির লোকজন কনভেনশনে বিশৃঙ্খলা তৈরি করেন। বনমন্ত্রীর বিরুদ্ধেও স্লোগান দেন। ঊর্ধ্বতন নেতৃত্বকে সব জানিয়েছি।” শীতলখুচির তৃণমূল শ্রমিক কংগ্রেস সভাপতি সায়ের আলি মিঁয়া জানান, তিনি বনমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলেননি। তাঁর দাবি, “অযথা ওসব কথা বলা হচ্ছে। আসলে জলিল আহমেদ বক্তব্য রাখতে গিয়ে কর্মীদের সঙ্গে ধমকের সুরে কথা বলায় উত্তেজনা তৈরি হয়। এটার সঙ্গে আমার কোন যোগাযোগ নেই। উনি দলকে বিভ্রান্ত করছেন।” এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন বনমন্ত্রী হিতেন বর্মন। বনমন্ত্রী বলেন, “শীতলখুচি ও মাথাভাঙা এলাকার দলের মূল লোকদের অন্ধকারে রেখে সম্মেলন হয়েছে। ফলে যারা ওই এলাকা থেকে সেখানে যান, তাঁরা তৃণমূলের লোকই নন।” তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের দাবি, ভাল ভাবেই সম্মেলন হয়েছে।

ফিরলেন ‘নিখোঁজ’ ছাত্রী
রহস্যজনক ভাবে বাড়ি ফিরলেন তুফানগঞ্জের নিখোঁজ স্কুল ছাত্রী। পুলিশ জানায়,তুফানগঞ্জ বিবেকানন্দ হাইস্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া ওই ছাত্রীর নাম সুমনা সরকার। তাঁর বাড়ি তুফানগঞ্জের নাককাটিগছ এলাকায়। রবিবার রাতে বাড়ি থেকে রহস্যজনক ভাবে ওই ছাত্রী উধাও হন। পর দিন পরিবারের লোকেরা তুফানগঞ্জ থানায় মিসিং ডায়েরি করেন। মঙ্গলবার দুপুরে বাড়িতে ফিরে আসেন ওই ছাত্রী। পুলিশের কাছে ছাত্রীর পরিবারের লোকেরা দাবি করেন যে, সুমনাকে চোখ বেঁধে গাড়ি থেকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যান অজ্ঞাতপরিচয় ব্যাক্তিরা। নিখোঁজ হওয়ার দিনেও ছাত্রীকে সংজ্ঞাহীন করে এক মহিলা গাড়িতে তুলে নিয়ে উধাও হয়ে যান বলেও তারা জানতে পেরেছেন। পুলিশ অবশ্য পুরো বিষয়টি নিয়েই ধন্দে রয়েছে। এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “পুরো বিষয়টি খতিয়ে দেখে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।” কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস জানান, ছাত্রীটিকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে বিষয়টি জানার চেষ্টা হচ্ছে।

কংগ্রেসের থানা ঘেরাও
বালুরঘাটে কংগ্রেস সভাপতির গাড়িতে হামলার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা সহ নানা ঘটনায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আগামী ২২ নভেম্বর দক্ষিণ দিনাজপুর জুড়ে থানা ঘেরাওয়ের ডাক দিল জেলা কংগ্রেস। মঙ্গলবার জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় অভিযোগ করেন, “গাড়িতে হামলা ও ভাঙচুরের পরে পাঁচদিন কেটে গেলেও দুষ্কৃতী গ্রেফতার তো দূরের কথা, কাউকে চিহ্নিত করে উঠতে পারেননি। জেলায় গরু ও মাদক কফ সিরাপ পাচার বেড়ে গিয়েছে তাই আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ সংগঠিত হবে। আগামী ২২ নভেম্বর দুপুর ২ টায় জেলার ৮ টি থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি হবে।” দক্ষিণ দিনাজপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে প্রদেশের তরফে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্টপের দাবি
উত্তর পূর্ব সীমান্ত রেলের সামসি স্টেশনে কলকাতাগামী যোগবাণী এক্সপ্রেস ও দক্ষিণ ভারতগামী একটি ট্রেনের স্টপের দাবিতে সরব বাসিন্দারা। তাঁদের অভিযোগ, চাঁচল মহকুমার বিস্তীর্ণ এলাকা থেকে প্রতিদিনই অনেক মানুষ চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যান। তাঁদের ৮০-১০০ কিমি দূরে মালদহে গিয়ে ট্রেন ধরতে হয়। উত্তর মালদহের সাংসদ ছাড়াও রেল প্রতিমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

দুর্ঘটনায় মৃত ২
দঃ দিনাজপুরে রামপুর রোড কলোনি এলাকায় মঙ্গলবার ট্রাক ও মোটরবাইকের ধাক্কায় মৃত ২। নাম, ধনঞ্জয় রায় (২০), অরবিন্দ সরকার (১৯)।

সরব বাসিন্দারা
হিলি-বালুরঘাট লাইনে রেলপথ তৈরিতে অধিগৃহীত জমির দাম রেলের তরফে কম ধার্য করা হয়েছে, এই অভিযোগে সরব বাসিন্দারা। মঙ্গলবার বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকার ৫০ জন জমির মালিক স্থানীয় আরএসপি সাংসদ প্রশান্ত মজুমদারের নেতৃত্বে জেলশাসকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন তাঁরা। বাজার মূল্যে অধিগৃহীত জমির দাম নির্ধারণের দাবি জানিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.