নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি তখন স্বাস্থ্য দফতরও একাই দেখভাল করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ব্যবস্থায় বেহাল দশার অভিযোগ তুলে ‘পুরো সময়ের এক জন স্বাস্থ্যমন্ত্রী’-র দাবি জানিয়েছিল সিপিএম। তার পর এ বছরের জানুয়ারিতে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন চন্দ্রিমা ভট্টাচার্য।
মমতার হাতেই এখন স্বরাষ্ট্র দফতর। এ বার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে এক জন স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করল সিপিএম। প্রশ্ন উঠেছে, রাজ্য এ বার কি তা হলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীও পাচ্ছে?
মঙ্গলবার ফের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর পর পর পুজো উদ্বোধনকে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। মুখ্যমন্ত্রী এ বছর একাধিক দুর্গাপুজো ও কালীপুজোর উদ্বোধন করেছেন। মঙ্গলবার তিনি চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতেও যান। এই প্রসঙ্গেই বিমানবাবু বলেন, মুখ্যমন্ত্রী এই সব নিয়ে ব্যস্ত থাকলে আইনশৃঙ্খলা দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হোক। গত কয়েক মাস ধরে রাজ্যে আইনশৃঙ্খলার অবস্থা শোচনীয় হয়েছে ও সিপিএম কর্মীরা তৃণমূল কর্মীদের হাতে অত্যাচারিত হচ্ছেন, এই অভিযোগ তুলে বিমানবাবু বলেন, “আমাদের দেশে বারো মাসে তেরো পার্বণ। সব পার্বণে মুখ্যমন্ত্রী দেব-দেবীর আরাধনায় ব্যস্ত থাকলে আইনশৃঙ্খলা দেখবেন কে? মুখ্যমন্ত্রী নিজেই তো স্বরাষ্ট্রমন্ত্রী।” তাঁর বক্তব্য, “স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তা হলে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হোক।”
|
চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়ার পথে লঞ্চে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার। ছবি: সুমন বল্লভ। |
গত বছর প্রায় এই সময়ে সরকারি হাসপাতালে পর পর শিশুমৃত্যু, হাসপাতালের মধ্যে কর্তব্যরত চিকিৎসকের মদ্যপ অবস্থায় থাকা, এই সব কারণে বেহাল স্বাস্থ্য ব্যবস্থার অভিযোগ তুলে বিরোধী দলনেতা ও রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রীর উচিত স্বাস্থ্য দফতরের দায়িত্ব অন্য কারও হাতে ছেড়ে দেওয়া, যিনি পুরোপুরি ওই দফতরের কাজকর্মে মনোনিবেশ করতে পারবেন।
ঘটনাচক্রে, সিপিএমের পক্ষ থেকে ওই দাবি ওঠার পর পূর্ণমন্ত্রী না-হলেও স্বাস্থ্য দফতর চন্দ্রিমা দেবীকে প্রতিমন্ত্রী পেয়েছিল। স্বাস্থ্য দফতরের দায়িত্ব মুখ্যমন্ত্রী না-ছাড়লেও তিনি এক জন সহকারী নিয়েছিলেন। তাঁর কাজের চাপ কিছুটা হাল্কা হয়েছিল।
বামফ্রন্টের আমলে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীনই তাঁর কাজের ভার কমাতে একটা সময়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে তথ্য ও সংস্কৃতি দফতরের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী (পুলিশ)-ও করা হয়েছিল।
এ দিন বাবুঘাট থেকে জলপথে চন্দননগরে গিয়ে জগদ্ধাত্রী পুজো দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মঞ্চে উঠে বলেন, “আমার শখ ছিল, এক বার চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে আসব। এ বার তা পূরণ হল।”
গত বার অষ্টমীর সন্ধ্যায় দিল্লি রোড ধরে চন্দননগরে ঢোকার ইচ্ছে ছিল মমতার। কিন্তু প্রবল ভিড়ে যানজটের আশঙ্কায় পুলিশ তাঁকে না যাওয়ার অনুরোধ করে। শ্বেতপুর মোড় থেকেই ফিরে যান মুখ্যমন্ত্রী। সে কথাও তিনি এ দিন উল্লেখ করেন। |