টুকরো খবর
পুলিশের প্রশিক্ষণ
অপরাধের আধুনিক দিকগুলি সম্পর্কে পুলিশ কর্মীদের প্রশিক্ষিত করতে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে রঘুনাথপুর থানায়। সোমবার এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর। রঘুনাথপুর মহকুমার ৬টি থানার পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে অপরাধের চরিত্র বদলাচ্ছে। বিশেষ করে অপরাধ সংঘটনে মোবাইল ফোনের ব্যবহার বাড়ছে। সেই সঙ্গে হচ্ছে সাইবার ক্রাইমও। কিন্তু পরিবর্তিত অপরাধ প্রসঙ্গে পুলিশ কর্মীরা যথেষ্ট সচেতন নয়। এ ছাড়াও মহিলাদের উপরে নির্যাতন সংক্রান্ত অপরাধের বিষয়ে নতুন কিছু ধারা সংযোজিত হয়েছে। সেই বিষয়গুলি সম্পর্কেও পুলিশ কর্মীদের আরও বেশি ওয়াকিবহাল করার প্রয়োজন রয়েছে। রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “এই শিবিরে মহকুমার সমস্ত থানার পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবেন থানাগুলির ওসি, সিআই ও ডেপুটি পুলিশ সুপার পদের আধিকারিকেরা। এছড়াও পুলিশের প্রযুক্তি সংক্রান্ত বিশেষ বিভাগের দক্ষ কর্মীরাও প্রশিক্ষণ দেবেন।”

পুলিশের গাড়ির ধাক্কায় জখম শিশু, অবরোধ
পুলিশের গাড়ির ধাক্কায় এক শিশু জখম হওয়ার ঘটনায় মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়ায় পুরুলিয়া শহরে কর্পূরবাগান এলাকায়। স্থানীয় অঙ্গওয়াড়ি কেন্দ্রের পড়ুয়া, বছর চারেকের বিজয় দাস ওই দুর্ঘটনায় জখম হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রান্না করা খিচুড়ি নিয়ে বাড়ি ফিরছিল বিজয়। রাস্তা পেরনোর সময় রাজ্য পুলিশের একাদশ ব্যাটেলিয়নের একটি গাড়ি তাকে ধাক্কা মারে।
মঙ্গলবার অবরোধের ছবিটি তুলেছেন সুজিত মাহাতো।
উপস্থিত জনতা গাড়িটিকে আটক করে। ওই গাড়িতেই শিশুটিকে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে পাঠানো হয়েছে ঝাড়খণ্ডের বোকারোয়। দুর্ঘটনার পরে এলাকার বাসিন্দারা প্রায় দু’ঘণ্টা পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক অবরোধ করেন। পরে ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) পিনাকী দত্ত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলার পরে অবরোধ ওঠে। জখম শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছে পুলিশ।

মারধরের অভিযোগ
এক সিপিএম কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সকালে বাঁকুড়ার ইন্দাস থানার রোল গ্রামের ঘটনা। ওই গ্রামের বাসিন্দা তথা প্রহৃত সিপিএম কর্মী শিবু বাগদিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ব্যাপারে স্থানীয় তিনজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সিপিএমের ইন্দাস জোনাল কমিটির সম্পাদক অসীম দাসের অভিযোগ, “এলাকায় নতুন করে অশান্তি সৃষ্টির জন্যই তৃণমূলের লোকেরা আমাদের দলের কর্মী শিবু বাগদিকে মারধর করেছে।” তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি তথা বিধায়ক গুরুপদ মেটে অবশ্য অভিযোগ মানতে চাননি। তাঁর দাবি, “এ রকম কোনও ঘটনার কথা আমার জানা নেই। তবে সিপিএম রাজনৈতিক কারণে সব সময়ই আমাদের দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেউ গ্রেফতার হয়নি।

জেলে ঝুলন্ত দেহ বৃদ্ধা বন্দির
জেলা মহিলা সংশোধনাগারে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই বন্দির নাম শক্তি সাউ (৬৭)। বাড়ি বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায়। মঙ্গলবার বিকালে শক্তিদেবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুরুলিয়ার জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি বলেন, “কী ভাবে এই ঘটনা ঘটেছে, তা দেখা হচ্ছে।” পুলিশ ও সংশোধনাগার সূত্রের খবর, বধূ নির্যাতন ও খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত শক্তিদেবী ২০০৫ সাল থেকে পুরুলিয়া জেলা মহিলা সংশোধনাগারে ছিলেন। সোমবার রাতে সংশোধনাগারের হলঘরের পাশে গলায় দড়ি বাঁধা অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান কারারক্ষীরা। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।

পাঠাগার উদ্বোধন
একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দুঃস্থ ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য পাঠাগারের উদ্বোধন হল বিষ্ণুপুর থানার রাধানগর গ্রামের শর্মা পাড়ায়। উদ্বোধন করেন রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সংস্থার কো-অর্ডিনেটর কাজল শর্মা জানান, সংগঠনের সম্পাদক সোমনাথ পাইনের চেষ্টায় এই পাঠাগার স্থাপন সম্ভব হল এতে এলাকার দুঃস্থ পরিবারের ছাত্রীরা উপকৃত হবে।

জয়ী তৃণমূল
পায়রাচালি মুক্তি পাঠাগারের পরিচালন সমিতির নির্বাচন হয়েছে রবিবার। তাতে তৃণমূল ৬টি ও সিপিএম ২টি আসন পেয়েছে।

বাইক চুরি
বিশ্বভারতীর পূর্বপল্লি ছাত্রাবাস থেকে এক প্রাক্তন ছাত্রের বাইক চুরি যাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন আবাসিক পড়ুয়াদের একাংশ। সোমবার রাতে উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের আশ্বাসে তাঁরা বিক্ষোভ ও অবস্থান তুলে নেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.