টুকরো খবর |
আরএসপি-র কার্যালয় দখল, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
জোর করে আরএসপি-র দলীয় অফিস দফল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেড়িয়ায় বাসন্তী রাস্তার পাশে আরএসপি-র ওই কার্যালয়ের দরজা ভেঙে তৃণমূল দখল করেছে বলে অভিযোগ উঠলে তা নিয়ে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আরএসপি-র তরফে একটি অভিযোগ দায়ের করা হলেও এই ঘটনায় তাদের কেউ জড়িত নয় বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার বলেন, “একটা অভিযোগ করা হয়েছে। কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সন্দেশখালি-১ ব্লকের সরবেড়িয়ায় বেশ কিছু সিপিএম সমর্থক তৃণমূলে যোগ দেন। সোমবার রাত একটা নাগাদ কয়েকজন আরএসপি-র পার্টি অফিস দখল করে সেখানে তাদের দলের পতাকা লাগিয়ে দেয় বলে অভিযোগ। আসএসপি-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মিহির পাল বলেন, “দিন কয়েকর আগে তৃণমূলের কয়েকজন আমাদের কার্যালয়ে এসে হুমকি দিয়ে তাদের দলের পতাকা লাগিয়ে দেয়। সিপিএম আশ্রিত সাজাহান শেখ সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছে। তারই নেতৃত্বে ওই দিন রাতে কেয়কজন দরজা ভেঙে আমাদের দলীয় কার্যালয়ে ঢুকে জিনিসপত্র তছনছ করে দেওয়ালে তাদের দলের নাম লিখে দেয়। ভয়ে আমাদের সমর্থকেরা অন্যত্র আশ্রয় নিয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ সুপারকেও জানানো হয়েছে।” তৃণমূলের রাজ্য পঞ্চায়েত সেলের আহ্বায়ক নারায়ণ গোস্বামী বলেন, “কারও পার্টি অফিস দখল করা তৃণমূলের কাজ নয়। তবু অভিযোগ যদি সত্যি হয়, তা হলে যাদের পার্টি অফিস তাদের ফেরত দিয়ে দেওয়া হবে।” |
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, ধৃত বৃদ্ধ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানা এলাকায় ওই ঘটনায় সহিদুল ইসলাম মোল্লা নামে ওই বৃদ্ধকে পুলিশ গ্রেফতার করেছে। তবে তাঁকে ফাঁসানো হয়েছে এই দাবিতে এ দিন থানার সামনে বিক্ষোভ দেখান শতাধিক গ্রামবাসী। শেষ পর্যন্ত পুলিশ ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। সহিদুলকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নিদের্শ দেন। পুলিশ জানিয়েছে, গত ১১ নভেম্বর সন্ধ্যায় দিদির বাড়ি থেকে ফিরছিল ছাত্রীটি। অভিযোগ, জরুরি দরকার বলে তাকে ডেকে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করে সহিদুল। ছাত্রীর চিৎকারে লোকজন ছুটে এলে সহিদুল পালিয়ে যায়। সহিদলের বক্তব্য, “আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।” |
অস্বাভাবিক মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌমিত্র চৌধুরী (২২)। মঙ্গলবার সকালে জগদ্দলের একটি আম বাগানে গাছের নীচে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ব্যারাকপুরের অতিরিক্ত ডেপুটি কমিশনার শুভঙ্কর ভট্টাচার্য বলেন, “মৃতের গলায় আঘাতের চিহ্ন ছিল। তবে খুনের অভিযোগ রাত পর্যন্ত দায়ের হয়নি। ময়না তদন্তের পরেই বিষয়টি পরিষ্কার হবে।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবকের গলার দাগটি গামছা বা দড়ি জাতীয় কিছুর। তবে ঘটনাস্থল থেকে কিছু পাওয়া যায়নি। পেশায় রাজমিস্ত্রি ওই যুবক গত রবিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। |
দোকানে ‘লুঠপাট’
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দলের কর্মিসভায় যাওয়ার অপরাধে সিপিএম কর্মীর দোকানে লুঠপাট চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার, ভাঙড়ের কাশীপুরে কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে। পুলিশ জানায়, কাঁটাডাঙার সিপিএম নেতা হোসেন খাঁর কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে মাংসের দোকান। কিছু দিন আগে তিনি ডুমরু গ্রামে দলের কর্মিসভায় গিয়েছিলেন। অভিযোগ, সেই ‘অপরাধে’ তাঁর দোকানে তৃণমূলের পঞ্চায়েত প্রধান মোদারশের হোসেনের লোকজন হামলা চালায়। হোসেনের অভিযোগ, হামলাকারীরা ওজনের বৈদ্যুতিন যন্ত্র, এক হাজার টাকা ও বেশ কিছু মাংস নিয়ে দোকানে তালা দিয়ে চলে যায়। অভিযোগ অস্বীকার করে মোদারশের বলেন, “এই ঘটনায় আমি জড়িত নই। ভুল বোঝাবুঝি থেকে স্থানীয় লোকজন ওই ঘটনা ঘটায়। বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা হচ্ছে।” |
বাজল সাইরেন, চুরির চেষ্টা ব্যর্থ
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
সোমবার গভীর রাতে চুরির চেষ্টা হল হাবরা থানার কুমড়ো-কাশীপুরের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে। ব্যাঙ্ক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ব্যাঙ্কের ভিতর দুষ্কৃতীরা যখন চুরির চেষ্টা করছিল তখন ব্যাঙ্কের সাইরেন বেজে ওঠে। ঘুম ভেঙে যায় এলাকার বাসিন্দাদের। বেগতিক দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। দুষ্কৃতীরা মোট সাতটি তালা ভেঙে ভিতরে ঢুকে ভল্টের ঘরের দরজা ভাঙার চেষ্টা করছিল বলে ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে। ব্যাঙ্কে কোনও নৈশপ্রহরী ছিল না। তবে মাত্র আধ কিলোমিটার দূরে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। |
বধূর অস্বাভাবিক মৃত্যু কাকদ্বীপে
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
মঙ্গলবার কাকদ্বীপের অক্ষয়নগর গ্রামে এক বধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম মিনু প্রামাণিক (২০)। পুলিশ জানায়, সোমবার দুপুরে মিনুদেবী কীটনাশক খান। সঙ্গে সঙ্গে তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ দিন সকালে সেখানে তিনি মারা যান। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হন। |
সীমন্তে ধৃত ৩০ বিদেশি
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকার জন্য ৩০ জনকে ধরে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। পুলিশ জানিয়েছে, ধৃতদের দু’জনের বাড়ি মায়ানমারে। বাকিরা বাংলাদশের বাসিন্দা। সোমবার আমুদিয়া সীমান্ত থেকে তাদের ধরা হয়। |
অস্বাভাবিক মৃত্যু |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম হরিপদ সিংহ (৪২)। বাড়ি সন্দেশখালির ফেরিঘাট এলাকায়। পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। অন্য দিকে, এ দিন সকালে ওই এলাকারই কানমারি স্লুইস গেটের কাছে বিদ্যাধরী নদী থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। মৃত কৃষ্ণপদ মাইতির (৪০) বাড়ি স্থানীয় ৫ নম্বর খড়িহাট এলাকায়। রবিবার মাছ ধরতে গিয়েছিলেন কৃষ্ণপদবাবু। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পুলিশের অনুমান, মাছ ধরতে গিয়ে ডুবে মারা যান তিনি।য়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। |
চুরি, ধৃত ২ |
ইছামতী সেতুর উপর থেকে বিদ্যুতের সরঞ্জাম চুরি রতে গিয়ে বমাল ধরা পড়ল দুই দুষ্কৃতী। পুলিশ জানায়, ধৃত ইসলাম ও ইয়াজ গাজির বাড়ি সংগ্রামপুরে। সোমবার রাতে সেতুর উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। |
|