কালীপুজোর রাতে বন্ধুরা ডেকে নিয়ে গিয়েছিল অষ্টম শ্রেণির ছাত্র নৃপেনকে। তার পর থেকেই তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনার তদন্তে নেমে পুলিশ নৃপেনের পরিবারের অভিযোগের ভিত্তিতে তার দুই সহপাঠী সহ তিনজনকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত সেই সূত্র ধরে মঙ্গলবার সকালে নৃপেনের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি কলাবাগানে মাটি খুঁড়ে তার দেহ উদ্ধার করে পুলিশ।
|
নিহত ছাত্র নৃপেন মণ্ডল। |
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নিহত নৃপেন মণ্ডল (১৪) উত্তর ২৪ পরগনার হাবরার কাশীপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এলাকায় নানা অপরাধমূলক কাজে অভিযুক্ত নিউটন মণ্ডল মাঝেমধ্যেই নৃপেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেত। নিউটনের সঙ্গে মেলামেশার জন্য নৃপেনকে বারণ করার পাশাপাশি নিউটনকে তাদের বাড়িতে আসতে নিষেধ করে দেন নৃপেনের বাবা।
কিন্তু তা সত্ত্বেও সে নৃপেনকে জোর করত বলে বাড়ির লোকের অভিযোগ। এই নিয়ে নিউটন ও তার সঙ্গীদের সঙ্গে নৃপেনের বাবা নিত্যানন্দবাবুর ঝামেলাও হয়। নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে নিউটনের বন্ধুরা নৃপেনকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে তাঁরা থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে সন্দেহ হওয়ায় নিউটন ও তার তিন সঙ্গীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন তাঁরা। |
মাটি খুঁড়ে তুলে আনা হচ্ছে দেহ। |
অভিযোগ পেয়ে তদন্তে নেমে নিউটন মণ্ডল-সহ তিনজনকে গ্রেফতার করলেও সুদীপ্ত বৈরাগী নামে একজনকে এখনও ধরা যায়নি। নৃপেনের দিদা ভারতী মল্লিক বলেন, “নিত্যানন্দর সঙ্গে নিউটনের দলের গোলমাল হয়েছিল। নিত্যানন্দ চাইত না নিউটনের দলের সঙ্গে নৃপেন মেলামেশা করুক। কিন্তু তার যে এই পরিণতি হবে ভাবতে পারেনি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অন্যদিকে ধৃত দুই ছাত্র নাবালক হওয়ায় তাদের সল্টলেকের জুভেনাইল কোর্টে তোলার পর বর্তমানে একটি হোমে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিউটন মণ্ডলকে বারাসাত জেলা আদালতে তোলা হলে বিচারক তার পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় নিউটন জানিয়েছে কালীপুজোর রাতে তারা নৃপেনকে মদ খাইয়ে বেহুঁশ করে তারপর গলায় চাদর জড়িয়ে হত্যা করে। নিউটন অস্ত্র ব্যবসা-সহ নানা অসামাজিক কাজে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। নানা অসামাজিক কাজে যুক্ত নিউটন গ্রেফতার হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও। এ দিন নৃপেনের মৃতদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। |