গোষ্ঠী-দ্বন্দ্বের জেরে স্থগিত হয়ে যাওয়া সম্মেলন প্রক্রিয়া ফের চালু করতে সমাধান সূত্রের খোঁজ শুরু হল বাম শরিক ফরওয়ার্ড ব্লকে। নিচু তলায় বিক্ষুব্ধ গোষ্ঠীর সমান্তরাল সম্মেলনের উদ্যোগের ধাক্কায় উত্তর ২৪ পরগনায় সম্মেলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ফ ব রাজ্য নেতৃত্ব। কিন্তু তাতে দল সম্পর্কেই ভুল বার্তা যাচ্ছে বুঝে জেলায় সম্মেলন-পর্ব ফের শুরু করতে চাইছেন তাঁরা। পঞ্চায়েত ভোট নির্ধারিত সূচি মেনে মে মাসেই হতে পারে বলে এখন ইঙ্গিত মেলায় হাতে কিছুটা সময় পাওয়া যাচ্ছে। এই অবস্থায় ফ ব-র রাজ্য নেতৃত্ব প্রাথমিক ভাবে ঠিক করেছেন, উত্তর ২৪ পরগনায় যে সব সদস্যপদ নবীকরণে কেন্দ্রীয় কমিটির সিলমোহর ছিল, সেই স্থিতাবস্থা মেনেই সম্মেলন করতে বলা হবে জেলা নেতৃত্বকে।
সম্মেলন, পঞ্চায়েত ভোটের প্রস্তুতি এবং আন্দোলনের কর্মসূচি আলোচনা করতে মঙ্গলবার থেকে ফ ব-র রাজ্য কমিটির দু’দিনের বৈঠক শুরু হয়েছে। প্রত্যাশিত ভাবেই উত্তর ২৪ পরগনার প্রসঙ্গ এসেছিল। প্রথম দিন সব জেলার প্রতিনিধিদের বক্তব্য শোনার পরে রাজ্য সম্পাদকমণ্ডলী বৈঠকে বসেছিল মূলত উত্তর ২৪ পরগনার সমস্যা মেটানোর পথ খুঁজতেই। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, “পঞ্চায়েত ভোট মে মাসে হলে সম্মেলন নির্দিষ্ট সূচি মেনে শেষ করার সুযোগ আছে। জানুয়ারির মধ্যে রাজ্য সম্মেলন করে ফেলতে হলে জেলার পর্ব তার আগে মেটাতে হবে। উত্তর ২৪ পরগনার যে সব সদস্যপদ নবীকরণ কেন্দ্রীয় কমিটিতে অনুমোদিত হয়েছিল, তা মেনেই আপাতত ওই জেলায় এগোনো যেতে পারে।”
ফব সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক হরিপদ বিশ্বাস রাজ্য কমিটির বৈঠকে বলেন, সম্মেলন স্থগিত রাখার বিষয়টি দুর্ভাগ্যজনক। এতে ভুল বার্তা যাচ্ছে। সরল দেবের নাম না-করেই তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় কমিটির এক সদস্য যে ভাবে জেলা কমিটির সম্মেলন সূচি না-মেনে পৃথক সম্মেলন করতে চেয়েছেন, তা-ও দুর্ভাগ্যজনক। এই বক্তব্যে সরলবাবু প্রতিবাদ করতে গেলে এক প্রস্ত অস্বস্তি তৈরি হয়। পরে রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে তৈরি হওয়া রফাসূত্রে জেলায় কী প্রতিক্রিয়া হয়, তা নিয়ে কৌতূহল রয়েছে এই শরিক দলে! |