টুকরো খবর |
তেহট্টে গুলির সমালোচনায় মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন |
তেহট্টে পুলিশের গুলি চালানোর ঘটনা ‘দুর্ভাগ্যজনক’। মঙ্গলবার মহাকরণে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “একজন পুলিশও গুলি চালাক, তা আমি সমর্থন করি না। তেহট্টের ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে।” তেহট্টে পুলিশের গুলি চালানোর তদন্তভার অবশ্য ইতিমধ্যেই বর্তেছে সিআইডি-র হাতে। তেহট্ট কাণ্ডে আদপে গুলি চলেছিল ক’টি? তদন্তে নেমে সিআইডি-র অফিসারেরা তারই উত্তর খুঁজতে থানা থেকে স্থানীয় বাসিন্দা সকলের সঙ্গে নাগাড়ে কথা বলে চলেছেন। বস্তুত, মঙ্গলবার সকালে সিআইডি-র তদন্তকারী অফিসার উৎপল সাহার নেতৃত্বে দলটি তেহট্ট পৌঁছনোর পরে দিনভর এ প্রশ্নেরই উত্তর খুঁজেছে। প্রাথমিক তদন্তে সিআইডি অফিসারেরা জানতে পেরেছেন, সে দিনের ঘটনায় মৃত অশোক সেনের গায়ে দু’টি গুলি লেগেছিল। কিন্তু গুলিতে আরও দু’জন জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অথচ পুলিশের দাবি, গুলি চলেছিল সাকুল্যে তিনটি। পুলিশের জেনারেল ডায়েরিতেও তেমনই উল্লেখ রয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনটি নয়, গুলি চলেছিল বেশ কয়েকটি। তাই গুলির হিসেব দিয়েই তদন্ত শুরু করতে চান তদন্তকারীরা।
|
বেলডাঙায় জগদ্ধাত্রী
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
জগদ্ধাত্রী পুজোয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা শুরু হয়েছে বেলডাঙায়। ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে ১৯ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পুজো-সহ সমস্ত অনুষ্ঠান চলবে। ১৯ তারিখ দেবীর পুজো দিয়ে উৎসবের সূচনা হয়। এই উপলক্ষে বেলডাঙা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। কয়েক হাজার মানুষের এই শোভাযাত্রায় আদিবাসী নৃত্য, রণপা সহ রায়বেশে নৃত্য, মুকাভিনয়, সঙ, নগর কীর্তন পরিবেশিত হয়। মঙ্গলবার মহাসপ্তমীর পুজোর বিশেষত্ব হল ভোগ ও আরতি। মহাষ্টমীতে রায়বেশে নৃত্য পরিবেশন হবে। নবমীতে ভোগ, আরতি তো থাকছেই। এছাড়া মধ্যাহ্নে অন্নকূট ও বিশেষ পূজারতি, পঙক্তি ভোজন, শান্তিযজ্ঞ। দশমী শুক্রবার। শুক্রবার ও শনিবারের আকর্ষণ কলকাতার যাত্রাপালা। ২৫ নভেম্বর শোভাযাত্রা সহযোগে প্রতিমা নিরঞ্জন। প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। এ প্রসঙ্গে শাখার অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দ বলেন, “মানুষের মধ্যে মিলন এই উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট। প্রচুর মানুষের সম্মিলিত চেষ্টায় এই উৎসব সফল হবে বলে আমাদের আশা।”
|
টেস্টে দেরি, ক্ষুব্ধ ছাত্ররা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
শিক্ষকদের অন্তর্দ্বন্দ্বে মঙ্গলবার নির্দিষ্ট সময়ে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হল না সুতি-২ ব্লকের মানিকপুর সপ্তগ্রাম হাই স্কুলে। পরীক্ষার্থীরা স্কুলে এসে দেখে পরীক্ষার কোনও বন্দোবস্তই নেই। ক্ষুব্ধ পড়ুয়ারা পরীক্ষা নেওয়ার দাবিতে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখায়। অবশেষে যুগ্ম বিডিও-র হস্তক্ষেপে দুপুর ২টো থেকে পরীক্ষা শুরু হয়। তাদের অভিযোগ, “প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের মধ্যে বচসার জেরে কেউই নির্দিষ্ট সময়ে স্কুলে আসছেন না। তার ফলেই এ দিন নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু হয়নি।” প্রধান শিক্ষক সুব্রত সাহার কথায়, “আমি স্কুলেরই কাজে বহরমপুরে রয়েছি। সহ শিক্ষকদের পরীক্ষা নিতে বলা হয়েছিল। তাঁরা কেন পরীক্ষা নেননি, বলতে পারব না। অনিয়মিত স্কুলে আসার জন্য দু’জন শিক্ষকের হাজিরা খাতায় লাল দাগ দেওয়ায় এই ঘটনা হয়েছে।” স্কুলের ইংরেজির শিক্ষক সঞ্জীব সরকারের বক্তব্য, “প্রধান শিক্ষক বেশিরভাগ দিন দেরিতে আসেন। প্রতিবাদ করায় কয়েকজনের নামের পাশে লাল দাগ দিয়েছেন তিনি।” কেন পরীক্ষা নেওয়া হয়নি? তিনি বলেন, “প্রধান শিক্ষকের আলমারিতে কাগজপত্র তালা মারা ছিল। তাই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।”
|
তৃণমূল হল সিপিএমের বি-টিম, কটাক্ষ রাহুলের
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
তৃণমূলকে সিপিএমের ‘বি টিম’ বলেছিলেন কংগ্রেসের রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। এ বার অধীরবাবুর সেই বক্রোক্তিই ফিরে এল বিজেপির কাছ থেকে। তৃণমূলের ‘দমননীতে’ সিপিএমের সঙ্গে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। বহরমপুরে মঙ্গলবার তাঁর কটাক্ষ “এ যেন সিপিএমেরই সরকার চলছে। সিপিএেৃমর বি টিম হয়ে কাজ করছে যেন তৃণমূল।” তৃণমূলের দমন নীতির বিরুদ্ধে রাজ্যের মানুষকে সোচ্চার হওয়ারও এ দিন আহ্বান জানান তিনি। রাহুল জানান, সরকারের অপশাসন, কেন্দ্রীয় সরকারের দুর্নীতি, সিপিএমের দ্বিচারিতার বিরুদ্ধে ৩০ নভেম্বর রানি রাসমণি রোডে এক সভার আয়োজন করা হয়েছে। এদিন তৃণমূলের অনাস্থা প্রসঙ্গে রাহুলবাবু বলেন, “ইউপিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা বললেও তৃণমূল কংগ্রেসের প্রয়োজনীয় ৫০ জন সদস্য নেই। ১৯ জন সাংসদকে নিয়ে তারা কিভাবে অনাস্থা আনছে, আমরা নজর রাখছি। তবে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি তাতে আমরাও চাই সরে যাক। ইউপিএ সরকারকে গদিচ্যুত করতে অনাস্থা কে ডাকল তা নিয়ে ছুৎমার্গ করবে না বিজেপি।”
|
কোদালের কোপে
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
দেওরের কোদালের কোপে খুন হলেন বৌদি। নাম শোভা আচার্য (৩৪)। বাড়ি ধানতলার ইন্দিরা পল্লিতে। মঙ্গলবার দুপুরে শোভা সব্জি কাটছিলেন। সেই সময় তাঁর দেওর ভীম আর্চায ওরফে খোকন ছাড়া কেউ ছিলেন না। হঠাৎ ভীম কোদাল দিয়ে বৌদি শোভাকে এলোপাথারি কোপাতে থাকেন। প্রতিবেশিরা রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন।
|
মমতাকে কটাক্ষ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনাস্থা প্রস্তাব আনার ঘোষনাকে অতি বিপ্লবী বলে কটাক্ষ করলেন আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী। মঙ্গলবার কৃষ্ণনগরে দলীয় সাধারণ সভার মিটিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “প্রয়োজনীয় সংখ্যা ছাড়া ১৯ জন সাংসদকে নিয়ে অনাস্থা আনলে আখেরে কংগ্রেসেরই লাভ হবে। এটা অতি বিপ্লবী সিদ্ধান্ত।”
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ইট চাপা পড়ে মৃত্যু হল এক ইটভাঁটা শ্রমিকের। নাম বাবু শেখ (৩৮)। বাড়ি নাকাশিপাড়ার আঁড়পাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে শুকপুকুরের একটি ভাটায় ইট নামানোর সময় ইট চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
|
সমবায় সপ্তাহ পালন
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
চাকদহে পালিত হল সমবায় সপ্তাহ। মহেশচন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ও চাকদহ ব্লক সমবায় সমিতির উদ্যোগে ১৪-২০ নভেম্বর পর্যন্ত আলোচনাচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবায় সপ্তাহ পালিত হয়।
|
শারদ সম্মান |
|
তথ্য ও ছবি: বিতান ভট্টাচার্য। |
মহকুমা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার কল্যাণীর ঋত্বিক সদনে আয়োজিত শারদ সম্মান-এর অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী উজ্বল বিশ্বাস-সহ স্থানীয় সাংসদ, বিধায়ক ও পুরসভাগুলির চেয়ারম্যানরা। ১৭টি ক্লাবকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠান উপলক্ষে এক মঞ্চে হাজির ছিলেন তৃণমূল ও সিপিএমের নেতারা। মহকুমার সরকারি কাজের সমস্ত খতিয়ান-সহ সমস্ত সরকারি দফতরের ফোন নম্বর সংবলিত বই এ দিন বাসিন্দাদের হাতে তুলে দেন মহকুমাশাসক। বইয়ের নাম ‘সরকারি কাজে দরকারি খোঁজ’।
|
জখম ৪ |
বাজি ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে জখম হয়েছে ৪ শিশু। আহত সকলেই রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। |
|