সংস্কৃতি যেখানে যেমন

সুনীল-সিরাজ স্মরণ
ফরাক্কা থেকে প্রকাশিত সাময়িক পত্রিকা ‘মধ্যবঙ্গ বান্ধব’-এর উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় সদ্য প্রয়াত দুই সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ও সৈয়দ মুস্তাফা সিরাজের স্মরণ অনুষ্ঠান। ফরাক্কার জাফরগঞ্জ স্বর্ণময়ী বেসিক স্কুলে। আয়োজক সংস্থার পক্ষে কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে ওই স্মরণ অনুষ্ঠান চলে। অনুষ্ঠানের সূচনা হয় সকালে স্মরণ মিছিলের মধ্যে দিয়ে। পরে প্রয়াত দুই সাহিত্যিকের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন সৈয়দ খালেদ নৌমান ও সুনীল করণ।”

বেথুয়ায় সুনীল
বেথুয়াডহরি ‘চেতনা’ সাহিত্য পত্রিকা গত রবিবার দেশবন্ধু পাঠাগারে সুনীল স্মরণের আয়োজন করে। ওই অনুষ্ঠানে চেতনার বিশেষ সুনীল সংখ্যা প্রকাশিত হয়। প্রকাশ করেন কবি কার্তিক মোদক। ওই অনুষ্ঠানে সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতিচারণার পাশাপাশি সুনীলের কবিতা আবৃত্তি, কবিতার গান এবং শ্রুতিনাটক পরিবেশিত হয়।

অনুভবের সুনীল
গত ১০ নভেম্বর বহরমপুরের খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয় ভবনে সুনীল স্মরণ অনুষ্ঠান করে ‘মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদ’। ‘আবৃত্তি সংসদ’-এর চন্দন দাশগুপ্ত বলেন, “কবিতা ও প্রবন্ধ পাঠ, আবৃত্তি ও সংগীত পরিবেশনের মাধ্যমে কবিকে স্মরণ করা হয়।” গত ৭ নভেম্বর স্থানীয় জৈন ধর্মশালায় সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে জিয়াগঞ্জের ‘অনুভব’ সাহিত্য গোষ্ঠী।

যুগাগ্নি ও সৌমিত্র
বহরমপুরে নাট্য উৎসবে সৌমিত্র। ছবি: গৌতম প্রামাণিক।
গত ১৭-১৯ নভেম্বর তিন দিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করে ‘যুগাগ্নি’ নাট্য সংস্থা। বহরমপুর রবীন্দ্রসদনে তিন দিনই মঞ্চস্থ হয়েছে কলকাতার ‘প্রাচ্য’ নাট্যগোষ্ঠীর তিনটি নাটক‘তৃতীয় অঙ্ক অতএব’, ‘সুপারি কিলার’ ও ‘রোমিও জুলি’। উদ্বোধনী সন্ধ্যায় ‘তৃতীয় অঙ্ক অতএব’ অভিনীত হয়। নাটক ও নির্দেশনা সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনয়ে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, পৌলমী বসু। দ্বিতীয় দিন ব্রাত্য বসুর নাটক ‘সুপারি কিলার’। নির্দেশনা বিপ্লব বন্দ্যোপাধ্যায় এবং অভিনয়ে সুপ্রিয় দত্ত, পৌলমী বসু। সমাপ্তি দিনে ‘রোমিও জুলি’। নাট্যনির্মাণ উজ্জ্বল চট্টোপাধ্যায়। নির্দেশনা বিপ্লব বন্দ্যোপাধ্যায়। অভিনয়ে অসীম রায়চৌধুরী, পৌলমী বসু।

মহার্ণর প্রকাশ
বহরমপুর থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে মৌসুমী হালদার সম্পাদিত ‘মহার্ণব’ পত্রিকার প্রথম বছরের তৃতীয় সংখ্যা। সম্প্রতি প্রকাশিত হয়েছে ফারুক আহমেদের কাব্যগ্রন্থ ‘বিশ্বপ্রেম’। দুর্গোৎসব উপলক্ষে প্রকাশিত হয়েছে জিয়াগঞ্জের ‘সিংহবাহিনী পুজা কমিটির স্মারক পত্রিকা ও অসিতকুমার সিংহ সম্পাদিত লালগোলার সাহিত্য পত্রিকা ‘মনের জানালা’।

রঙ্গাশ্রমের উৎসব
সাত দিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে বহরমপুরের রঙ্গাশ্রম নাট্যদল। আগামী ২৪-৩০ নভেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত ওই নাট্যোৎসবে ৮টি নাটক মঞ্চস্থ হবে। রঙ্গাশ্রমের নিজস্ব প্রযোজনা ছাড়াও কলকাতার নান্দীকার-সংসৃতি’র দুটি নাটক ও উত্তর দিনাজপুরের কম্পাসের নাটক মঞ্চস্থ হবে।

দর্পনের প্রকাশ
গত শনিবার করিমপুর বাজার ব্যবসায়ী সমিতির হলঘরে এক অনুষ্ঠানে দেবজ্যোতি কর্মকার সম্পাদিত ‘দর্পন’ পত্রিকার ‘ছুটি’ সংখ্যা প্রকাশিত হয়। সংগীত পরিবেশন ছাড়াও সেখানে স্বরটিত কবিতা পড়েন অনেকে।

শিশু দিবস
জঙ্গিপুরে বসে আঁকো। ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়।
শিশু দিবস উপলক্ষে গত ১৪ নভেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে নেহরু যুব কেন্দ্র ও সপ্তপর্ণী সংগঠন যৌথ ভাবে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। তার আগে গত ১০ নভেম্বর রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, অঙ্কন, রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা আয়োজন করে ওই সংগঠন। প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের ওই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.