টুকরো খবর |
সমবায় আইনের সমালোচনা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রাজ্যের নতুন সমবায় আইনের তীব্র সমালোচনা করলেন এগরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ও বিশিষ্ট সমবায়ী সমরেশ দাস। সোমবার কাঁথির সেন্ট্রাল বাস টার্মিনাস সংলগ্ন ‘সংহতি’ সভাকক্ষে সারা ভারত সমবায় সপ্তাহ ২০১২ উপলক্ষে কাঁথি ১ ব্লক এলাকার সমবায় সমিতিগুলির উদ্যোগে ‘সমবায় ও উদ্যোগ বিকাশ দিবস’ শীষর্ক আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘গ্রামীণ মানুষ ও প্রান্তিক কৃষকদের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে চলেছে সমবায় ব্যবস্থা। কিন্তু নতুন সমবায় আইনে রাজ্যের দীর্ঘদিনের সমবায় আন্দোলন ভীষণ ভাবে হোঁচট খাবে। এমনকী রাজ্যের সমবায় ব্যবস্থাটাই ভেঙে পড়তে পারে।” আলোচনাচক্রে বক্তব্য রাখতে দিয়ে পূর্ব মেদিনীপুর রেঞ্জ ২ সহকারী সমবায় নিবন্ধক মনীষা চক্রবর্তী প্রতিটি সমবায় সমিতিকে নিজস্ব গোডাউন তৈরির প্রস্তাব দেন। বক্তব্য রাখেন বিধায়ক বনশ্রী মাইতি, সমবায় উন্নয়ন আধিকারিক তপন সামন্ত, বরেন্দ্রনাথ পাত্র প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনমঙ্গল সমবায় সমিতির সভাপতি ও কাঁথি পুরসভার কাউন্সিলার সত্যেন্দ্রনাথ জানা।
|
উচ্চশিক্ষা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্যে উচ্চশিক্ষা পরিকাঠামোর পুনর্গঠনে নতুন চিন্তাধারা প্রয়োজন বলে মনে করছেন রাজ্যপাল এম কে নারায়ণন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ১৬তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার মেদিনীপুরে এসেছিলেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য। তিনি বলেন, “উপলব্ধি এবং বাস্তবতার মধ্যে ফাঁক থাকছে। উচ্চশিক্ষার উদ্দেশ্য, শিক্ষিতের সংখ্যা বাড়ানো নয়। উচ্চশিক্ষা জ্ঞান-ভিত্তিক হওয়া প্রয়োজন। আরও উৎকৃষ্টতা প্রয়োজন।” এ ক্ষেত্রে রাজ্যের পরিকাঠামো তা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
|
শ্লীলতাহানির অভিযোগ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • এগরা |
এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পটাশপুর থানা এলাকার চিস্তিপুর বাসস্ট্যান্ডে। ভগবানপুর থানা এলাকার দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ধৃত ভাগ্যধর ঘোড়ইকে মঙ্গলবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিস্তিপুরের বাসিন্দা ওই মহিলা এবং তাঁর স্বামী বাজকুলগামী একটি বাসে উঠেছিলেন। সেই বাসেই উঠেছিল ভাগ্যধর। ওই মহিলার অভিযোগ, বাসেই তাঁর উদ্দেশে কুৎসিত মন্তব্য ও আচরণ করছিল ভাগ্যধর। চিস্তিপুরে ওই তিনি বাস থেকে নামেন এবং তাঁর স্বামী দোকানে জিনিস কিনতে যান। সেই সুযোগেই ভাগ্যধর তাঁর শ্লীলতাহানি করে। তিনি চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ভাগ্যধরকে আটকে রাখেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
|
সম্মেলন ঘাটালে
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের প্রথম সম্মেলন হল ঘাটাল শহরে। শহরের একটি সিনেমা হলে মঙ্গলবার এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভানেত্রী তথা স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শ্যাম পাত্র, অজিত দে, শঙ্কর দোলই, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী উত্তরা সিংহ, মমতাশ্রী কর, রাত্রি লাহা, অঞ্জু দোলই প্রমুখ। উত্তরাদেবী বলেন, “সামনেই পঞ্চায়েত নির্বাচন। সব ক’টিই দখলে আনতে হলে এখন থেকেই তার প্রস্তুতি নিতে হবে।” মহিলাদের প্রার্থী হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলেন উত্তরাদেবী।
|
চালু হল ইএমইউ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ডিএমইউ ইঞ্জিনের বদলে এ বার থেকে ইএমইউ ইঞ্জিনে চলবে দিঘা-সাঁতরাগাছি লোকাল ট্রেন। আজ, বুধবার থেকেই দিঘা-সাঁতরাগাছি রেল লাইনে ডিজেল ইঞ্জিনের বদলে ইলেকট্রিক ইঞ্জিন চালিত লোকাল চালু হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। আগে দিঘা-সাঁতরাগাছি লোকাল সপ্তাহে ৬ দিন চলাচল করলেও এ বার থেকে তা সপ্তাহের ৭ দিনই চলবে বলে জানা গিয়েছে। সম্প্রতি তমলুক-দিঘা রেললাইনে বৈদ্যুতিকীকরণের কাজ সম্পন্ন হওয়ার পরই রেল কর্তৃপক্ষ দিঘা-সাঁতরাগাছি লোকাল ট্রেনে ডিজেল ইঞ্জিনের বদলে ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেন।
|
কংগ্রেসে যোগ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের একাধিক নেতা-সহ শ’দেড়েক তৃণমূলকর্মী। সোমবার ঘাটাল শহরের রাজীব নিলয়ে এক অনুষ্ঠানে তৃণমূলের ঘাটাল ব্লকের প্রাক্তন সহ-সভাপতি সুশান্ত বটব্যালের নেতৃত্বে ব্লকের আজবনগর পঞ্চায়েতের তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী কংগ্রেসে যোগ দেন। সুশান্তবাবু বলেন, “দলের নেতাদের আচরণে বিরক্ত হয়েই কংগ্রেসে যোগ দিয়েছি।” যদিও তৃণমূলের ব্লক সভাপতি অজিত দে বলেন, “দলবিরোধী কাজ করার জন্য সুশান্ত বটব্যালকে আগেই দল থেকে বহিঃষ্কার করা হয়েছিল।”
|
কোলাঘাটে প্রতিনিধিদল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি দফতরের বিধানসভার স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধিদল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে আসেন মঙ্গলবার। এ দিন বিকেলে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিধায়ক কে পি সিং দেও-র নেতৃত্বে এই দল আসে। ছিলেন ডি এন মাহাতো প্রমুখ। পরে তাপবিদ্যুৎ কেন্দ্রের অফিসে এখটি প্রশাসনিক বৈঠকও করেন তাঁরা। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন ও দফতরের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৈঠকে অনিয়মিত কয়লা সরবরাহ, তাপ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রাংশ চুরি, বর্জ্য ছাই সরানো-সহ নানান সমস্যা নিয়ে আলোচনা হয়।
|
আজ ফাইনাল খেলা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
লক্ষীপ্রিয়া গিরি ও বিশ্বেশ্বর সাউ স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল হল জাহালদায়। মঙ্গলবারের এই খেলায় মুখোমুখি হল বালিঘাই ফুটবল একাদশ ও রানিসরাই ফুটবল অ্যাকাডেমি। বালিঘাই ২-১ গোলে জয়ী হয়েছে। অন্যদিকে অস্তিচকে সতীশচন্দ্র ও সন্তোষকুমার স্মৃতি ফুটবল টুর্নামেন্টেরও দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয় পঁচেট কিশোর ক্লাব ও এগরা নবরূপ ক্লাব। ২-১ গোলে জয়ী হয় নবরূপ। আজ, বুধবার দু’টি টুর্নামেন্টেরই ফাইনাল খেলা হবে।
|
মেলায় বস্ত্র বিতরণ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বটতলা আনন্দময়ী শ্যামাপুজোর সপ্তাহব্যাপী মেলা ও উৎসব শেষ হল সোমবার। রামনগর ২ ব্লকের এই মেলার শেষ দিন সন্ধ্যায় এলাকার কয়েক’শো দুঃস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছিলেন বিধায়ক অখিল গিরি, মৈতনা পঞ্চায়েতের উপ-প্রধান তমালতরু দাস মহাপাত্র প্রমুখ। |
|