|
|
|
|
বাসভাড়া নিয়ে গোলমাল চলছেই |
মেচেদা বাসস্ট্যান্ডে এসইউসি-র মিছিল, বাসকর্মীদের অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাসভাড়া বৃদ্ধি নিয়ে বিভ্রান্তি অব্যাহত পূর্ব মেদিনীপুরে। বাসভাড়া বৃদ্ধির সরকারি নির্দেশিকা মেনে গত ১০ নভেম্বর থেকে জেলায় নতুন বাসভাড়া চালু হয়। কিন্তু রাজ্য সরকার ফের বর্ধিত বাসভাড়া পুনর্বিবেচনার কথা ঘোষণা করে। নতুন সেই ভাড়ার তালিকা এখনও জেলায় না আসায় বিভ্রান্তি বেড়েছে। এরই মধ্যে মঙ্গলবার সকালে মেচেদা বাসস্ট্যান্ড এলাকায় বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এসইউসি সমর্থকদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এসইউসি সমর্থকরা বর্ধিত বাসভাড়া নেওয়ায় প্রতিবাদ জানান। এমনকী বাসের ন্যূনতম ভাড়া ৬ টাকার পরিবর্তে পুরনো হারে ভাড়া নিতে বাসকর্মীদের বাধ্য করেন বলে অভিযোগ। এর প্রতিবাদে আবার বাসকর্মীরা মেচেদা বাসস্ট্যান্ড অবরোধ করেন। সকাল ৮টা থেকে ওই অবরোধ চলায় মেচেদা বাসস্ট্যান্ড থেকে কোনও বাস বের হতে পারেনি, কোনও বাস ঢুকতেও পারেনি। ফলে কলকাতা, হলদিয়া, দিঘা, খড়্গপুর, মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম প্রভৃতি রুটের নিত্যযাত্রী-সহ কয়েক হাজার বাসযাত্রী চরম দুর্ভোগে পড়েন। পরে খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ বাহিনী আসে। প্রায় ৪০ মিনিট অবরোধের পর পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীদের সঙ্গে বাসকর্মী ইউনিয়ন নেতাদের আলোচনা হয়। এরপরেই অবরোধ তোলেন বাসকর্মীরা। |
|
বাসের ভাড়াবৃদ্ধির প্রতিবাদ মেদিনীপুরে |
বর্ধিত বাসভাড়া নিয়ে যাত্রী-কন্ডাক্টর বিরোধের জেরে গত শুক্রবার সকালে তমলুকের সোনাপেতা গ্রামে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে এক বাসের চালক ও কন্ডাক্টরকে মারধরের অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বাসকর্মীরা নন্দকুমারে জাতীয় সড়ক অবরোধ করেন। মঙ্গলবার ফের মেচেদা বাসস্ট্যান্ডে বাসকর্মীদের উপরে জোরাজুরি করার ঘটনায় ক্ষুব্ধ বাসমালিক সংগঠনগুলি। পূূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক সুকুমার বেরার অভিযোগ, “সরকারি ঘোষণা অনুযায়ী নতুন ভাড়ার তালিকা না আসায় বর্তমান তালিকা অনুযায়ী বাসভাড়া নেওয়া হচ্ছে। কিন্তু এসইউসি-র লোকজনেরা তা মানছে না। মেচেদার পাশাপাশি এ দিন তমলুকের শিবতলা ও মিলননগরে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে বাস দাঁড় করিয়ে রেখে পুরনো হারে বাসভাড়া নিতে বাধ্য করেন এসইউসি সমর্থকরা।” আর এসইউসি নেতাদের দাবি, সরকারিভাবে নতুন বাসভাড়ার তালিকা না আসা পর্যন্ত পুরনো হারেই ভাড়া নিতে হবে। পূর্ব মেদিনীপুর জেলা পরিবহন যাত্রী কমিটির মুখপাত্রে তথা এসইউসি নেতা নারায়ণ নায়েকের অভিযোগ, “রাজ্য সরকার ফের বাসভাড়া পুর্নবিবেচনা করার কথা জানিয়েছে। কিন্তু বাসযাত্রীদের কাছ থেকে বর্ধিত বাসভাড়া নেওয়া চলছে। বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আমাদের কর্মী-সমর্থকরা মিছিল করছেন। তবে কোথাও বাসকর্মীদের আক্রমণ করা হয়নি।” |
|
|
|
|
|