|
|
|
|
রাস্তা হয়েছে ৫ বছর, সেতু হচ্ছে এতদিনে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাস্তা তৈরি হয়েছিল প্রায় পাঁচ বছর আগে। কিন্তু রাস্তার মাঝে সেতুর কাজ ছিল অসম্পূর্ণ। তাই রাস্তা থাকলেও তার সুবিধা পাচ্ছিলেন না সাধারণ মানুষ। সেতুর অভাবে রাস্তা দিয়ে যান চলাচল করতে পারছিল না।
অবশেষে সেই সেতু তৈরিতে উদ্যোগী হল জেলা পরিষদ। কিন্তু এখন এই প্রকল্পে অর্থ ব্যয় হবে অনেকটাই বেশি। পাশাপাশি রাস্তা থেকেও তা ব্যবহার করতে না পারায় ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। তবে এবার যাতে দ্রুত সেতু নির্মাণের কাজ শেষ করা যায় সে জন্য পদক্ষেপ করছে জেলা পরিষদ। তার জন্য বর্ধিত অর্থও বরাদ্দ করা হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য বলেন, “নানা কারণে রাস্তা তৈরির সময় সেতু তৈরি করা যায়নি। এবার সেতু তৈরির জন্য বর্ধিত অর্থ বরাদ্দ করা হয়েছে। যাতে দ্রুত সেতু নির্মাণের কাজ শেষ হয় সে জন্যও পদক্ষেপ করা হচ্ছে।”
প্রায় ৫ বছর আগে এশিয়ান ডেভেলপমেন্টের টাকায় খড়্গপুর গ্রামীণ এলাকার হাড়কান্দি থেকে পিংলার সাঙাড় পর্যন্ত রাস্তা তৈরি করা হয়েছিল যাতে পাশাপাশি দু’টি ব্লকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। রাস্তার কাজ শেষ হয়ে গিয়েছিল সেই সময়েই। কিন্তু সাঙাড়ের কাছের খালের উপর সেতু তৈরি করা হয়নি। সেই সময় রাস্তার সঙ্গেই সেতু নির্মাণের জন্য ৪১ লক্ষ ৫৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। এখন জেলা পরিষদের বরাদ্দ করা সেই প্রকল্প ব্যয়ে খরচ বেড়েছে আরও ৬ লক্ষ ২৫ হাজার টাকা। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে রাস্তা তৈরি করা হয়েছিল যানবাহন চলাচলের জন্য সেতু না হওয়ায় সেই সমস্যা মেটেনি। স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, “রক্ষণাবেক্ষণ না হওয়ায় রাস্তাটি ভেঙেচুরে গিয়েছে। যে সময় রাস্তা ভাল ছিল সেতুর অভাবে রাস্তা সাধারণ মানুষের কাজে লাগেনি। আর যখন জেলা পরিষদ সেতু নির্মাণ করতে যাচ্ছে তখন রাস্তার এই অবস্থা। সেতু নির্মাণ ছাড়াও রাস্তা সংস্কারেরও দাবি জানাব।”
একই সমস্যা গড়বেতা-১ ব্লকের চকপার্বতী থেকে ময়রাকাটার রাস্তাতেও। সেখানেও একই প্রকল্পের টাকায় রাস্তা তৈরির কাজ শেষ করলেও চকপার্বতীর কাছের খালের উপর সেতু তৈরি করেনি জেলা পরিষদ। তখন ওই সেতু নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছিল ৪৬ লক্ষ ২৮ হাজার টাকা। এখন প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় দেড়গুণ। ফলে জেলা পরিষদকে আরও ২০ লক্ষ ৩৯ হাজার টাকা দিতে হচ্ছে ওই সেতু নির্মাণের জন্য। একদিকে যেমন অর্থ ব্যয় বাড়ল অন্যদিকে তেমনি সেতু নির্মাণ না করায় রাস্তা তৈরির সুবিধাও পেলেন না সাধারণ মানুষ। বাসিন্দাদের বক্তব্য, এই জাতীয় কাজে অর্থ ব্যয় বাড়ার পাশাপাশি রাস্তায় যান চলাচল না করায় সমস্যাও মেটে না। প্রশাসন যাতে এ বিষয়ে নজর রাখে সেই দাবিও জানিয়েছেন সাধারণ মানুষ। |
|
|
|
|
|