লাল-হলুদে টোলগের বদলিও অস্ট্রেলীয় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টোলগে ওজবের বদলি হিসেবে আর এক অস্ট্রেলীয় স্ট্রাইকার অ্যান্ড্রু বরিসিচকে নিল ইস্টবেঙ্গল। চতুর্থ বিদেশি হিসেবে তাঁকে পছন্দ মর্গ্যানের। অনুশীলনের পর এ দিন কর্তাদের সঙ্গে আলোচনায় বসে ব্রিটিশ কোচ জানিয়ে দেন, নতুন অস্ট্রেলীয়কে পছন্দ তাঁর। বৈঠকে তখন উপস্থিত স্বয়ং বরিসিচ। ট্রায়ালে তাঁকে পছন্দ হলেও জানুয়ারির আগে ‘এ’ লিগে খেলা স্ট্রাইকারকে সই করাতে পারবে না ইস্টবেঙ্গল।
মাত্র দু’দিনের দেখায় এক বিদেশি বেছে নেওয়া সম্ভব? প্রশ্নটা ঘোরাফেরা করছিল লাল-হলুদ তাঁবুতেই। কিন্তু মর্গ্যান সবুজ সঙ্কেত দেওয়ায় কর্তারা তা মেনে নেন। এ দিন অনুশীলনে হাজির ছিলেন ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য। তিনি বলেন, “অনুশীলনে দেখে বরিসিচকে বেশ ভাল লাগল।”
ইস্টবেঙ্গল থেকে সরকারি ঘোষণা না হলেও ক্লাবের এক শীর্ষকর্তা রাতে বলেন, “চতুর্থ বিদেশির বিষয়টা মর্গ্যানের উপরই ছেড়ে রেখেছিলাম। কোচের পছন্দ হয়েছে, আমাদেরও কোনও সমস্যা নেই।” মর্গ্যান অবশ্য এই বিষয়ে মুখ খুলতে চাননি।
এ দিকে কলকাতা লিগের ম্যাচ নিজেদের মাঠে খেলতে হচ্ছে বলে আগেই বিরক্তি প্রকাশ করেছিলেন মর্গ্যান। এখনও তাঁর ক্ষোভ যায়নি। বুধবার তাঁর দল মুখোমুখি হবে পিয়ারলেসের। নিজেদের মাঠেই। অগত্যা মঙ্গলবার সকাল সকাল ক্লাবে এসেই মাঠে জল দিয়ে রোলার চালানোর নির্দেশ দেন সাহেব কোচ। আই লিগে এক নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। জয়ের ধারাটা কলকাতা লিগের ম্যাচেও ধরে রাখতে চান মর্গ্যান। বললেন, “আই লিগে এখন এক নম্বরে থাকাটা কোনও বিষয় নয়। গত দু’বছর এক নম্বর জায়গা থেকেই ছিটকে গিয়ে রানার্স হতে হয়েছে। আই লিগে চ্যাম্পিয়ন হতে গেলে আমাদের জয়ের ধারাটা ধরে রাখতে হবে। সেটা কলকাতা লিগের ক্ষেত্রেও প্রযোজ্য।” কলকাতা লিগের অন্যান্য ম্যাচের মতো পিয়ারলেসের বিরুদ্ধেও রিজার্ভ বেঞ্চকেই খেলাবেন ঠিক করেছেন মর্গ্যান। কোনও বিদেশিকেই প্রথম দলে রাখছেন না তিনি।
|