টুকরো খবর
আই লিগ হয়তো ষোলো দলের
আই লিগ আরও বাণিজ্যিক করতে দু’টি কর্পোরেট দল খেলানোর কথা ভাবছে ফেডারেশন। মঙ্গলবার এআইএফএফের সভায় এ ব্যাপারে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত কার্যকর হলে ২০১৩-১৪ আই লিগে ১৪-র জায়গায় ১৬ দল খেলতে পারে। ফেডারেশন সচিব কুশল দাস নয়াদিল্লি থেকে ফোনে বলেন, “আই লিগে কিছু দল এএফসি-র নির্দেশমতো এখনও কাগজপত্র জমা দেয়নি। এদের বাতিল করে তার বদলে আইপিএলের মতো দু’টি ফ্র্যাঞ্চাইজি টিম নেওয়া হতে পারে টেন্ডারের মাধ্যমে। তবে সেটা নেওয়া হবে দক্ষিণ ভারত বা দিল্লি থেকে। বাংলা-গোয়া নয়।” সভায় ঠিক হয়েছে ২০১৩ সন্তোষ ট্রফি শুরু ১৬ ফেব্রুয়ারি, উত্তরপ্রদেশ এবং কেরলে। ফাইনাল ১০ মার্চ। আই লিগ ও কলকাতা লিগে খেলা ফুটবলারদের খেলানো যাবে না বলে সন্তোষ পিছনোর জন্য ফেডারেশনের কাছে আবেদন করেছিলেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। সভায় ঠিক হয়েছে, এ বার থেকে জাতীয় দল বেশি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রফুল্ল পটেলই রয়ে যাচ্ছেন এআইএফএফ প্রেসিডেন্ট। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে কেউ নির্বাচনে লড়ছেন না। বাংলার জন্য সুখবর, এ বছর আই লিগ দ্বিতীয় ডিভিশনে মহমেডান, কালীঘাট, জর্জ টেলিগ্রাফ, কালীঘাট এমএস, টেকনো এরিয়ান-সহ ছয় দল জায়গা পেয়েছে। এ বার থেকে সাই ফুটবল দল জুনিয়র ও সাব-জুনিয়র জাতীয় প্রতিযোগিতায় খেলবে।

ফুটবলে জয়ী বর্ধমান
পাত্রসায়র স্পোটিং ইউনিয়ানের পরিচালনায় সারা বাংলা ফুটবলে খেতাব জিতল বর্ধমান বিশ্ববদ্যালয়। বর্ধমানে এ বার আন্তঃবিশ্বিদ্যালয় পূর্বাঞ্চল ও সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতায় সাফল্য পেতে নানা টুর্নামেন্টে দল নামাচ্ছে বর্ধমান। পাত্রসায়র তারই একটি। এই প্রতিযোগিতায় বর্ধমান ২-০ গোলে হারিয়েছে মশাগ্রাম ফুটবল ক্লাবকে। দু’টি গোলই করেছেন পিন্টু বক্সী। প্রথম ম্যাচে বর্ধমান বাঁকুড়ার ঝিলিমিলি একাদশকে ১-০ ও পরের ম্যাচে বজবজ ফুটবল ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। মোট আটটি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। এ দিকে বুধবার থেকে মোহনবাগান মাঠে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স মিট। ৩৭টি কলেজের অন্তত পাঁচশো জন অ্যাথলিট এতে যোগ দেবেন।

নির্বাসিত ক্লাইম্যাক্স
ফেডারেশনের শাস্তির কবলে ডেম্পোর ক্লাইম্যাক্স লরেন্স। যুবভারতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আই লিগের ম্যাচে রেফারিকে তেড়ে যাওয়া এবং মাঠে উত্তেজনা ছড়ানোর অভিযোগে তাঁকে দু’ ম্যাচ সাসপেন্ড করল আই লিগ পরিচালন কমিটি। একই অভিযোগে ডেম্পোর আর এক ফুটবলার সুয়োকাকে সতর্ক করা হয়েছে।

পাঁচে প্রজ্ঞান
আমদাবাদ টেস্টে দুর্ধর্ষ পারফরম্যান্সের জেরে আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে এলেন ভারতের বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। বাকি ভারতীয় বোলারদের কেউ প্রথম দশে নেই। জাহির খান আছেন ১৪ নম্বরে। অশ্বিন ১৮-তে। ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভাল র‌্যাঙ্কিং দু’বছর বাদে টেস্ট সেঞ্চুরি পাওয়া বীরেন্দ্র সহবাগের। তিনি আছেন ২২ নম্বরে। দু’ধাপ পিছনে ডাবল সেঞ্চুরি করা চেতেশ্বর পূজারা।

হারল বীরভূম
মালদহের মথুরাপুর স্টেডিয়ামে আয়োজিত আন্তঃজেলা সিনিয়র ফুটবলের জোন ফাইনালে উঠল বর্ধমান। মঙ্গলবার সেমিফাইনালে বর্ধমান ২-০ গোলে বীরভূমকে হারিয়েছে। দু’টি গোলই করেন আনিফ টুডু। ফাইনাল খেলা হবে ২৩ নভেম্বর।

পুরুলিয়ার সোনা
পাইকার রাজ্য স্তরের জিমন্যাস্টিক প্রতিযোগিতায় একক ও দলগত বিভাগে তিনটি সোনা জিতল পুরুলিয়া। একক বিভাগে (অনূর্ধ্ব ১৬) বিরাজ দত্ত এবং দলগত বিভাগে (তিনজন) বিরাজ দত্ত, অর্ণব কুণ্ডু, জয়দীপ ঘোষ ও আর একটি দলগত বিভাগে (৬ জন) বিরাজ দত্ত, অর্ণব কুণ্ডু, জয়দীপ ঘোষ, সৌরভ বন্দ্যোপাধ্যায়, তৌহিদউদ্দিন খান, সরকার মাণ্ডি সোনা পেয়েছে। ১৬ নভেম্বর পুরুলিয়া জিলা স্কুলে প্রতিযোগিতা হয়। প্রশিক্ষক ছিলেন পার্থপ্রতিম দাস।

টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা
সিএবি-র সিনিয়র টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য জেলাদল বাছাই করার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে জেলা ক্রীড়া সংস্থা। আজ, বুধবার সিউড়িতে জেলা ক্রীড়া সংস্থার মাঠে ওই খেলা হবে। ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ ডিসেম্বর মালদহে টি-২০ খেলায় জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে ১৪ জনের ওই দল।

জখম ফুটবলার
মহমেডানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে জখম হলেন পৈলান অ্যারোজের ফুটবলার শিল্টন ডি সিলভা। মঙ্গলবার ম্যাচ চলাকালীন বিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে চার্জে সিনবোন দু’টুকরো হয়ে যায় তাঁর।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.