ইডেন টেস্ট নিয়ে অভিনব কর্মশালার উদ্যোগ সিএবি-র |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ এক অভিনব ক্রিকেট-ক্লাস!
টেস্ট ম্যাচ দেখতে স্কুলপড়ুয়াদের বিনামূল্যে টিকিট দেওয়া হচ্ছে, সেটা নতুন কিছু নয়। কিন্তু টেস্ট দেখে তা নিয়ে রীতিমতো ক্লাসেও হাজিরা দিতে হচ্ছে তাদের, এমন ঘটনা কে কবে শুনেছে?
শীতের ইডেনে আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্টকে ঘিরে এমন কর্মশালারই আয়োজন করছে সিএবি।
ঘটনাটা কী? সিএবি-র অনুমোদিত যে সমস্ত স্কুল আছে (প্রায় পঞ্চাশটা), সেখান থেকে স্কুল ক্রিকেটারদের আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ইডেন টেস্টে মাঠে আনা হচ্ছে। কিন্তু ম্যাচ শুধু দেখলেই চলবে না, দেখে কী বোঝা গেল, সেটা আবার লিখে জমাও দিতে হবে স্কুলক্রিকেটারদের। এবং সবশেষে থাকছে, টেস্ট নিয়ে ‘ওয়ার্কশপ’। অর্থাৎ, পুরোদমে ক্লাস চলবে।
ধরা যাক, আমদাবাদের মতো ইডেন টেস্টেও চেতেশ্বর পূজারার ব্যাট থেকে সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি বেরোল। পূজারার ব্যাটিংয়ের উপর তখন কর্মশালা বসবে। যার পরিচালনায় হয়তো রাজু মুখোপাধ্যায় বা গোপাল বসুর মতো কোনও ক্রিকেটব্যক্তিত্ব। আর ছাত্র? ইডেনে ওই দিন বিনামূলের টিকিটে টেস্ট দেখতে আসা এক ঝাঁক স্কুলপড়ুয়া। স্কুল ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়া হবে পূজারার টেকনিক বাকিদের চেয়ে কোথায় আলাদা। কিংবা ওঝা-অশ্বিনের স্পিনে আসল ‘বিষ’টা ঠিক কোনটা? মানে, পূজারা-অশ্বিনদের ‘মডেল’ করে বঙ্গক্রিকেটের সাপ্লাই লাইন তৈরি করে ফেলতে চাইছে সিএবি।
শিক্ষকদের প্যানেলও মোটামুটি বেছে ফেলা শেষ। ব্যাটসম্যানদের নিয়ে ক্লাসে যেমন ডাক পড়তে পারে গোপাল বসুদের, তেমনই আবার বোলিং নিয়ে বিশ্লেষণে ভাবা হচ্ছে উৎপল চট্টোপাধ্যায়ের মতো প্রাক্তনকে। টেস্ট শেষ হওয়ার পরপরই এই কর্মশালা চালু হয়ে যাবে। “টেস্ট আয়োজনের পাশাপাশি বাংলা ক্রিকেটের উন্নতিও যাতে একইসঙ্গে ঘটানো যায় তাই এটা আমরা করছি। ইডেন টেস্ট ম্যাচের উপর স্পোর্টস কুইজও রাখব। যেমনটা বিদেশে হয়,” বলে দিচ্ছেন সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। প্রসঙ্গত, সমস্ত স্কুলক্রিকেটারদের জন্যই বিনামূল্যে প্রবেশাধিকারের ব্যবস্থা করা হচ্ছে আসন্ন ইডেন টেস্টে।
|