করিমকে ‘স্বপ্ন দেখানো’ দল দিয়ে শেষ মৃদুলের ‘শুধু একটি মাস’
মোহনবাগান-১ (নবি)
পোর্ট ট্রাস্ট-০
ছেষট্টি সালের পয়লা এপ্রিল। মুক্তি পেয়েছিল উত্তম-সুপ্রিয়ার ছবি ‘শুধু একটি বছর’। যে ছবির চিত্রনাট্যে এক বছরের বিশেষ চুক্তিতে মহানায়কের স্ত্রী হিসাবে অভিনয় করতে হয়েছিল সুপ্রিয়া দেবীকে।
২০ নভেম্বর, ২০১২-র পড়ন্ত বিকেল। নবির গোলে মনোরঞ্জন ভট্টাচার্যর পোর্ট ট্রাস্টকে হারিয়ে মোহনবাগানে সম্পূর্ণ হল মৃদুল বন্দ্যোপাধ্যায়ের ‘শুধু একটি মাস’ কোচিংয়ের চিত্রনাট্য।
ফেড কাপের পর আই লিগেও যখন হারটা অভ্যাস হয়ে গিয়েছিল গঙ্গাপারের তাঁবুতে, তখনই বাঁশি হাতে মাঠে নেমেছিলেন মৃদুল। এক মাস পরে যখন তিনি করিমের হাতে দল তুলে দিচ্ছেন তখন হারের পরিবেশ উধাও সবুজ-মেরুন ড্রেসিংরুম থেকে। আই লিগ, কলকাতা লিগ মিলিয়ে ছয় ম্যাচে পাঁচটি জয়, একটি ড্র। যা দেখে ম্যাচ শেষে পোর্টের কোচ মনোরঞ্জনও বললেন, “মোহনবাগানকে এখন অনেক আত্মবিশ্বাসী লাগছে।”
গোলের হেড নবির।
মঙ্গলবার ভিআইপি বক্সে কোচ করিম বেঞ্চারিফা যখন পা দিচ্ছেন, ম্যাচের বয়স তখন ১২ মিনিট। পোর্ট ম্যাচে রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করাই ছিল করিম-মৃদুল যুগলবন্দির উদ্দেশ্য। সে ভাবেই ৪-৪-২ ছকে সাজানো দলে এ দিন রাইট ব্যাক রাজীব ঘোষ, স্টপার মেহরাজ, লেফট ব্যাকে লালরোজামা ফানাই, লেফট হাফে ফেলা, রাইট হাফে মণীশ ভার্গব। চেনা মুখের পাশপাশি বেশ ক’টা অচেনা মুখও। সঙ্গে স্ট্যানলিকে মাঝমাঠে এনে নবিকে স্ট্রাইকার হিসাবে খেলানোর চমক-ছক। এবং করিমের সামনে নিজেদের প্রমাণ করার তাগিদে ফুটবলাররাও বেশ চনমনে।
চব্বিশ মিনিটে ডান দিক থেকে মণীশের ক্রসে অনবদ্য হেডে নবির দর্শনীয় গোলটাও সে কথাই বলছে। প্রথমার্ধে গোলের সংখ্যা আরও বাড়তে পারত। এই সময় দু’তিনটে মাত্র পাসে বিপক্ষ রক্ষণে হানা দিচ্ছিলেন সাবিথরা। কিন্তু পোর্ট গোলকিপার মইদুলের তৎপরতায় গোলসংখ্যা বাড়েনি। দ্বিতীয়ার্ধে মণীশ চোট পাওয়াতেই একটু এলোমেলো মৃদুলের বাগান। মেহরাজদের রক্ষণে ভুলভ্রান্তির সুযোগে গিফটের হেড পোস্টে লেগে ফেরত আসাও ওই সময়ে। কিন্তু মোহনবাগানকে মরণ কামড় দিতে পারেনি মনোরঞ্জনের দল।
ভিআইপি বক্সে দর্শক করিম। মঙ্গলবার যুবভারতীতে।
ম্যাচের পরপরই হনহন করে বাড়ির পথ ধরা করিম বলে গেলেন, “অনেকেই নজর টেনেছে। দলটায় প্রতিভার কমতি নেই।” যা শুনে মৃদুল বললেন, “এই উপহারটাই তো করিমকে দিতে চেয়েছিলাম।”
কলকাতা লিগে আপাতত মোহনবাগানের সংগ্রহ ৯ পয়েন্ট। সবুজ-মেরুন তাঁবুতেও উত্তমের ছবিতে হেমন্তর গানের মতোই উপস্থিত ‘স্বপ্ন জাগানো রাত’।

মোহনবাগান: শিল্টন, রাজীব, আইবর, মেহরাজ, লালরোজামা, মণীশ ভার্গব (অর্জুন), জুয়েল, স্ট্যানলি, লালরিন ফেলা (বিজেন), সাবিথ ( দীপেন্দু), নবি।

বুধবারে কলকাতা লিগ
ইস্টবেঙ্গল: পিয়ারলেস (ইস্টবেঙ্গল, ২-০০)।

ছবি: শঙ্কর নাগ দাস




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.