লেভেল ক্রসিংয়ে পাহারা বসাতে রাজ্যের দ্বারস্থ রেল
নসচেতনতা অভিযান ব্যর্থ। টাকার অভাবে কাজও হচ্ছে না। ফলে থামছে না প্রহরাহীন লেভেল ক্রসিং-এ দুর্ঘটনাও। এই পরিস্থিতি বদলের দায় যে শুধু রেলের একা নয়, রাজ্য প্রশাসনেরও যে গুরুদায়িত্ব রয়েছে, সেই বার্তা দিতে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন রেলমন্ত্রী পবন বনশল।
প্রহরাহীন লেভেল ক্রসিং-এ বাস-ট্রেকারের সংঘর্ষের সমস্ত দায় রেলের ঘাড়ে এসে পড়লেও মন্ত্রকের বক্তব্য, পথ দুর্ঘটনার ওই দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট রাজ্যগুলি। তাই রাজ্যের দায়িত্ব মনে করিয়ে দিতেই আগামী সপ্তাহে ওই চিঠি পাঠাতে চলেছেন পবন। চিঠিতে রাজ্য প্রশাসনের ভূমিকা বাড়াতে সংশ্লিষ্ট রাজ্যের সমস্ত লেভেল ক্রসিং-এ স্থানীয় পঞ্চায়েত থেকে অন্তত এক জনকে নিয়োগ করার জন্য অনুরোধ জানাতে চলেছেন রেলমন্ত্রী। তাঁদের ভাতা দেওয়া নিয়ে রাজ্যগুলি যাতে সমস্যা সৃষ্টি করতে না পারে, সে জন্যও কৌশলী পদক্ষেপ নিয়েছে রেল মন্ত্রক। ইতিমধ্যেই মন্ত্রকের পক্ষ থেকে ওই কর্মীদের ভাতা দেওয়ার বিষয়টি ইউপিএ সরকারের ১০০ দিনের কাজের আওতায় নিয়ে আসার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে।
১২ জন মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানোর পাশাপাশি তাই একই সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশের কাছেও ওই কাজটিকে তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে আবেদন জানাতে চলেছেন রেলমন্ত্রী। সংশ্লিষ্ট রাজ্যগুলি ও জয়রামের মন্ত্রকের কাছ থেকে ওই ছাড়পত্র এসে গেলে আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে দেশের সমস্ত প্রহরাহীন লেভেল ক্রসিং-এ পঞ্চায়েতের মাধ্যমে নিয়োগ সেরে ফেলতে চাইছে রেল মন্ত্রক।
দেশের অধিকাংশ প্রহরাহীন লেভেল ক্রসিং রয়েছে মূলত গ্রামীণ এলাকায়। তাই মন্ত্রকের পরামর্শ, ওই এলাকাগুলিতে কর্মী নিয়োগ করা হোক স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমেই। এতে এক দিকে স্থানীয় ব্যক্তিদের কর্মসংস্থান হবে অন্য দিকে দুর্ঘটনাও কমবে। রেল মন্ত্রক ওই ব্যক্তিদের নিয়োগের দায়িত্ব রাজ্যের হাতে ছেড়ে দিলেও, নিযুক্তদের ভাতা দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের মাধ্যমেই করতে চাইছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, অতীতে এই ধরনের বেশ কিছু কাজকে আইন সংশোধন করে ১০০ দিনের কাজে অন্তর্ভুক্ত করা হয়েছে। রেল মন্ত্রকের প্রস্তাবে যৌক্তিকতা থাকলে অবশ্যই বিষয়টি ভেবে দেখা হবে। বর্তমানে গোটা দেশে ১৩,৫৩০টি প্রহরাহীন লেভেল ক্রসিং রয়েছে। যদিও, মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বার রেলমন্ত্রী হওয়ার পরে দাবি করেছিলেন, আগামী ৫ বছরের মধ্যে সমস্ত লেভেল ক্রসিং-এ কর্মী নিয়োগ করে ফেলা হবে।
প্রহরাহীন লেভেল ক্রসিং
গুজরাত ২২৫৮
উত্তরপ্রদেশ ১৯১৭
রাজস্থান ১২০০
পশ্চিমবঙ্গ ১০০৬
তামিলনাড়ু ৯৫২
অন্ধ্রপ্রদেশ ৮৭৫
কর্নাটক ৫৮৫
রেল মন্ত্রক জানাচ্ছে, গত তিন বছরে প্রায় সাড়ে তিন হাজার লেভেল ক্রসিং-এ কর্মী নিয়োগ করা হলেও আর্থিক সঙ্গতির অভাবে বর্তমানে ওই কাজ চলছে অত্যন্ত ঢিমেতালে। চলতি আর্থিক বছরে প্রাক্তন মন্ত্রী দীনেশ ত্রিবেদী ২৯৫১টি লেভেল ক্রসিং প্রহরাযুক্ত করার ঘোষণা করলেও এ পর্যন্ত হয়েছে মাত্র ২০০ ক্রসিং-এ। ফলে দুর্ঘটনা থেমে থাকছে না। চলতি বছরেই প্রহরাহীন লেভেল ক্রসিংগুলিতে ২২টি দুর্ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির উন্নতি করতে এখন রাজ্যগুলির সাহায্য নিতে চাইছে রেল মন্ত্রক।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.