|
|
|
|
পাকুড়ের ধর্নামঞ্চে জেভিএমের পাশে এ বার কংগ্রেসও |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
সাঁওতাল পরগনায় ফের ঝাড়খণ্ড বিকাশ মোর্চা-প্রজাতান্ত্রিক (জেভিএম)এর সঙ্গে এক মঞ্চে কংগ্রেস। পাকুড়ের আমড়াপাড়ায় জেভিএম প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মরান্ডির ধর্না মঞ্চে হাজির হয়েছেন কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী স্টিফেন মরান্ডি। এই ঘটনাকে বিশেষ ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজ্যের প্রবীণ রাজনীতিকরা।
আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসের সংস্রব ত্যাগ করার কথা অনেক দিন আগেই ঘোষণা করেছিল জেভিএম। ইতিমধ্যে ইউপিএ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করার কথাও ঘোষণা করেছেন বাবুলাল। তার পর জেভিএমের ধনর্ণা মঞ্চে ব্যক্তিগত ভাবে কংগ্রেস নেতার সদলে হাজির হওয়ার ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, পাকুড়ের আমড়াপাড়ায় একটি বেসরকারি কয়লাখনির জন্য অধিগৃহীত জমির বাস্তুচ্যুতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ধর্না আন্দোলন শুরু করেছে জেভিএম। শুক্রবার থেকে ওই কয়লা খনির পাশের রাস্তায় মঞ্চ বেঁধে চলছে ধর্না। জেভিএমের বক্তব্য, জমি অধিগ্রহণের শর্ত হিসেবে উদ্বাস্তু পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ছিল। কথা ছিল একটি হাসপাতাল এবং স্কুল তৈরি করে দেওয়ারও। কিছুই হয়নি। এ ব্যাপারে একই সুরে রাজ্য সরকারের ভূমিকারও সমালোচনা করেছেন কংগ্রেস এবং জেভিএম নেতৃত্ব।জমিহারাদের ক্ষতিপুরণের দাবিতে আন্দোলন করতে গিয়ে বছর খানেক আগে এখানেই নৃশংসভাবে খুন হয়েছিলেন খ্রিষ্টান সন্ন্যাসিনী ওয়ালসা। গতকাল এই ধর্না মঞ্চ থেকে একই সঙ্গে খ্রিস্টান সন্ন্যাসিনী ওয়ালসা খুনের সিবিআই তদন্তের দাবি করেছেন জেভিএম প্রধান বাবুলাল এবং কংগ্রেস নেতা স্টিফেন মরান্ডি। |
|
|
|
|
|