টুকরো খবর
বিজ্ঞানে পরীক্ষার সময় বাড়ছে আইসিএসই-তে
আইসিএসই-তে পদার্থবিদ্যা, রসায়ন ও প্রাণিবিদ্যা পরীক্ষার সময় বাড়ানো হচ্ছে। ২০১৪ থেকে ওই তিন বিষয়ে দেড় ঘণ্টার বদলে দু’ঘণ্টার পরীক্ষা হবে। মঙ্গলবার আইসিএসই স্কুলের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ স্কুলস ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট’-এর একটি অনুষ্ঠানে এ কথা জানান কাউন্সিলের সচিব জেরি অ্যারাথুন। পদার্থবিদ্যা, রসায়ন ও প্রাণিবিদ্যায় ৮০ নম্বরের লেখা এবং ২০ নম্বরের প্র্যাক্টিক্যাল পরীক্ষা হয়। অ্যারাথুন জানান, আইসিএসই এবং আইএসসি-তে ইংরেজি পাঠ্যক্রমের ভার কমছে। দশম ও দ্বাদশের পরীক্ষায় কবিতা ও গদ্য দু’টির সংখ্যাই ১৫ থেকে কমিয়ে ১০ করা হচ্ছে। ২০১৫ থেকে নতুন পাঠ্যক্রমে পরীক্ষা হবে। অ্যারাথুন বলেন, “এত দিন রাজ্যের স্থায়ী ছাড়পত্র না-পেলে স্কুল স্থায়ী অনুমোদন এবং আইএসসি পড়ানোর অনুমতি পেত না। এ বার স্থায়ী ছাড়পত্র ছাড়াই আইএসসি পড়ানোর অনুমতি দেওয়া হবে।”

গ্রামবাসীদের শাসাল আলফা
অসমে গোয়ালপাড়ার কৃষ্ণাই থানা এলাকার বেকিপুলে রবিবার পিস্তল-সহ গ্রামবাসীদের হাতে ধরা পড়ে এক আলফা জঙ্গি। তার সঙ্গী আর এক জঙ্গি পালায়। গ্রামবাসীদের গণপিটুনিতে ধৃত জঙ্গিটির মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষিপ্ত সংগ্রামপন্থী আলফা নেতৃত্ব। কাল এক বিবৃতিতে আলফার তরফে জানানো হয়েছে, পুলিশের প্ররোচনাতেই ওই গ্রামের কিছু লোক কনিষ্ক নামে ওই আলফা সদস্যকে হত্যা করেছে। এই কাজের জন্য অসমবাসীর কাছে তাদের ক্ষমা চাইতে হবে। নতুবা, সংগ্রামপনন্থী আলফা ওই ‘হত্যাকারীদের’ কঠোরতম শাস্তি দেবে। এ দিকে সেনা-জঙ্গি সংঘর্ষে ফের প্রাণ গেল এক আলফা সদস্যের। গত চারদিনে এই নিয়ে চতুর্থবার। সেনা সূত্রে জানানো হয়েছে, গত কাল গভীর রাতে, গোয়ালপাড়া জেলার কুকরকাটায় আলফার একটি ঘাঁটি ঘিরে ফেলেন জওয়ানরা। সেখানে ছিল আলফার পশ্চিমাঞ্চলের কম্যান্ডার সার্জেন্ট মেজর সৌরভ অসম ওরফে বলিন গগৈ এবং তার এক সঙ্গী। জওয়ানদের দেখেই তারা গুলি চালাতে থাকে। পাল্টা গুলিতে সৌরভ ঘটনাস্থলেই মারা যায়।

পন্টি-হত্যার জেরে নামধারী অপসারিত
পন্টি চাড্ডা আর তাঁর ভাই খুন হওয়ার সময় দিল্লির খামারবাড়িতে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান সুখদেব সিংহ নামধারী। যার জেরে রাজ্য সরকারের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় পদ থেকে সরিয়ে দেওয়া হল নামধারীকে। হত্যাকাণ্ডের পরেই পন্টির সঙ্গে নামধারীর যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ, ওই দিন দিল্লির খামারবাড়িতে পন্টির ভাই হরদ্বীপকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় নামধারীর ব্যক্তিগত রক্ষী। এই খুনের ঘটনা ছাড়াও আরও ১৪টি ফৌজদারি মামলার সঙ্গে নাম জড়িত নামধারীর। এরই মধ্যে পন্টি ও হরদ্বীপ চাড্ডা মৃত্যুরহস্যের জট খুলতে এ বার পন্টির চার দেহরক্ষীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, শনিবার সকালে দক্ষিণ দিল্লির ছত্তরপুরের খামারবাড়িতে জোর করে ঢোকার ও সেখানে মারামারি করার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে পন্টি চাড্ডা খুন হওয়ার ঘণ্টাখানেক আগে তাঁর দেহরক্ষীরা দক্ষিণ দিল্লির ছত্তরপুরের খামার বাড়িতে ঢোকেন। এই রক্ষীদের জেরা করলে অনেক কিছু জানা যাবে, ধারণা পুলিশের।

যৌন হেনস্থাকারীকে পাসপোর্ট নয় মধ্যপ্রদেশে
ধর্ষণ বা শ্লীলতাহানি অথবা যে কোনও ধরনের যৌন নির্যাতন সংক্রান্ত ঘটনার সঙ্গে এতটুকু যুক্ত থাকলে বা যোগসাজশ থাকতে পারে বলে মনে হলেই বিপদ। মিলবে না গাড়ি চালানোর লাইসেন্স, পাসপোর্ট অথবা অন্যান্য সরকারি সুযোগসুবিধা। এমনকী দেওয়া হবে না চরিত্র-শংসা পত্রও। সোমবার সন্ধ্যায় গ্বালিয়রের একটি বাণিজ্যিক মেলায় এসে এ কথা ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। সোমবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, যারা কোনও রকম যৌন হেনস্থার ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ঘটনায় যুক্ত দোষীদের পূর্ব ইতিহাসও তৈরি করা হবে। এ ছাড়া সাহায্যের জন্য সরকার তরফে একটা টোল-ফ্রি নম্বরও জানানো হবে। বিপদে পড়লে যে কেউ তাতে ফোন করতে পারেন।

ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু দুই বোনের
ছট উপলক্ষে ঘরের মধ্যে জ্বেলে রাখা হয়েছিল মাটির প্রদীপ। সেই শান্ত প্রদীপশিখাই হয়ে উঠল দুই বোনের মৃত্যুর কারণ। পুলিশ জানিয়েছে, কাটিহারের কেন্দারবেলি গ্রামে কাল রাতে ঘরে দুই মেয়ে নীতা কুমারী (৮) এবং জুলি কুমারীকে (১০) রেখে বাড়ির কাছেই একটি জলসায় গিয়েছিলেন তাদের বাবা-মা। ঘুমিয়ে পড়েছিল নীতা ও জুলি। তারা টেরই পায়নি প্রদীপের শিখা থেকেই ঘরে লেগেছে আগুন। ঘুমের মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় দুই বোনের।

মাওবাদীদের হাতে খুন কৃষক
পুলিশের চর সন্দেহে মাওবাদীদের হাতে খুন হলেন ওড়িশার মালকানগিরি জেলার এক গরিব আদিবাসী কৃষক ভীমা সিসা(৩৫)। তাঁর বাড়িতে কিছু নথিপত্র দেখে মাওবাদীদের সন্দেহ হয় যে ভীমার দেওয়া খবরের জেরেই কয়েক দিন আগে মাওবাদী ডেরায় পুলিশ হানা দিয়েছিল। গতকাল ১৫ জন মাওবাদী ভীমার বাড়িতে চড়াও হয়। দুষ্কৃতীরা ভীমাকে জোর করে বাড়ির বাইরে নিয়ে গিয়ে গলার নলি কেটে ও গুলি করে খুন করে।

মাওবাদী ধৃত
মাওবাদীদের এক কম্যান্ডার ধরা পড়ল আধা-সামরিক বাহিনীর হাতে। পুলিশ জানায়, ঝাড়খণ্ডের মধ্যগ্রামে ওই কমান্ডারের বাড়ি। মঙ্গলবার বিকেলে স্ত্রী-সন্তাদের সঙ্গে দেখা করতে এসেই আধা-সামরিক বাহিনীর হাতে ধরা পড়ে বছর তেইশের ওই মাওবাদী। পুলিশ সূত্রের খবর, ওই মাওবাদীর নাম প্রভু যাদব। পুলিশ জানায় প্রভুর কাছ থেকে মাওবাদীদের কাগজপত্র ছাড়াও একটি পিস্তল মিলেছে। তাঁর নামে খুন, অপহরণ ও নাশকতা করার অভিযোগ ছিল বলেই জানিয়েছে পুলিশ।

মাতোশ্রীতে সচিন-অঞ্জলি
সোমবার রাতে মাতোশ্রী গিয়েছিলেন সচিন তেন্ডুলকর ও তাঁর স্ত্রী অঞ্জলি। সদ্য প্রয়াত শিব সেনা প্রধান বালাসাহেব ঠাকরের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তাঁরা। শনিবার ঠাকরের মৃত্যুর সময় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ উপলক্ষে আমদাবাদে ছিলেন সচিন।

জঙ্গি নেতা ধৃত
অস্ত্র-সহ রাঁচির ডোরান্ডায়আজ দুপুরে ধরা পড়ল পিএলএফআইয়ের জঙ্গি নেতা পবন গোপ। পুলিশ জানিয়েছে, রাজধানী রাঁচি ও তার আশপাশ জেলায় পিএলএফআইয়ের অধিকাংশ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে ধৃত ওই যুবকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই পুলিশ এই জঙ্গি নেতার সন্ধান করছিল। তার কাছ থেকে পাওয়া গিয়েছে গুলি ভর্তি একটি ৯এমএম পিস্তল, চারটি মোবাইল সেট, ৯টি সিমকার্ড এবং ৫টি মোবাইল চার্জার। এ ছাড়াও মিলেছে পিএলএফআইয়ের নামে ছাপানো প্যাড এবং বেশকিছু আপত্তিকর কাগজপত্র।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.