বিশ্বভারতীর পূর্বপল্লি ছাত্রাবাস থেকে এক প্রাক্তন ছাত্রের বাইক চুরি যাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন আবাসিক পড়ুয়াদের একাংশ। সোমবার রাতে উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের আশ্বাসে তাঁরা বিক্ষোভ ও অবস্থান তুলে নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবারই এমন ঘটনা ঘটছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি সাইকেল চুরির ঘটনাও ঘটেছে বলে তাঁদের দাবি। |
সোমবার তাই নিরাপত্তার দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে বৈঠক চলাকালীনই বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই ছাত্রেরা। বৈঠকে থাকা উপাচার্য প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।
|
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে মঙ্গলবার সাঁইথিয়ার বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের সভাকক্ষে একটি সম্মেলন হয়েছে। বিষয় ছিল ‘যুব মনে স্বামীজি’। হোমিওপ্যাথি কলেজের অধ্যক্ষ তপন চট্টোপাধ্যায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ভারত সরকারের আর্থিক সহায়তায় এবং রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, বেলুড় মঠ ও অর্গানাইজেশন অফ ফ্রেন্ড এনার্জি অ্যান্ড রিসোর্স-এর সমবেত উদ্যোগে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সাঁইথিয়া অভেদানন্দ কলেজের শিক্ষক ভাস্কর কয়েড়ি, সাঁইথিয়া রামকৃষ্ণ মিশনের স্বামী রাঘবাত্মা-সহ বিশিষ্টজনেরা।
|
দুবরাজপুরের লোবাতে কৃষিজমি রক্ষা কমিটির উপরে গুলি চালানোর অভিযোগের সিবিআই তদন্ত, কংগ্রেস কর্মীদের থেকে মিথ্যা মামলা প্রত্যাহার-সহ একাধিক দাবিতে মঙ্গলবার পুলিশের কাছে আর্জি জানাল বোলপুর ব্লক ও শহর কংগ্রেস। কংগ্রেস নেতা জাহাঙ্গির হোসেনের অভিযোগ, “এলাকায় অবাধে চুরি, ছিনতাই চলছে। পুলিশ নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। অন্য দিকে, বিশেষ একটি রাজনৈতিক দলের নির্দেশে কংগ্রেসকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।” তিনি লোবার ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন। |