বাজার করে বাড়ি ফেরার পথে বালি ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। তবে রেলসেতু ও রাস্তা সম্প্রসারণের দাবিতে মৃতদেহ আটকে রেখে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বিকেল সাড়ে নাগাদ র্যাফ ও পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সাঁইথিয়া রেলসেতুর পূর্ব দিকে, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে। পুলিশ জানায়, মৃতের নাম দিলীপ বন্দ্যোপাধ্যায় (৬৭)। দুর্ঘটনাস্থল থেকে সামান্য দূরে সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালের উল্টো দিকে তাঁর বাড়ি। এ দিকে, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ, বুধবার তাঁদের সিউড়ি আদালতে হাজির করানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দিলীপবাবু এ দিন কাজে পুরসভায় গিয়েছিলেন। ফেরার পথে সতীপীঠ নন্দীকেশ্বরী মন্দিরের সামনের রেলসেতুর আগে একটি বালিভর্তি ট্রাক তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। এমন ভাবে পিষ্ট হয়েছেন যে প্রথমে পরিচিত লোকজন দেহটি কার চিনতে পারেননি। প্রায় আধ ঘণ্টা পরে দেহটি শনাক্ত করেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে পুলিশ দেহটি উদ্ধার করতে গেলে বাসিন্দারা বাধা দেন। |
তাঁদের দাবি, অবিলম্বে রেলসেতু ও রাস্তা সম্প্রসারণ এবং সংস্কার করতে হবে। পাশাপাশি বেপরোয়া ভাবে গাড়ি চলাচল বন্ধ, অস্থায়ী বা স্থায়ী দোকানের বর্ধিত অংশ রাস্তা থেকে সরানোর দাবিও তোলেন তাঁরা। অভিযোগ, প্রশাসনিক উদাসীনতার জন্য সাঁইথিয়া শহরের কার্যত একটিমাত্র রাস্তা গ্রাস করে ফেলেছে কিছু অস্থায়ী ব্যবসাদার। পুরপ্রধান বীরেন্দ্রকুমার পারখ বলেন, “ঘটনাটি মর্মান্তিক। রেলসেতু ও রাস্তা সম্প্রসারণের ব্যাপারে আমরা রেলকর্তৃপক্ষ থেকে রাজ্য সরকারের কাছে বহুবার আবেদন জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত কোনও তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি।” সাঁইথিয়ার বিডিও জাহিদ সাহুদ বলেন, “রেলসেতু ও রাস্তা সম্প্রসারণের প্রয়োজন। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করব।”
অন্য দিকে, মঙ্গলবার ঝাড়খণ্ডের বেনাগড়িয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে জামাল শেখ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাড়ি ঝাড়খণ্ডের শিকারিপাড়ায় পাইকপাড়া গ্রামে। এর আগের দিন অর্থাৎ সোমবার রাত ২টো নাগাদ তারাপীঠ পুলিশ ফাঁড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাঁচিলে মোটরবাইক ধাক্কা মারলে তিনজন জখম হন। হাসপাতালের নিয়ে যাওয়ার পথে তাঁদের মধ্যে সিদ্ধার্থ সাহা (৩০) নামে রামপুরহাটের খরবোনার বাসিন্দা এক যুবকের মৃত্যু হয়। |