খেলার টুকরো খবর |
|
পাত্রসায়রে ফুটবল
|
|
ছবি: দেবব্রত দাস। |
পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত স্পিড ট্রাস্ট পরিবার চ্যাম্পিয়ন ট্রফি নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বর্ধমান বিশ্ববিদ্যালয়। রবিবার পাত্রসায়র ফুটবল মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে বর্ধমান বিশ্ববিদ্যালয় ২-০ গোলে মশাগ্রাম এভারগ্রিন ক্লাবকে হারিয়েছে। দু’টি গোলই করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিণ্টু বক্সি। তিনি ম্যান অব দ্য ম্যাচ হন এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন মশাগ্রাম এভারগ্রিন ক্লাবের জিতেন মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাত্রসায়রের বিডিও অপূর্বকুমার বিশ্বাস-সহ বিশিষ্টজনেরা।
|
জিতল চেকুয়া |
|
কেন্দায় ফুটবল। ছবি: সমীর দত্ত।
|
জেলা পুলিশের উদ্যোগে কেবলমাত্র শবর যুবকদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা হয়েছে ১৭ ও ১৮ নভেম্বর কেন্দা ফুটবল মাঠে। দু’দিন ধরে এই প্রতিযোগিতা হয়েছে। কেন্দা থানার ওসি সাধন পাঠক জানান, পুরুলিয়ার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ২৪টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। চূড়ান্ত খেলায় বোরো থানার চেকুয়া দল বান্দোয়ানের হলুদবনি দলকে ১-০ গোলে পরাজিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর, ডিএসপি (ডিএনটি) পিনাকি দত্ত প্রমুখ।
|
জয়ী দ্বারিকা |
জুজুড় প্রগতি সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা জুজুড় হাইস্কুল মাঠে হয়েছে রবিবার। ছাতিনা মনসাতলা ক্লাবকে ৫-০ গোলে হারিয়ে জয়ী হয় দ্বারিকা যুবক সঙ্ঘ। আয়োজক ক্লাব সূত্রে জানা গিয়েছে, প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল।
|
সেমিফাইনাল
|
|
বিষ্ণুপুর স্টেডিয়ামে বিএসএ শিল্ডের সেমিফাইনাল। ছবি: শুভ্র মিত্র। |
বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত বিএসএ শিল্ডের প্রথম সেমিফাইনাল খেলা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বিষ্ণুপুর স্টেডিয়ামে। ঐক্য সম্মিলনীকে ২-১ গোলে হারিয়ে ম্যাচ জিতল এরিয়ান। সংস্থার সম্পাদক বরুণ দে জানান, কলকাতার ও জেলার মোট ৮টি দল যোগ দিয়েছে এই প্রতিযোগিতায়।
|
নক আউট ফুটবল |
আজ, বুধবার থেকে ময়ূরেশ্বর লোকপাড়া প্রতিবাদ ক্লাব পরিচালিত ষোলো দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের খেলা শুরু হচ্ছে। প্রথম দিনের খেলায় স্থানীয় কানাইপুর আদিবাসী সবুজ সঙ্ঘের মুখোমুখি হবে বাবুইডাঙা মনসা মঙ্গল ক্লাব। অন্য দিকে, আগামী ২৪ নভেম্বর মল্লারপুর নুইসভার বিরুদ্ধে মাঠে নামবে পারুলিয়া তরুণ সঙ্ঘ। গত ১৭ নভেম্বর প্রথম পর্বের সপ্তম দিনের খেলায় আদিবাসী মিলন সঙ্ঘকে ২-১ গোলে হারিয়েছিল সিউড়ি টাউন ক্রাউন ক্লাব। পরের দিন তারাপীঠ ফুটবল টিম ১-০ গোলে হারিয়েছে কুমারপুর কালীমাতা ক্লাবকে। গত১ নভেম্বর স্থানীয় স্কুল মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়েছে। ফাইনাল হবে ১৬ ডিসেম্বর।
|
ক্যারম প্রতিযোগিতা |
|
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
১২৮টি দলকে নিয়ে একটি ক্যারম প্রতিযোগিতা হয়ে গেল সিউড়িতে। স্বদেশি বাজার ক্যারম কমিটির পরিচালনায় গত ১৬-১৮ নভেম্বর পরপর তিন রাত স্থানীয় টিনবাজারে প্রতিযোগিতাটি হয়। ফাইনালে চ্যাম্পিয়ন হয় আসানসোলের টারজান খান ও সিউড়ির মণীশ সাহার দল। তাঁরা ২৯-২৬ সেটে মালদহের পল মণ্ডল ও রাজ চক্রবর্তী দলকে হারিয়েছেন। খেলায় হাজির ছিলেন স্থানীয় পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায়, জেলা পরিষদের সদস্য মিহির মণ্ডল প্রমুখ। আয়োজক সংস্থার সম্পাদক অর্পণ চৌধুরি বলেন, “উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ২০ ও ১২ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।”
|
উইনার্স-রানার্স |
জয়তারা উইনার্স এবং জয়বাম রানার্স ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বর্ধমানের পালিগ্রাম মা মনসা ক্লাব। গত ১৯ নভেম্বর স্থানীয় চিলার মাঠে প্রতিযোগিতার ফাইনালে আসানসোলের পরাসিয়া ডায়মন্ড ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে তারা। প্রতিযোগিতার সেরা হয়েছেন পালিগ্রামের লক্ষ্মীনারায়ণ সোরেন। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হন পরাসিয়ার গোপাল কোঁড়া। তারাপীঠ মিলন সঙ্ঘ পরিচালিত ওই প্রতিযোগিতার ফাইনালে হাজির ছিলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, হাসনের বিধায়ক অসিত মাল, জেলা পরিষদের সহ-সভাধিপতি নিতাই মাল, খরুণের পঞ্চায়েতের প্রধান গীতা লেট, সাহাপুর পঞ্চায়েতের প্রধান বিমান চট্টোপাধ্যায় প্রমুখ।
|
স্মৃতি প্রতিযোগিতা
|
খয়রাশোলের পেরুয়ায় আট দলীয় ভক্তিভূষণ মণ্ডল ও মীরা ঘোষ স্মৃতি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বর্ধমানের মহাল ফুটবল একাদশ। স্থানীয় যুব সঙ্ঘ পরিচালিত ওই প্রতিযোগিতার ফাইনালে কেন্দ্রা মেটেল ধাওড়া একাদশকে ৩-০ গোলে হারায় মহাল। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মহালের শ্রীকান্ত ঘোষ। প্রতিযোগিতার সেরা হয়েছেন মহালেরই তরুণ রায়। গত ১৮ নভেম্বর স্থানীয় ফুটবল মাঠের ওই খেলায় হাজির ছিলেন বিধায়ক বিজয় বাগদি, ভক্তিভূষণের নাতি হীরন্ময় ঘোষ, আয়োজক সংস্থার সম্পাদক স্নেহাশিস ঘোষ প্রমুখ।
|
সংক্ষেপে |
সিনিয়র আন্তঃক্লাব ফুটবল লিগ জিতে নিল মাড়গ্রাম সোনালি স্পোর্টিং ক্লাব। গত ১৮ নভেম্বর বোলপুর স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে তারা ১-০ গোলে পরাজিত করে বোলপুর টাউন ক্লাবকে। জেলা ক্রীড়া সংস্থার এই প্রতিযোগিতার ফাইনালে হাজির ছিলেন বোলপুরের সাংসদ রামচন্দ্র ডোম ও ক্রীড়া সংস্থার কর্তারা। |
|