সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এলাকারই এক বিবাহিত যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সোমনাথ হাঁসদা। বাড়ি রায়নার শ্যামসুন্দরে সাঁওতালপাড়ায়। পুলিশ ও স্থানীয় জানা যায়, রবিবার বিকেলে পাড়ার অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে বেরিয়ে শিশুটি নিখোঁজ হয়ে যায়। তার সঙ্গী, পাঁচ বছরের এক শিশু বারবার জানিয়েছিল সোমনাথ তাকে কোলে নিয়ে ধানখেতের দিকে গিয়েছে। পরের দিন নিখোঁজ শিশুর পরিবারের তরফে রায়না থানায় অভিযোগ জানানো হয়। বিকেলে ধানখেতে শিশুটির খোঁজ মেলে। তাকে প্রথমে রায়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতে তাকে কলকাতায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবারই এলাকা থেকে সোমনাথকে ধরা হয়। পুলিশের দাবি, জেরার সে জানিয়েছে, কয়েক মাস আগে অস্ত্রোপচার করে তাঁর স্ত্রীর সন্তান হয়েছে। তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। শারীরিক চাহিদা মেটাতে না পেরেই সে শিশুটিকে ধর্ষণ করেছে।
|
দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজট হল কালনার পেয়ারিনগর এলাকায় এসটিকেকে রোড। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কৃষ্ণনগর থেকে কালনা নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পেয়ারিনগর এলাকায় ওই বাস ও উল্টো দিক থেকে আসা একটি গাড়ির মাঝে ঢুকে পড়ে একটি মোটরভ্যান। তাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাসে, পরে একটি বিদ্যুতের ট্রান্সফর্মারে ধাক্কা মারে। |
গাড়ির চালককে স্থানীয় বাসিন্দারা কালনা মহকুমা হাসপাতালে পাঠান। গাড়ির ধাক্কায় বাসটিও নিয়ন্ত্রণ হারায়। একটি আলুবোঝাই মোটরভ্যানে ধাক্কা মেরে সেটি ফাঁকা মাঠে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এর জেরে যানজট তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে জখম হলেন গাড়ির চার জন যাত্রী। তাঁরা কলকাতার গড়িয়া ও বালিগঞ্জের বাসিন্দা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জিটিরোড বাইপাসে তেজগঞ্জের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন একটি বেসরকারি টিভি বিক্রয় সংস্থার কয়েক জন বর্ধমানে ডিলার্স মিটে আসছিলেন। কলকাতামুখী একটি ট্রাক বাঁক নেওয়ার মুখে গাড়িটিতে ধাক্কা মারে। জখম চার জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|