টুকরো খবর
সিআইডি-র জিজ্ঞাসাবাদ
দাসেরবাঁধ ও আনন্দপুর থানা এলাকার কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতা তরুণ রায়কে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তরুণবাবুকে খড়্গপুরের ডিডিআই অফিসে ডাকা হয়। আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি সেখানে হাজির হন। প্রায় তিন ঘণ্টা ধরে সিআইডি-র অফিসারেরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তারপর অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্য তথা কৃষকসভার রাজ্য সম্পাদক তরুণবাবু বলেন, “সুপ্রিম কোর্ট নির্দেশে দিয়েছে আমাকে যেন গ্রেফতার না করা হয়। ওই নির্দেশ পাওয়ার পরেই আইনজীবীর মাধ্যমে সিআইডিকে জানিয়েছিলাম যে আমি পলাতক নই। সিআইডি চাইলে আমি সহযোগিতা করব।” সম্প্রতি সিআইডি-র পক্ষ থেকে তরুণবাবুকে চিঠি দিয়ে খড়্গপুর ডিডিআই অফিসে ডেকে পাঠানো হয়। এ দিন তিনি আইনজীবীকে সঙ্গে নিয়েই সেখানে যান। সিআইডি-র ইন্সপেক্টর পূর্ণশিব মুখোপাধ্যায় তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। পূর্ণশিববাবু বলেন, “তরুণবাবুর বিরুদ্ধে দু’টি অভিযোগ রয়েছে। সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই তরুণবাবুকে ডাকা হয়েছিল।” রাজ্যে পালাবদলের পরই জেলার বিভিন্ন এলাকা থেকে কঙ্কাল পাওয়া যেতে থাকে। আনন্দপুর ও দাসেরবাঁধ থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় তরুণবাবুর মান জড়ায়। এরপরই গা ঢাকা দেন তিনি। সম্প্রতি আবেদনের ভিত্তিতে তরুণবাবুকে গ্রেফতার না-করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরই বাড়িতে ফেরেন তিনি।

হিমঘরে কর্মবিরতি
পশ্চিম মেদিনীপুর জেলায় হিমঘর কর্মবিরতি পালিত হল সোমবার। এ দিন জেলার ৮০টি হিমঘরেই কোনও কাজ হয়নি। দীর্ঘদিন ধরেই হিমঘরের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন হিমঘর মালিকেরা। তাঁদের অভিযোগ, বারবার দাবি জাাননো সত্ত্বেও রাজ্য সরকার এ বিষয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ করেনি। তাই সোমবার এক দিনের প্রতীকী কর্মবিরতির ডাক দেন হিমঘর মালিকেরা। ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলার চেয়ারম্যান সুনীল রানা বলেন, “আমাদের দাবির কথা মুখ্যমন্ত্রীর গোচরে আনতেই এক দিনের কর্মবিরতি পালন করলাম। যে ভাবে বিদ্যুৎ বিলের পাশাপাশি অন্যান্য খরচ বেড়েছে তাতে পুরনো ভাড়ায় হিমঘর চালানো অসম্ভব হয়ে পড়েছে। আশা করি, মুখ্যমন্ত্রী এ বার বিষয়টি ভাববেন।”

পড়াশোনায় সাহায্য
পুজোর খরচ বাঁচিয়ে দুই ছাত্রীর এক বছরের পড়াশোনার দায়িত্ব নিল খড়্গপুর শহরের বড়বাত্তি মহাকালী মন্দির। এদের মধ্যে প্রিয়াঙ্কা চক্রবর্তী দশম শ্রেণির ছাত্রী, অন্যজন, শ্রাবনী সামন্ত অষ্টম শ্রেণিতে পড়ে। দু’জনেই মেধাবী। কিন্তু অর্থাভাবে পড়াশোনা চালানো মুশকিল হয়ে পড়ছিল। তাই পুজোর খরচ বাঁচিয়ে ওই দুই ছাত্রীর এক বছরের পড়াশোনার খরচের দায়িত্ব নিলেন পুজো কমিটির উদ্যোক্তারা। রবিবার এক অনুষ্ঠানে তাঁদের হাতে ওই অর্থ তুলে দেওয়া হয়। পুজো কমিটির সভাপতি প্রদীপ সরকার বলেন, “ভবিষ্যতে যাতে আরও গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করা যায় সে জন্য ক্লাবের পক্ষ থেকে পদক্ষেপ করা হচ্ছে।”

ব্যবসায়ীর মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। দাঁতন স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। খড়গপুর জিআরপি থানার ওসি আশিস রায় জানান, মৃতের নাম মানস সাহা (৪২)। বাড়ি দাঁতন শহরের ভবানীপুরে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পারিবারিক সমস্যার কারণে পেশায় ব্যবসায়ী মানসবাবু আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে। সোমবার সকালে তাঁর দেহ উদ্ধারের পরে ময়নাতদন্তে পাঠানো হয়।

পথ দুর্ঘটনা
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম হিমাংশু নায়েক (৪১)। বাড়ি খড়্গপুর লোকাল থানার বাকবিন্দিতে। রবিবার রাতে কেশিয়াড়ি থানার ল্যাঙ্গামারায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, হিমাংশুবাবু মোটরবাইকে ল্যাঙ্গামারার দিকে যাওয়ার পথে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.