সেনা ছাউনিতে ৫টি হাতির দল
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
সেনা ছাউনিতে আশ্রয় নিল পাঁচটি হাতির একটি দল। সোমবার সকালে হাতির দলটি ভুট্টাবাড়ি জঙ্গল থেকে বার হয়ে রাঙামাটি চা বাগান লাগোয়া ৩১ নং জাতীয় সড়কের পাশে ওই সেনা ছাউনিতে ঢুকে পড়ে। সেখানে গাছের ছায়ায় দাঁড়িয়ে যায়। দলটিতে একটি শাবক আছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে মালবাজার থেকে এ্যালিফেন্ট স্কোয়াডের কর্মীরা সেনা ছাউনিতে যান। কিন্তু অনেক চেষ্টা করেও দলটিকে বার করা সম্ভব হয়নি। ছানাকে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। বন দফতরের মালবাজারের রেঞ্জার অলোক বসু বলেন, “প্রথমে ছাউনি থেকে বার করার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। শাবক সঙ্গে থাকায় বেশি জোর করা সম্ভব হয়নি। সেনা জওয়ানরা ওদের দেখছে। আশা করছি রাতে হাতির দলটি নিজে থেকে জঙ্গলে ফিরে যাবে।” এ দিকে রবিবার রাতে দোকান ঘর ভেঙে চাল সাবার করে একটি দলছুট বুনো দাঁতাল হাতি। ডুয়ার্সের নিদাম চা বাগান এলাকার ঘটনা। বুনোটি বাগানে ফ্যাক্টারির খুব কাছে চলে যায়। সেখানে একটি দোকান ভেঙে দুই বস্তা চাল বার করে খায়। নষ্ট করে এলাকার কলা বাগান। বন দফতর সূত্রে জানা গিয়েছে, দলছুট দাঁতালটি ভুট্টাবাড়ির জঙ্গল থেকে বাগানে ঢুকেছে।
|
পরিবেশ কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গ্রামবাসীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে কেশপুরের শকুনডিহা গৌরীদেবী গ্রামোন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা। সোমবার এক কর্মসূচির আয়োজন করা তারা। আয়োজন ছিল বিভিন্ন প্রতিযোগিতারও। দুপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগমপ্রসাদ রায়, হৃষিকেশ দে প্রমুখ। ছিলেন আনন্দপুরের পঞ্চায়েত প্রধান দেবাশিস রায়, আমড়াকুচির পঞ্চায়েত প্রধান নাজনীন খাতুনও। অনুষ্ঠানে জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানানো হয়। বক্তব্যের মাধ্যমে তাঁর জীবনের নানা দিক তুলে ধরা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আরও বেশি গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়। সংস্থার সম্পাদক নিকুঞ্জ বারিক জানান, পরিবেশ সচেতনতা বাড়াতে তাঁদের এই উদ্যোগ। কর্মসূচি ঘিরে গ্রামবাসীদের মধ্যেও উৎসাহ দেখা দেয়।
|
প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ পালিত হল কালনা ১ ও পূর্বস্থলী ১ ব্লকে। সোমবার পূর্বস্থলী ১ ব্লক প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে অনুষ্ঠানটি হয় দোগাছিয়া এলাকায়। সেখানে প্রাণিসম্পদ বিষয়ক আলোচনা ছাড়াও ছিল নানা প্রদর্শনীর আয়োজন। ছিলেন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক স্বপন দেবনাথ, দোগাছিয়া পঞ্চায়েতের প্রধান প্রণব রায়চৌধুরী-সহ প্রাণিসম্পদ বিকাশ দফতরের আধিকারিকেরা। এ দিন কালনা ১ ব্লকের সিমলন আটঘোড়িয়া পঞ্চায়েতের মছলন্দপুর এলাকায় সচেতনতা শিবিরের পাশাপাশি টিকাকরণ কর্মসূচি পালিত হয়। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল, প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিক সমীর শীল প্রমুখ।
|
বিশ্বব্যাঙ্কের সতর্কতা
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
উষ্ণায়নের জেরে এই শতাব্দীতেই পৃথিবীর উষ্ণতা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্বব্যাঙ্ক। ফলে জলবায়ুর পরিবর্তন হতে পারে। তাদের মতে, এর বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করতে হবে। না হলে ভারতের মতো সমুদ্রে ঘেরা দেশ গভীর সমস্যার সম্মুখীন হতে চলেছে। শুরু হবে অপ্রত্যাশিত তাপপ্রবাহ। বিশ্বে খাদ্য ভাণ্ডারে পড়বে টান। সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ার ফলে আক্রান্ত হবে কোটি কোটি মানুষ।
|
প্রাণিসপ্তাহ পালন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ব্লক প্রাণিসপ্তাহ উদ্যাপিত হল রবিবার। কাঁথি ১ ব্লকের সাবাজপুট গ্রামপঞ্চায়েত দফতরে অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী। অন্যদের মধ্যে ছিলেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শশাঙ্ক জানা, ব্লক প্রাণিসম্পদ আধিকারিক সন্দীপ জানা, প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ গায়ত্রী দাস-সহ ৮টি গ্রাম পঞ্চায়েতের প্রাণিবন্ধু, প্রাণিপালকেরা। অনুষ্ঠানে ৩৫০টি গরুকে টীকাকরণ ও সেরা প্রাণিপালকদের পুরস্কৃত করা হয়। |