বাসের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। সোমবার, ট্র্যাঙ্গুলার পার্কের কাছে। মৃতের নাম সুব্রত মাইতি (৪০)। পুলিশ জানায়, রাসবিহারী অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময়ে এস-ডি ৪/১ রুটের একটি বাস তাঁকে ধাক্কা মারে। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বাসচালক গ্রেফতার হয়েছেন। অন্য দিকে, রবিবার মিলেনিয়াম পার্কের সামনে মিনিবাস থেকে পড়ে মৃত্যু হয় মহম্মদ আখতার (৪০) নামে এক যুবকের। |
ষোলো হাজার টাকা ও সোনার গয়না ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন কামেশ্বর রাম নামে এক ট্যাক্সিচালক। পরিবহণমন্ত্রী মদন মিত্র সরকারের পক্ষ থেকে ওই চালককে ১০০০ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন। কুঁদঘাটের বাসিন্দা কল্পনা চন্দ ১৬ নভেম্বর দমদম বিমানবন্দরের প্রিপেড বুথ থেকে ট্যাক্সিতে ওঠেন। নামার সময়ে তিনি ব্যাগটি ট্যাক্সিতে ফেলে যান। বাড়ি ফিরেই বিমানবন্দরের বুথে ফোন করেন কল্পনাদেবী। চালক ইতিমধ্যে ব্যাগটি ‘প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়ন’-এর অফিসে জমা দেন। সোমবার, মহাকরণে মদনবাবু দু’জনকে নিয়ে আসেন এবং ব্যাগটি কল্পনাদেবীর হাতে তুলে দেন। কামেশ্বরকে পুরস্কৃত করার ঘোষণাও করা হয়। |
সিলিংয়ের চাঙড় খসে জখম হল এক কিশোরী (১১)। সোমবার, মুচিপাড়া থানা এলাকার একটি বাড়িতে। আহতের নাম রাখী তাঁতি। পুলিশ জানায়, ওই কিশোরীর বাড়ি বারাসতে। সে তাপস মুখোপাধ্যায়ের বাড়িতে পরিচারিকার কাজ করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। |
ছট পুজোর দিন পুরসভার পানীয় জলের গাড়ি না যাওয়ায় আধ ঘণ্টা অবরোধ হল বেলেঘাটা মেন রোড। সোমবার বেলা ১১টা নাগাদ অবরোধ শুরু হয়। পুরসভার তিন নম্বর বরোর চেয়ারম্যান রাজীব বিশ্বাস জানান, ৩৩ নম্বর ওয়ার্ডের জলসমস্যা দীর্ঘ দিনের। প্রতিদিন পুরসভার পানীয় জলের গাড়ি পাঠাতে হয়। ছট পুজোয় সময় মতো গাড়ি না যাওয়ায় এই বিক্ষোভ। পরে জলের গাড়ি যাওয়ায় অবরোধ ওঠে। পুলিশ জানায়, এর জেরে কেবল বেলেঘাটা মেন রোড নয় বাইপাসেও যানজট হয়। |
ন্যাশনাল সার্ভিস স্কিম বা এনএসএসে ভাল কাজের স্বীকৃতি হিসেবে ‘ন্যাশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে এই পুরস্কার নেন উপাচার্য সুরঞ্জন দাস। |
|
স্মরণে:
সলিল চৌধুরী ও ইন্দিরা গাঁধীর জন্মদিনে
শ্রদ্ধার্ঘ্য
মুখ্যমন্ত্রীর। সোমবার মহাকরণে। ছবি: রাজীব বসু |
|