ভারতে প্রথম কারখানা গড়তে উদ্যোগী অ্যামওয়ে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভারতে তাদের প্রথম কারখানা গড়তে পা বাড়াচ্ছে অ্যামওয়ে। তামিলনাড়ুতে তা তৈরি করতে ৫৫০ কোটি টাকা লগ্নি করবে তারা। মার্কিন বহুজাতিকটির আশা, ২০২০ সালের মধ্যে এ দেশে তাদের ব্যবসা বাড়বে প্রায় আড়াই গুণ। তাই বছর দুয়েকের মধ্যেই কারখানার প্রথম পর্যায়টি চালু করতে চায় তারা। উল্লেখ্য, ভারতে দীর্ঘ দিন ব্যবসা করলেও এখনও চুক্তির ভিত্তিতে সংস্থার পণ্য তৈরি করে সাতটি সংস্থা। এমডি এবং সিইও উইলিয়াম এস পিকনি জানান, কারখানা তৈরির জন্য তামিলনাড়ু সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করেছেন। ৫০ একর জমি হাতে এসেছে। নির্মাণকাজ শুরু হবে ফেব্রুয়ারিতে। এ দেশে ‘ডিরেক্ট সেলিং’ বা সরাসরি পণ্য বিক্রিবাটার ব্যবসার সম্ভাবনা সম্পর্কে যথেষ্ট আশাবাদী হলেও, পিকনি-র অভিযোগ, এ নিয়ে উপযুক্ত আইন-কানুনের অভাবে অনেক সংস্থা অনিয়ম করে। কিন্তু তার দায় চাপে অ্যামওয়ের মতো সংস্থার উপর। সম্প্রতি অবশ্য এই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে কেন্দ্র। সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রকের কর্তা, রিজার্ভ ব্যাঙ্কের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটি শীঘ্রই খসড়া নির্দেশিকা পেশ করবে বলে আশাবাদী তিনি।
|
ব্যবসা চালু রাখতে ভারতীয় সংস্থা কেনার কথাও ভাবছে সিস্টেমা
নিজস্ব প্রতিবেদন |
ভারতে ব্যবসা চালু রাখতে অন্য সংস্থা অধিগ্রহণও করতে পারে সিস্টেমা শ্যাম টেলিসার্ভিসেস। সোমবার সংস্থার তরফে এই ইঙ্গিত মিলেছে। কেউ কেউ মনে করছেন, এ নিয়ে এয়ারসেলের সঙ্গে কথা বলছে তারা। তবে সরকারি ভাবে অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি সংস্থার কর্তারা। সিইও ভি রোজানভ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় না বেরনো পর্যন্ত এ নিয়ে ভাবছেন না তাঁরা। লাইসেন্স ফিরিয়ে দেওয়ার জন্য তাঁরা সুপ্রিম কোর্টের কাজে আর্জি জানিয়েছেন। সংস্থার আশা, আদালতের রায় তাদের পক্ষে যাবে। তবে ব্যবসা চালিয়ে যেতে নতুন সংস্থা কেনার মতো অন্য পথও খোলা রাখছে তারা। |
সেবি-র বিরুদ্ধে আপিল আদালতে সহারা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বাজার নিয়ন্ত্রক সেবি-র বিরুদ্ধে আপিল আদালতে (স্যাট) গেল সহারা। প্রায় ৩ কোটি লগ্নিকারীর বিস্তারিত তথ্য ও অ্যাকাউন্টের খুঁটিনাটি জমা দিতে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় চাইল তারা। গোষ্ঠীর আইনজীবী সংস্থার দাবি, এ নিয়ে সেবি-কে এফিডেবিট জমা দিতে বলেছে স্যাট। লগ্নিকারীদের তথ্য জানিয়ে সহারার জমা দেওয়া কাগজপত্র কেন গ্রহণযোগ্য নয়, জানাতে বলেছে তার কারণও।
|
সমবায় সপ্তাহ
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ঊনষাট তম সমবায় সপ্তাহ পালিত হল নলহাটি থানার পানিটা কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে। সোমবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলহাটি ১ ব্লকের বিভিন্ন সমবায়ের ম্যানেজার-সহ পরিচালক মণ্ডলীর সদস্যেরা। অনুষ্ঠানে ‘সমবায়ের উদ্যোগে সামাজিক বিকাশ’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন নলহাটি ১ ব্লক সমবায় পরিদর্শক অনুপকুমার বসাক-সহ প্রমুখ।
|
৫৯তম আন্তর্জাতিক সমবায় সপ্তাহ পালন করল পটাশপুরের পাহাড়পুর গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি। রবিবারের এই অনুষ্ঠানে সমবায় সমিতিগুলির বর্তমান পরিস্থিতি, সরকারের ভূমিকা, ভবিষ্যৎ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। |