প্রাক্তন অধ্যাপকের বাড়ি জবরদখল করায় অভিযুক্ত বিশ্বভারতীর ভূগোল বিভাগের প্রধান, অধ্যাপকsa গুরুপ্রসাদ চট্টোপাধ্যায় আদালতে আত্মসমর্পণ করলেন। সোমবার বোলপুর আদালতের এসিজেএম পীযূষ ঘোষ শর্ত সাপেক্ষে অভিযুক্ত অধ্যাপকের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “বিচারক পীযূষ ঘোষ ওই অধ্যাপককেঅন্তর্বর্তী জামিন দিয়েছেন। পরের বছর ২৩ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।” বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের প্রয়াত অধ্যাপক অমিয়কান্তি গুপ্তের বাড়িতে বেআইনি ভাবে ডোকা-সহ একাধিক অভিযোগ উঠেছে গুরুপ্রসাদবাবুর বিরুদ্ধে। প্রয়াত অমিয়বাবুর স্ত্রী ও মেয়ে বোলপুর আদালতে মামলাও করেছেন। অভিযুক্ত গুরুপ্রসাদবাবু অবশ্য দাবি করেছেন, অমিয়বাবুই তাঁকে ভাড়াটে হিসাবে রেখেছিলেন।
|
ছেলেকে স্কুলে দিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মায়ের। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে নানুরের বালিগুনি গ্রামের কাছে নানুর-বাসাপাড়া সড়কে। পুলিশ জানায়, মৃতার নাম কৃষ্ণা সাহা (৩১)। বাড়ি স্থানীয় উচকরণ গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত বছরের ছেলেকে সাইকেলে করে নানুরের স্কুলে নিয়ে যাচ্ছিলেন মা কৃষ্ণাদেবী। ওই সময় উল্টো দিক থেকে আসা একটি কয়লা ভর্তি ট্রাক তাঁকে ধাক্কা মারে। বর্ধমান নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ছেলেকে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। ট্রাকটি আটক করেছে পুলিশ। |
পারিবারিক বিবাদের জেরে খুন হওয়া সাত্তার শেখের ভাইকে ধরে ফেলল পুলিশ। শনিবার সন্ধ্যায় মুরারই থানার শ্রীরামপুর গ্রামে খুন হয়েছিলেন সাত্তার। তারপর থেকেই পলাতক ছিলেন তাঁর ভাই আকতার শেখ। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে মুরারই থানার ধিতোড়া গ্রাম লাগোয়া এলাকা থেকে ঘটনার মূল অভিযুক্ত আকতারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে খবর ছিল, এ দিন সকালে মুরারইয়ের রঘুনাথপুরে মেয়ের বাড়িতে যাচ্ছে অভিযুক্ত আকতার। পুলিশ তৎপর হয়ে আকতারকে ধরে ফেলে। পুলিশ জানায়, বাকি ৫ জনের খোঁজ চলছে।
|
৩০ নভেম্বর থেকে স্টল বিলি |
আগামী ৩০ নভেম্বর থেকে পৌষ মেলার জন্য স্টল বিলির প্রক্রিয়া শুরু হতে চলেছে। সোমবার বিশ্বভারতীর কর্মী পরিষদ, শান্তিনিকেতন ট্রাস্টি, শান্তিনিকেতন স্টল বিলি ও ভাড়া আদায় উপসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মী পরিষদের যুগ্ম সম্পাদক সৌগত সামন্ত বলেন, “আগামী ৩০ নভেম্বর থেকে প্রায় ১৫ ডিসেম্বর পর্যন্ত স্টল বিলি চলবে। ৩১ ডিসেম্বরের মধ্যে উৎসবকে ঘিরে মেলা শেষ করা হবে।” বিশ্বভারতীর পঠনপাঠন ও অন্যান্য কাজকর্ম সচল রাখতেই উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত এমন নির্দেশ দিয়েছেন বলে জানান সৌগতবাবু।
|
গত ৬ নভেম্বর ভোর রাতে দুবরাজপুরের লোবা গ্রামে নিরীহ মানুষের উপর পুলিশি আক্রমণ ও গুলি চালনোর ঘটনার প্রতিবাদে সোমবার মহামিছিল করল বামপন্থী যুব সংগঠনগুলি। এ দিন দুপুর দেড়টা নাগাদ দুবরাজপুরের তরুলিয়া মোড় থেকে লোবার ধর্না মঞ্চ পর্যন্ত ওই মিছিলে ছিলেন গণতান্ত্রিক যুব ফেডারেশন, নিখিল ভারত যুব ফেডারেশন, সারা ভারত যুবলীগ, বিপ্লবী যুব ব্লক, সমাজবাদী যুব জনসভা, বিপ্লবী যুবফ্রন্ট, যুব ডিএসপি এবং ভারতের প্রগতিশীল যুব ফেডারেশনে সমর্থকেরা। গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি আভাস রায়চৌধুরীর দাবি, “তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর গত আঠারো মাসে রাজ্যে ৬ বার গুলি চালনোর ঘটনা ঘটেছে। পাঁচজনের মৃত্যু হয়েছে। আগের সরকারের আমল থেকে লোবা এলাকার মানুষ তাঁদের দাবি আদায়ে আন্দোলন চালাচ্ছিলেন। হঠাৎ কী এমন হল বর্তমানে ক্ষমতায় থাকা রাজ্য সরকারের পুলিশ এখানে নিরীহ মানুষের উপর গুলি চালাল।” |