ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হানায় গাজায় হত ১০০
সংবাদসংস্থা • গাজা |
চার পাশে বারুদের গন্ধ। বুলডোজার চলার একঘেয়ে আওয়াজ থামার কোনও লক্ষণই নেই। রকেট হানায় ভাঙাচোরা বাড়ি পরিষ্কারের কাজ চলছে। কোথাও রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাচের টুকরো। কোথাও আবার বেঁকেচুরে গিয়েছে লোহার রড। আচমকাই বাড়ির মাথায় এসে পড়েছে ক্ষেপণাস্ত্র। একটা আঘাতেই এক সঙ্গে শেষ তিন-তিনটি প্রজন্ম। ছ’দিন ধরে ইজরায়েলি হানার পর গাজার ছবিটা এ রকমই। রবিবারও সারা রাত ধরে জল ও আকাশ পথে চলেছে দ্বিমুখী আক্রমণ। |
নিরপরাধ |
ধোঁয়ায় ঢাকা |
|
|
ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হানায় নিহত শিশুদের দেহ
কোলে আত্মীয়েরা। সোমবার গাজায়। ছবি: রয়টার্স |
গাজায় ক্ষেপণাস্ত্র হানার
পরে। ছবি: এ পি |
|
প্যালেস্তাইনের স্বাস্থ্য দফতরের এক মুখপাত্র সোমবার জানিয়েছেন, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। আহত সাতশোরও বেশি, যার মধ্যে প্রায় ২০০ জন শিশু। রবিবার রাত থেকে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের। অন্য দিকে ইজরায়েলেও অব্যাহত প্যালেস্তাইনি হানা। তবে প্রতিরক্ষা ব্যবস্থার নতুন অস্ত্র ‘আয়রন ডোম’-এর সাহায্যে এখনও পর্যন্ত বড়সড় বিপদ এড়াতে পেরেছে ইজরায়েল। এই আয়রন ডোমের কাজ আকাশে নজরদারি চালানো। বিপক্ষের ক্ষেপণাস্ত্র তাদের আকাশ-সীমায় দেখলে আকাশেই তা ধ্বংস করে দিতে পারে এই নতুন প্রযুক্তি। ইজরায়েল-প্যালেস্তাইনের এই সংঘর্ষের মধ্যেই আশার কথা, সংঘর্ষ বিরতি নিয়ে রবিবার কায়রোয় এক প্রস্ত কথা হয়েছে দু’দেশের মধ্যে।
|
দুর্নীতিই সঙ্কট
সংবাদসংস্থা • বেজিং |
দেশে দুর্নীতি যে মহামারীর আকার নিয়েছে, অবশেষে তা সরকারি ভাবে মেনে নিল চিনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)। দুর্নীতিই যে তাদের অস্তিত্বের সংকট ডেকে আনতে পারে, তা-ও স্বীকার করে নিলেন উদ্বিগ্ন নেতারা। পরিস্থিতি মোকাবিলায় অষ্টাদশ পার্টি কংগ্রেসে সরকারের একটি তদন্ত কমিশনের দেওয়া রিপোর্টের ভিত্তিতে সক্রিয় রাজনৈতিক প্রতিরোধের ডাক দিল সিপিসি। চিনের একটি সরকারি রিপোর্টে বলা হয়েছে, বাড়ছে দুর্নীতি। ফলে সাধারণ মানুষের থেকে দূরে সরে যাচ্ছে দল।
|
আবু-ধাবি ভারতে
সংবাদসংস্থা • দুবাই |
আবু-ধাবি পর্যটন ও সংস্কৃতি এ বার ভারতে আসছে রাস্তার শো নিয়ে। দেশের ৫টি শহরে এই শো আয়োজন করা হয়েছে। লক্ষ্য দু’দেশের মধ্যে বাণিজ্য ও সংস্কৃতির সম্প্রসারণ।
|
নির্বিঘ্নেই পৃথিবীর মাটি স্পর্শ করলেন সুনীতা উইলিয়ামস-সহ তিন নভোশ্চর। সোমবার সকাল ৭টা ২৬ মিনিটে ‘সোয়ুজ’ ক্যাপসুলে করে কাজাখস্তানের আরকালাইকে নামেন সুনীতারা। গত ১৬ জুলাই থেকে তাঁরা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছিলেন। এর মধ্যেই সব থেকে বেশি দিন মহাকাশ কেন্দ্র থাকা মহিলা নভোশ্চর হিসেবে নজির গড়েছেন তিনি। সব থেকে বেশি সময়, ৫০ ঘণ্টা ৪০ মিনিট মহাকাশে হাঁটার রেকর্ডও তাঁর ঝুলিতে। |