বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে লুঠপাট করল দুষ্কৃতীরা। রবিবার রাতে কাটোয়ার চাঁপাপুকুর পাড়ে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওই বাড়ির মালিক নরোত্তম রায় সপরিবারে বেড়াতে গিয়েছেন। শনিবার থেকে রাতে তাঁর বাড়িতে থাকতেন ভাগ্নে দেবজিৎ চট্টোপাধ্যায়। রবিবার রাত ১১টা নাগাদ মামারবাড়ি গিয়ে তিনি দেখতে পান, ভিতরে আলো জ্বলছে। অথচ দরজা-জানালা ভিতর থেকে বন্ধ। দেবজিৎবাবু পাঁচিল টপকে ভিতরে ঢোকেন। পুলিশ জানায়, বাড়ির ভিতর থেকে ভাঙা তালা, শাবল ও একটি গামছা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা পাঁচিল টপকে ঢুকেছিল। তার পরে গ্রিল ভেঙে ঘরে ঢুকে লুঠপাট চালায়। খবর পেয়ে পুলিশ পৌঁছয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
|
প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ৯৬তম জন্মদিবস পালিত হল সোমবার। আসানসোলের বিএনআর মোড়ে প্রিয়দর্শিনী পার্কে প্রয়াত নেত্রীর মূর্তিতে মাল্যদান করলেন আসানসোলের উপ-পুরপ্রধান অমর চট্টোপাধ্যায়, কংগ্রেসের মেয়র পরিষদ রবিউল ইসলাম প্রমুখ। আসানসোল ইসমাইল মোড় ও হটন রোডের সংযোগস্থলে ৯ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষে ইন্দিরা গাঁধীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। রানিগঞ্জের জেকেনগরে আইএনটিইউসি-র উদ্যোগে মোটরবাইক মিছিল হয়। কয়েক হাজার সমর্থক পঙ্ক্তিভোজে সামিল হন। জামুড়িয়ার শ্রীপুর, অন্ডালের মদনপুরেও কংগ্রেসের তরফে দিনটি উদ্যাপন করা হয়। বারাবনিতে একটি অনুষ্ঠানের আয়োজন হয়। ইন্দিরা সাংস্কৃতিক চক্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুঃস্থদের স্বাস্থ্যপরীক্ষা-সহ নানা কর্মসূচি ছিল। ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।
|
বছর ঘুরতেই তৃণমূল সমর্থিত অভিভাবক প্রতিনিধিদের হারিয়ে আসানসোলের একটি স্কুলের নির্বাচনে জিতলেন বাম সমর্থিত অভিভাবকেরা। রবিবার আসানসোলের তুলসীরানি বালিকা শিক্ষা সদনের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই জেতেন বাম সমর্থিত প্রার্থীরা। এক বছর আগে সব ক’টি আসনই বামেদের থেকে ছিনিয়ে নিয়েছিলেন তৃণমূল সমর্থিত অভিভাবক প্রতিনিধিরা। সিপিএমের আসানসোল জোনাল সম্পাদক পার্থ মুখোপাধ্যায়ের দাবি, “নৈরাজ্যের বিরুদ্ধে ভোট দিয়েছেন অভিভাবকেরা।” তৃণমূলের আসানসোল ব্লক সভাপতি অমিয় দাঁ বলেন, “সাংগঠনিক দুর্বলতার জন্য হেরেছি।”
|
ন্যাশনাল বুক ট্রাস্ট ও আসানসোল বিধানচন্দ্র কলেজের যৌথ উদ্যোগে সোমবার থেকে ‘বই সপ্তাহ পালন’ কর্মসূচি শুরু হয়েছে কলেজ প্রাঙ্গণে। অধ্যক্ষ গৌতম বন্দ্যোপাধ্যায় জানান, আঞ্চলিক ভাষার অনেক বই স্টলে জায়গা পেয়েছে। এ দিন সকালে উদ্বোধন করেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। কর্মসূচি উপলক্ষে একটি পদযাত্রায় যোগ দেন ছাত্রছাত্রী ও এলাকার মানুষজন।
|
জমি অধিগ্রহণ করা হলেও বিধি অনুযায়ী জমিদাতাদের চাকরি দেওয়া হয়নি, এই অভিযোগে অন্ডালের ছোড়া খোলামুখ খনিতে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নব্বই একর জমি অধিগ্রহণ করে কয়লা কাটা শুরু করে দিয়েছে ইসিএল। কিন্তু জমিদাতাদের চাকরি দেওয়া হয়নি। খনি কর্তৃপক্ষ জানান, আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।
|