তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। জখম ১৫ জন।
শুক্রবার গভীর রাতে একটি দুর্ঘটনাটি ঘটে গাইঘাটার দোগাছিয়া এলাকার যশোহর রোডে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হয় তিন যুবকের। পুলিশ জানায়, মৃত সুজয় সাহা (৩০) ও সুকুমার দে (৩৫) স্থানীয় চাঁদপাড়ার শিমুলিয়াপাড়ায় থাকতেন। শনিবার বিকেল পর্যন্ত তৃতীয় জনের পরিচয় জানা যায়নি। কারও মাথাতেই হেলমেট ছিল না। পুলিশের অনুমান, প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন।
শনিবার সকালে একটি দুর্ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরের থানাগোড়া চকের কাছে। দাদা তপন সিংহের মোটরবাইকের পিছনে বসে বারিপদায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন সাঁকরাইলের রগড়ার বাসিন্দা বন্দনা মহান্তি (৩৯)। থানাগোড়া চকের কাছে একটি ট্রাককে পাশ কাটানোর সময় মোটরবাইক থেকে পড়ে যান বন্দনাদেবী। ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই রাস্তার দু’ধারে সব্জি বাজার বসে। দুর্ঘটনার পরে জনতা কিছু ক্ষণ রাস্তাটি অবরোধ করে। এলাকাবাসীর বক্তব্য, নয়াগ্রাম ও ওড়িশা যাওয়ার গুরুত্বপূর্ণ ওই রাস্তার দু’ধারে বাজার বসায় তা সংকীর্ণ হয়ে পড়ে। প্রায়ই ঘটে দুর্ঘটনা। বিকল্প জায়গায় সব্জি বাজারটি সরানোর জন্য পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে প্রশাসন। ট্রাকটি আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ট্রাকটির চালককে। বিকেল অন্য দুর্ঘটনাটি ঘটে বোলপুরে, দু’নম্বর জাতীয় সড়কে। সামনে চলে আসা একটি গাড়িকে বাঁচাতে গিয়ে উল্টে যায় একটি বাস। আহত হন ১৫ জন যাত্রী। বাসটি উদ্ধারণপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। আহতদের প্রথমে বোলপুর প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় চার জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। |