বীর বিরসা মুন্ডার ১৩৭ তম জন্মজয়ন্তী পালিত হল কালচিনিতে। বৃহস্পতিবার বিকেল থেকে কালচিনি থানা মাঠে তিন দিন ব্যাপী সংস্কৃতি মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অসম, ঝাড়খন্ড, উড়িষ্যা থেকে সংস্কৃতিক দল এসেছে। বীর বিরসা মুন্ডা জয়ন্তী কমিটির সভাপতি তথা আলিপুরদুয়ারের সংসদ মনোহর তিরকি জানান, এদিন বিকেলে হাসিমারার সাতালি মাঠের পাশে মূর্তি মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। পরে কালচিনি ধানা মাঠে দলমত নির্বিশেষে বিভিন্ন জনজাতির সংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আদিবাসী বিকাশ পরিষদের কালচিনি ব্লকের সভাপতি রাজেশ বারলা জানান, এদিন দুপুরে কালচিনির নিমতি মোড়ে বীর বিরসা মুন্ডা মূর্তি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ওই মূর্তির শিল্যানাস করেন সাংসদ মনোহর তিরকি।
|
পুরসভার প্রাক্তন অল্ডারম্যান তথা একটি প্রকাশনা সংস্থার কর্ণধার মন্তুরাম চৌধুরীর মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬৯ বছর। বুধবার শিলিগুড়ির সেবক রোডের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। উচ্চ রক্তচাপ এবং অন্যান্য রোগে আক্রান্ত মন্তুবাবুকে সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হরিয়ানায় জন্ম হলেও তিনি ছোট বেলাতেই পরিবারের সঙ্গে শিলিগুড়িতে চলে আসেন। হিন্দি হাই স্কুল এবং পরে শিলিগুড়ি কলেজে পড়াশোনা করেন। পরে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হন।
|
মুজনাই নদী থেকে উদ্ধার হল একটি দেহ। বৃহস্পতিবার সকালে পুলিশ ওই দেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মৃতের নাম দিলীপ দাস (৪২)। তার বাড়ি শহরের অনাথ পল্লি এলাকায়। ভোর বেলা সে প্রাতঃকৃত্য সারতে নদীর পাড়ে যায়। |