বিবেক-মমতায় রাজ্যে ঘর গোছাতে সক্রিয় আরএসএস
সামনে বিবেকানন্দ। তাঁর সার্ধশতবর্ষকে উপলক্ষ করে পশ্চিমবঙ্গে ঘর গোছাতে চাইছে সঙ্ঘ পরিবার! আসছেন মোহনরাও ভাগবত।
দীর্ঘ ২১ বছর পরে এ রাজ্যে আবার আবাসিক শিবিরের আয়োজন করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। আগামী জানুয়ারিতে কল্যাণীর কাছে গয়েশপুরে বসছে তাদের তিন দিনের শিবির। যার নামাঙ্কন করা হয়েছে স্বামী বিবেকানন্দের নামে। ঠিক যে ভাবে গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে তাঁর ‘যুব বিকাশ যাত্রা’কে বিবেকানন্দের নামেই চিহ্নিত করেছিলেন নরেন্দ্র মোদী। বিজেপি এবং সঙ্ঘ পরিবার সূত্রের ব্যাখ্যায়, বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উদ্যাপন আরএসএসের আবাসিক শিবিরের উপলক্ষ হলেও পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিই তাদের উৎসাহিত করেছে নিজেদের ঝিমিয়ে-পড়া সংগঠনকে এ রাজ্যে ফের গোছানোর জন্য তৎপর হতে।
গয়েশপুরে আগামী ১১ থেকে ১৩ জানুয়ারির আবাসিক শিবিরে ১৫ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যুবকর্মীদের হাজির করার জন্য সঙ্ঘ এবং বিজেপি-র সহযোগী সব সংগঠনকে বার্তা পাঠিয়েছে আরএসএস। শিবিরের সমাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সঙ্ঘপ্রধান ভাগবতের। শিবির চলাকালীন নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গিয়ে আবাসিকদের উৎসাহিত করার পরিকল্পনাও রয়েছে। গয়েশপুরের গোশালা ময়দানের শিবিরে ১০ হাজার যুবককে উপস্থিত করার লক্ষ্য নিয়ে পুরোদস্তুর প্রস্তুতিতে এখনই নেমে পড়েছে আরএসএস। প্রসঙ্গত, বিবেকানন্দ স্মরণে এই ধরনের শিবিরের পরিকল্পনা এই মুহূর্তে কিন্তু অন্য কোনও রাজ্যে নেই। এ রাজ্যের বাম শিবির এবং কংগ্রেসের একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু নীতির দৌলতে পশ্চিমবঙ্গে যে ভাবে পরিচিতি সত্তা এবং মেরুকরণের রাজনীতি মাথাচাড়া দিচ্ছে, সেই পরিস্থিতিরই ফায়দা নিতে সঙ্ঘের হাতিয়ার হয়েছেন বিবেকানন্দ।
আরএসএসের তরফে আনুষ্ঠানিক ভাবে অবশ্য বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উদ্যাপনের কথাই বলা হয়েছে। সংগঠনের রাজ্য প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃশানু মিত্রের কথায়, “কেন্দ্রীয় সরকার যেমন ২০১২-১৩ সালে বিবেকানন্দের জন্মের দেড়শো বছর পালন করছে, তেমনই আমরা ২০১৩-১৪ সালটিকে সংগঠনের তরফে বেছে নিয়েছি। যুব শিবিরে দক্ষিণবঙ্গ থেকেই ১০ হাজার যুবক আসবেন। বিবেকানন্দের শিক্ষা ও আদর্শ সম্পর্কে তাঁদের প্রশিক্ষিত করা হবে। তার পরে নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে তাঁরা ওই শিক্ষা কাজে লাগাবেন।” এর আগে শেষ বার পশ্চিমবঙ্গে এমন উদ্যোগ হয়েছিল ১৯৯২ সালে। তবে সেটা যুব শিবির ছিল না।
বিজেপি সূত্রের বক্তব্য, বেশ কয়েক বছর ধরে এ রাজ্যে দলের বিস্তার যে থমকে গিয়েছিল, তার কারণ আরএসএসের সমস্যায় পড়া। দলের এক নেতার কথায়, “সঙ্ঘই বিজেপি-র সাপ্লাই লাইন হিসাবে কাজ করে। যেমন, ছাত্র বা শ্রমিক সংগঠন বিজেপি-র হাতে নেই। আছে সঙ্ঘের কাছে। কলকাতা এবং শহরাঞ্চলে আরএসএসের কাজকর্ম বেশ কয়েক বছর ধরে তেমন কিছু নেই। এখন সেটাকেই আবার চাঙ্গা করার চেষ্টা হচ্ছে।” উদাহরণ হিসাবে বিজেপি সূত্র বলছে, খাস কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক, মহম্মদ আলি পার্ক বা হৃষীকেশ পার্কে আরএসএসের আসর বহু দিন বন্ধ। এখন মমতা-জমানায় জঙ্গিপুরে যেমন ভোট বাড়িয়েছে বিজেপি, তেমনই সংগঠনের তৃণমূল স্তর চাঙ্গা করার জন্য দক্ষিণবঙ্গকে বেছে নিচ্ছে আরএসএস।
শারীরিক এবং মানসিক বিকাশের জন্য বিবেকানন্দের নামে শিবিরের শিকড় আসলে রাজনীতির গভীরে!



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.