কালীপুজোর রাতে বিবাদে প্রহার নবদ্বীপে
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
কালীপুজোর রাতে আপত্তিকর অবস্থায় বাড়ির সামনে এক প্রেমিক যুগল দাঁড়িয়ে থাকায় আপত্তি জানান বাড়ির মালিক জয়দেব ঘোষ। এতেই পাড়ারই এক যুবক সাহেব ঘোষ বেজায় চটে গিয়ে জয়দেববাবুর বা চোখে সজোরে ঘুষি মারেন। আহত জয়দেববাবুকে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। অস্ত্রোপচারের পর সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, জয়দেববাবুর বাঁ চোখ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এই ঘটনায় আহতের স্ত্রী খুরসী ঘোষ বৃহস্পতিবার নবদ্বীপ থানায় সাহেব ঘোষের নামে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “কালীপুজোর রাতে বাড়ির সামনে দু’টি ছেলে মেয়ে অনেকক্ষণ ধরে কথা বলছিল। আমার স্বামী তাদের চলে যেতে বলেন। তখনই হাজির হয় সাহেব ঘোষ। সে বলে, “এটা তোর বাবার রাস্তা। ওরা এখানেই থাকবে।” তারপরেই সাহেব আমার স্বামীকে মারতে শুরু করে। চিৎকার শুনে প্রতিবেশিরা আসার আগেই সাহেব পালিয়ে যায়।” জয়দেববাবু বলেন, “আমি ছেলে মেয়ে দু’টোকে বাড়ির সামনে থেকে চলে যেতে বলি। এটাই আমার অপরাধ! এতেই সাহেব আমাকে মারধর করে।” নবদ্বীপ থানার আইসি শংকর কুমার রায় বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৬ ও ৩৪১ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে।”
|
তোপ অধীরের
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
রেলকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্যই ভারতীয় রেল আজ চরম আর্থিক সংকটের মুখে পড়েছে বলে সরাসরি তৃণমূলের বিগত রেলমন্ত্রীর দিকে তোপ দাগলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। বৃহস্পতিবার রঘুনাথগঞ্জে এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, “রেল এক নিষ্ঠুর বাস্তবের মুখোমুখি। কারণ রেলের অর্থ নেই। বর্তমানে অনুমোদিত প্রকল্পগুলি বাস্তবায়িত করতে গেলে আড়াই লক্ষ কোটি টাকা দরকার। তাই প্রযুক্তিগতভাবে যে সব কাজের অর্থের প্রয়োজন নেই, সেগুলিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা হচ্ছে।” এ দিন রেলমন্ত্রী ধুলিয়ান ও ফরাক্কায় আরও দু’টি অনুষ্ঠানে যোগ দেন। দলীয় অনুষ্ঠানে এ দিন অধীরবাবু মুর্শিদাবাদে পঞ্চায়েত নির্বাচনে এখন থেকেই কর্মীদের নেমে পড়ার আহ্বান জানিয়ে বলেন, “জেলা পরিষদ ও পঞ্চায়েত দখল করতে না পারলে জেলায় উন্নয়নের কাজ করা যাবে না।” জঙ্গিপুরের সাংসদ অভিজিৎ এ দিন সরাসরি বলেন, “পশ্চিমবঙ্গে উন্নয়নের জন্য অধীর চৌধুরীকে এ রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।” |