মোহনবাগান নিয়ে মুখে কুলুপ বুথের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সালগাওকরের দায়িত্ব নেওয়ার পর মোহনবাগান কর্তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিলেন। বৃহস্পতিবার শহরে এসে অবশ্য নিজেকে সতর্কতার চাদরে মুড়ে ফেললেন ডেভিড বুথ। দুপুরে শহরে পৌঁছে বিকেলে মোহনবাগান মাঠে হালকা অনুশীলন করলেন রুনি-লুসিয়ানোরা। অনুশীলন শেষে বুথ বলেন, “মোহনবাগান নিয়ে কোনও কথা বলতে চাই না। করিম প্রসঙ্গেও না। ১০-১২ দিন হল সালগাওকরের দায়িত্ব নিয়েছি। এই মুহূর্তে আমার লক্ষ্য মোহনবাগান ম্যাচটা জেতা।” করিম সালগাওকর ছেড়ে মোহনবাগানে চলে আসায় শনিবারের ম্যাচের গুরুত্ব আলাদা। রবিবার থেকেই ওডাফাদের দায়িত্বে করিম। এই পরিস্থিতিতে সতর্ক মৃদুল বন্দ্যোপাধ্যায়ও। সালগাওকর ম্যাচ নিয়ে তিনি এতটাই চিন্তিত যে দাবি করলেন, বৃহস্পতিবার ভাই ফোঁটা নিতে যাননি। এ দিকে টোলগের হাঁটুতে অস্ত্রোপচার সফল হয়েছে। তবে তিনি কবে ফিরবেন জানা যায়নি।
|
কাল খেলবেন দিন্দা, শহরে পার্থিবরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পিটারসেন, কুক, ট্রট, বেলদের বল করার স্বপ্ন নিয়ে কলকাতা ছেড়েছিলেন দু’দিন আগে। বৃহস্পতিবার সন্ধ্যায় অশোক দিন্দা আমদাবাদ থেকে নিজের শহরে ফিরে এলেন রঞ্জি ট্রফির জন্য। শনিবার থেকে গুজরাতের বিরুদ্ধে ইডেনে নামবেন তিনি। এ দিকে বাংলার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে নামার আগে পার্থিব পটেলের গুজরাতের প্রস্তুতির পরিকল্পনা ধাক্কা খেল শুরুতেই। বৃহস্পতিবার ভোররাতে রওনা হয়ে পার্থিব তাঁর দলবল নিয়ে কলকাতায় পৌঁছলেন এ দিন বিকেলে। দলের সবার আসন সংরক্ষণ একই বিমানে করা সম্ভব হয়নি বলেই তাঁদের এই দুর্ভোগ। কলকাতায় আসতে হল হায়দরাবাদ হয়ে। কলকাতাগামী বিমানের জন্য সেখানকার বিমানবন্দরে তিন ঘন্টা অপেক্ষা করে থাকতে হল গোটা দলটাকে। তাই বিকেলে অনুশীলনের পরিকল্পনা থাকলেও তা আর হয়ে উঠল না।
|
চিন সুপার সিরিজের শেষ আটে কাশ্যপ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্রতিপক্ষ ম্যাচ পয়েন্টে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে জিতে চিন সুপার সিরিজের শেষ আটে পৌঁছে চমকে দিলেন পারুপল্লি কাশ্যপ। সাংহাইয়ের টুর্নামেন্টে এ দিন সপ্তম বাছাই, ভিয়েতনামের তিয়েন মিন নয়ুয়েনকে ভারতীয় হারালেন ১২-২১, ২২-২০, ২১-১৪। অলিম্পিকের কোয়ার্টার ফাইনালিস্ট, বিশ্বের তেইশ নম্বর কাশ্যপের সামনে কোয়ার্টার ফাইনালে চিনের ঝেংমিং ওয়াংয়ের কড়া চ্যালেঞ্জ।
|
বাদ আর্মস্ট্রং
সংবাদসংস্থা • অস্টিন |
লান্স আর্মস্ট্রংয়ের ক্যানসার ফাউন্ডেশন থেকেও তাঁর নাম বাদ পড়তে চলেছে। সংস্থার নতুন নাম হতে চলেছে লিভস্ট্রং ফাউন্ডেশন। ক্যানসারজয়ী সাইক্লিস্ট আর্মস্ট্রং সম্প্রতি ডোপিং টেস্টে ধরা পড়ার পর তাঁর সাতটি পদক কেড়ে নেওয়া হয়েছে। এই বার তাঁর ক্যানসার ফাউন্ডেশন থেকেও বাদ পড়ল তাঁর নাম।
|
শনিবার মেয়রস স্কুল হকি টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষ্যে শহরে আসছেন এক ঝাঁক অলিম্পিয়ান। ফাইনালের পর অলিম্পিয়ান একাদশ বনাম বেঙ্গল ইলেভেনের ম্যাচে দেখা যাবে আসলাম শের খান, জাফর ইকবাল, অশোক কুমারদের। খেলবেন ভরত ছেত্রীও।
|
এক ভারতীয় দম্পতির উদ্যোগে শিশুদের জন্য সংগ্রহশালা খোলা হল গুড়গাঁও-এ। মূল উদ্দেশ্য, খেলাধুলোর মাধ্যমে শিশুদের নানা বিষয়ে শিক্ষা দেওয়া ও তাদের মনের বিকাশ ঘটানো। |