সুইডেন-ইংল্যান্ড ম্যাচে ইব্রাহিমোভিচের বিস্ময়কর বাইসাইকেল কিকের গোলের দিন ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ম্যাচের অন্য লড়াইগুলোতে ম্লান হয়ে থাকলেন অন্য অনেক মহাতারকা। রিয়াধে মেসি-আগেরোর আর্জেন্তিনাকে ০-০ আটকে দিল সৌদি আরব। এশিয়ার দেশের বিরুদ্ধে গোল পেলেন না বিশ্ব ফুটবলের সেরা গোলমেশিন মেসি। নিউ জার্সিতে কলম্বিয়ার সঙ্গে ১-১ ড্র করল নেইমারের ব্রাজিল। নেইমার সমতা ফেরালেও পেনাল্টি নষ্ট করায় ব্রাজিলকে জেতাতে পারেননি। কোয়াদ্রাদোর প্রথমাধের্র গোলে কলম্বিয়াই এগিয়ে যায়। ৬৪ মিনিটে ব্রাজিল গোল শোধ করে।
পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০১৪ বিশ্বকাপের আয়োজক দেশ আটকে গেলেও বতর্মান বিশ্ব এবং ইউরোপ সেরা স্পেন বড় ব্যবধানে জিতেছে পানামার বিরুদ্ধে। পানামা সিটি-তে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ১৬ থেকে ৮৪ মিনিটের মধ্যে গোলগুলি করেন পেদ্রো (২), দাভিদ ভিয়া, সের্জিও রামোস এবং পরিবর্ত মিডফিল্ডার সুসায়েতো। |
রবেন-কুইটের নেদারল্যান্ডস এবং টমাস মুলার-লামের জার্মানির মধ্যে হাইপ্রোফাইল ম্যাচে কোনও দলই গোল করতে পারেনি ৯০ মিনিটে। ফ্রান্স-ইতালি, আর একটি হাইপ্রোফাইল ম্যাচে বালোতেল্লির ইতালি প্রথমে গোল করেও ১-২ হেরে যায় রিবেরির ফ্রান্সের কাছে। এল শারাওয়ে ৩৫ মিনিটে ইতালির হয়ে ১-০ করার দু’মিনিট পরেই ১-১ করেন ফ্রান্সের ভালবুয়েনা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি গোমিস-এর গোলে ফ্রান্স জয়ের মুখ দেখে। অন্য দিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-হীন পর্তুগাল দুর্বল গ্যাবনের সঙ্গে ২-২ ড্র করেছে।
গত রাতে বিশ্ব জুড়ে একগুচ্ছ ফিফ ফ্রেন্ডলি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ইব্রাহিমোভিচের অবিস্মরণীয় পারফরম্যান্সের পাশাপাশি কলম্বিয়ার সঙ্গে নেইমারের পেনাল্টি মিস-ই সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। ব্রাজিলকে ড্র করিয়ে স্যান্টোসের নেইমার দাবি করেছেন, ইউরোপের বড় ক্লাব থেকে তাঁর কাছে ভাল রকমই প্রস্তাব আছে। কিন্তু ইউরোপের ফুটবলমহলই প্রশ্ন তুলে দিয়েছে, ব্রাজিল মহাতারকার পেনাল্টি নষ্ট করা নিয়ে। অন্য দিকে রুনি-টেরি-ফার্দিনান্দ বিহীন ইংল্যান্ড গত রাতে পাঁচ জন ফুটবলারের অভিষেক ঘটিয়েও প্রথমার্ধে ওয়েলবেক এবং নবাগত কলকার-এর গোলে ২-১ এগিয়ে ছিল। কিন্তু শেষ ১৩ মিনিটের ইব্রা-ম্যাজিক ইংল্যান্ডকে বিস্ময়াবিষ্ট করে দেয়। |