জনসংযোগ বাড়াতে দাঁতনে উদ্যোগী পুলিশ |
জনসংযোগ বাড়াতে দাঁতন থানা আবাসন শ্যামাপুজো কমিটির উদ্যোগে বৃহস্পতিবার এলাকার ৩৫০ জন দুঃস্থ মানুষকে কম্বল বিতরণ করা হল। চারদিন ধরে থানা চত্বরে চলল নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে যোগ দিলেন এলাকার সাধারণ মানুষ, রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসনিক কর্তা-ব্যক্তিরা। দাঁতন থানার আইসি মিহিরলাল নস্কর বলেন, “থানার এই পুজো বেশ প্রাচীন বলে এমনিতেই মানুষের আকর্ষণ রয়েছে। পুজো উপলক্ষে তাই সাংস্কৃতিক অনুষ্ঠান ও কম্বল বিতরণের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর প্রয়াস নেওয়া হল।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর) ডি বরুণ চন্দ্রশেখর, খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক দ্যুতিমান ভট্টাচার্য, খড়্গপুরের মহকুমাশাসক আর বিড়লা প্রমুখ। দাঁতন থানার পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন দাঁতন ১-এর বিডিও জ্যোতি ঘোষ, তৃণমূলের ব্লক সভাপতি বিক্রম প্রধান, সিপিএমের দাঁতন জোনাল কমিটির সম্পাদক অনিল পট্টনায়কেরা।
|
কালীপুজোয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল খড়্গপুর শহরের। আইআইটি বটতলা পুজো কমিটির অনুষ্ঠানে গান গেয়েছেন শম্পা কুণ্ডু, প্রেমবাজার মৌতাত পুজো কমিটির অনুষ্ঠানে গান গেয়েছেন অভীক রায়, তালবাগিচা অগ্রগামী পুজো কমিটির অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বলাকা নৃত্যগোষ্ঠী। এছাড়াও তালবাগিচার ভলকান ক্লাব, সেভেন স্টার, সঙ্ঘশ্রী পুজো কমিটি, ইন্দার সেভেন স্টার কেওয়াইসি ও মালঞ্চ বিধানসমিতিও নানা অনুষ্ঠানের আয়োজন করে।
|
শিশুদিবস উপলক্ষে বুধবার খড়্গপুর গ্রামীণ থানার চামরুসাইয়ে একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত হল সাংস্কৃতিক প্রতিযোগিতা। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বসে আঁকো ও আবৃত্তি প্রতিযোগিতায় যোগ দেয় স্কুলেরই ছেলেমেয়েরা। সফলদের পুরস্কৃতও করা হয়। অনুষ্ঠানে ছিলেন ক্লাবের সভাপতি অভিজিৎ সেন, সম্পাদক ভোলানাথ মাহাতো, কোষাধ্যক্ষ ভিক্টর দত্ত-সব বিশিষ্টেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপঙ্কর মজুমদার।
|
এক কম্বল বিতরণ কর্মসূচী হয়েছে বেলদা থানায়। পুলিশ ও বেলদা থানা শ্যামাপুজো কমিটির যৌথ উদ্যোগে বুধবার এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বরুণ চন্দ্রশেখর, এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য প্রমুখ। উপস্থিত পুলিশ আধিকারিকেরা গরিব মানুষদের হাতে কম্বল তুলে দেন। সামাজিক দায়বদ্ধতা থেকে এই কর্মসূচি বলে পুলিশ জানিয়েছে।
|
এই পুজোর অন্যতম আকর্ষণ ধুনুচি নাচ। তা দেখতেই উপচে পড়ে ভিড়। মেদিনীপুরের এলআইসি মোড়ে ‘সুচেতনা’র কালীপুজোয় বুধবার সন্ধেয় ছিল সেই ধুনুচি নাচ প্রতিযোগিতা। সফল প্রতিযোগীদের পুরস্কৃতও করেছেন উদ্যোক্তারা।
|
কম্বল বিতরণ করল বেলদা থানা। পুলিশ ও বেলদা থানা শ্যামাপুজো কমিটির যৌথ উদ্যোগে বুধবার এই কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বরুণ চন্দ্রশেখর, এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য প্রমুখ। উপস্থিত পুলিশ আধিকারিকেরা গরিব মানুষদের হাতে কম্বল তুলে দেন। |