ভোরের আলো ফোটার আগে জঙ্গলে ফিরতে না-পারায় চা বাগানে আটকে পড়ল অন্তত ৪০ টি হাতির একটি দল। বৃহস্পতিবার বাগডোগরার অদূরে গঙ্গারাম চা বাগানে আটকে পড়ে হাতির দলটি। সকালে চা বাগান এবং আশেপাশের লোকজন হাতির দলটিকে ঘিরে রাখেন। খবর পেয়ে সুকনা ‘এলিফেন্ট স্কোয়াড’ এবং কার্শিয়াং বন বিভাগের কর্মী-আধিকারিকরা গিয়ে হাতির দলটিকে বনে ফেরাতে তৎপর হন। সন্ধ্যার মুখে হাতির দলটিকে তাঁরা টুকুরিয়া বনাঞ্চলে ফেরান। সুকনা বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জার কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন, “আলো ফোটার আগে জঙ্গলে ফিরতে না-পারায় হাতির দলটি চা বাগানে আটকে পড়েছিল। দলকা বনাঞ্চল থেকে হাতির দলটি ওই এলাকায় আসে।” বন বিভাগ সূত্রেই জানা গিয়েছে, সপ্তাহ দুয়েক ধরেই হাতির দল কলাবাড়ি, বেঙডুবি এবং লাগোয়া এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
|
চোরাশিকারিদের জালে বন্দি কয়েকশো বাদুড় উদ্ধার করল বন দফতর। বৃহস্পতিবার সকালে রঘুনাথপুরের ধানাড়া গ্রামের ঘটনা। বাদুড়গুলিকে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। রঘুনাথপুরের বিট অফিসার তরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, “খবর পাই, ওই গ্রামে কয়েকশো বাদুড়কে জাল পেতে চোরাশিকারিরা ধরেছে। আমরা যেতেই তারা পালিয়ে যায়। বাদুড়গুলি উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে।”
|
প্লাস্টিক দূষণের হাত থেকে শহরকে মুক্ত করতে উদ্যোগী হল পুরসভা। এই নিয়ে তাদের অভিযান শুরুর আগে ব্যবসায়ী সংগঠনগুলিকে নিয়ে আলোচনা করতে চান চেয়ারম্যান।
|
শব্দবাজি ও মাইক বন্ধ করতে বলায় মারধর |
বেলেঘাটার কবি সুকান্ত সরণিতে কালীপ্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় শব্দবাজি ফাটানো এবং মাইক বাজানোর প্রতিবাদ করায় এক বৃদ্ধকে বেধড়ক মারধর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শুধু ওই বৃদ্ধই নন, শোভাযাত্রার এক দল যুবকের হাতে প্রহৃত হন এলাকার আরও কয়েক জন। পুলিশ জানায়, এলাকারই একটি ক্লাবের কালীপ্রতিমা ভাসানের শোভাযাত্রা যাচ্ছিল কবি সুকান্ত সরণি দিয়ে। শব্দবাজির দৌরাত্ম্য আর মাইকের দাপট চলছিল সেখানেই। তার প্রতিবাদ করে মার খান ওই বৃদ্ধ-সহ কয়েক জন।
|
ভুটানের জাতীয় প্রজাপতি ‘ভুটানিটিস লাডলো’ (ভুটান গ্লোরি)-র সন্ধান মিলল অরুণাচলপ্রদেশের পশ্চিম কামেং জেলায়। সাংগে গ্রামের কাছে, ‘ঈগল নেস্ট’ অভয়ারণ্যে এই প্রজাপতিটির দেখা পান ‘অরুণাচল ল্যান্ডস্কেপ কনজারভেশন প্রোগ্রাম’-এর কো-অর্ডিনেটর পীযূষ দত্ত। পরিবেশকর্মী সুজাতা পদ্মনাভন লামাক্যাম্প এলাকায়ও এই প্রজাপতি দেখেছেন। সুজাতা ও পীযূষবাবুর ছবি ও তথ্য প্রজাপতি গবেষণার ক্ষেত্রে অন্য মাত্রা যোগ করেছে। |