দু’টি দুর্ঘটনায় দু’জনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় বৃহস্পতিবার বিকেলে হুগলিতে এক পুলিশকর্মী-সহ দু’জনের মৃত্যু হল। একটি দুর্ঘটনা ঘটে চণ্ডীতলার কাপাসারিয়া মোড়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতামুখী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্তব্যরত পুলিশকর্মী আশিস চক্রবর্তীর (৫৫)। তাঁর বাড়ি কল্যাণীতে। তিনি শ্রীরামপুর থানায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ট্রাফিক) হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পরে চালক ট্রাক ফেলে পালায়। পুলিশ ট্রাকটি আটক করেছে। অন্য দুর্ঘটনাটি ঘটে হুগলি জেলারই ধনেখালির তালসারি মোড়ে, চুঁচুড়া-হরিপাল রোডে। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ধনেখালিরই বাগনান গ্রামের বাসিন্দা শৈলেন মালিক (৫৩) নামে এক ভ্যানচালকের। |
সম্প্রীতির ভাইফোঁটা
নিজস্ব সংবাদদাতা • পাঁচলা |
সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হিসেবে হাওড়ার পাঁচলায় হয়ে গেল গণ-ভাইফোঁটা। পাঁচলা বকুলতলা যুবক সঙ্ঘের উদ্যোগে বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের প্রায় ৩০০ জনকে ভাইফোঁটা দেওয়া হয়। তিন বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। |
নিহত নেতার ভাগ্নে আক্রান্ত |
বালি লেভেল ক্রসিংয়ের কাছে দুষ্কৃতীদের চপারের আঘাতে গুরুতর আহত হয়েছেন এক যুবক। পুলিশ জানায়, আহতের নাম পিন্টু ধর। বৃহস্পতিবার রাতে তাঁকে মারধর করে চপার দিয়ে কোপায় কয়েক জন দুষ্কৃতী। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত বছর ওই জায়গাতেই খুন হন পিন্টুর মামা, তৃণমূল নেতা তপন দত্ত। পিন্টুর পরিবারের অভিযোগ, তপন-হত্যা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। তার পরেই হামলা হল পিন্টুর উপরে। |
একটি লেদ কারখানা থেকে মালিকের দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে, হাওড়ার বালিটিকুরিতে। মৃতের নাম নীতিন রিত। পুলিশের অনুমান, হিটারে রান্নার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। |