টুকরো খবর
দেহরক্ষীর বন্দুকের গুলিতে জখম বিধায়কের আত্মীয়া
নলছড়ের সিপিএম বিধায়ক তপন দাসের দেহরক্ষীর সার্ভিস রিভলবারের গুলিতে আরতি দাস নামে এক মহিলা গুরুতর জখম হয়েছেন। আজ সকাল পর্যন্ত এ বিষয়ে স্থানীয় থানায় কোনও অভিযোগ দায়ের না করার বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধী দল, কংগ্রেস। বিধায়ক ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে কংগ্রেসের অভিযোগ। কংগ্রেস নেতা পীযূষ বিশ্বাস জানান, ‘‘গুলিবিদ্ধ মহিলা নলছড়ের বিধায়ক তপন দাসের ঘনিষ্ঠ আত্মীয়। তাই সমস্ত বিষয়টি চেপে যাওয়ার জন্যই থানায় কোনও অভিযোগ লিপিবদ্ধ না করে, মহিলাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।’’ উল্লেখ্য, গত কাল সন্ধ্যার পর ঘটনাটি ঘটে তপনবাবুর বাড়িতেই। মেলাঘর থানার ওসি বাবুল দাস বলেন, ‘‘ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।’’ রিভলবার বাজেয়াপ্ত করা ছাড়াও বিধায়কের দেহরক্ষী, শ্যামল দাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বিধায়ক তপন দাস বা তাঁর পরিবারের তরফে মেলাঘর থানায় কোনও অভিযোগ জানানো না হলেও ওসি বলেন, ‘‘বিধায়ক তপন দাস লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন, দেহরক্ষীর গাফিলতিতেই এই দুর্ঘটনা।’’ প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, ঘটনাটি নিছকই দুর্ঘটনা। যদিও প্রদেশ কংগ্রেস এই ঘটনার সিবিআই অথবা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রাজনৈতিক কারণে জল ঘোলা করছেন বলে অভিযোগ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর। বিজনবাবু বলেন, ‘এই ঘটনায় রহস্য কোনও কিছু নেই। পুলিশ তদন্ত শুরু করেছে। আইন আইনের পথেই চলবে।’’

ধৃত ৮, দায় নিল না এনডিএফবি
চা-বাগান মালিক আদিলুর রহমানের হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, ঘটনায় এনডিএফবি রঞ্জনপন্থীদের হাত রয়েছে। তবে এনডিএফবি-র সহকারী প্রচার সচিব বি সামজিং শুধু দায় অস্বীকারই করেনি, সংবাদমাধ্যমকেও সরাসরি হুমকি দিয়ে বলেছে, প্রমাণ ছাড়া তাদের উপরে দোষ চাপালে ফল খারাপ হবে। পুলিশ গত কালই, নগদা বাজার এলাকা থেকে জীবন নার্জারি, অগাস্টান নার্জারি, ফিরোজ মুশাহারি, সমর বসুমাতারি, জীবন নার্জারি, নিমুম নার্জারিকে গ্রেফতার করে। আজ গ্রেফতায় হয় পরশুরাম বসুমাতারি, মনজিৎ মুশাহারি। পুলিশের জেরায় এরা সকলেই স্বীকার করেছে, ঘটনার সময় ঘটনাস্থলে তারা হাজির ছিল। তবে সকলেরই বক্তব্য, তারা গুলি চালায়নি। আদিলুরবাবুর দেহরক্ষী মতিলাল তিরকে জানান, তিনি বন্দুকবাজদের চিনতে পারেননি। তাঁর বক্তব্য, নগদা বাজারের একটি বাড়ির ভিতরে আততায়ীরা অপেক্ষায় ছিল। এনডিএফবি রঞ্জনপন্থীদের বক্তব্য, সংগঠন এখন শান্তি আলোচনায় যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছে। তাদের কোনও সদস্য রক্তপাত ঘটাচ্ছে না। এর পিছনে ‘তৃতীয় কোনও শক্তি’র হাত রয়েছে। শান্তি প্রক্রিয়া ভেস্তে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা।

নিহত গারো জঙ্গি
পুলিশের গুলিতে মারা গেল এক জিএনএলএ জঙ্গি। ঘটনাটি ঘটেছে অসমের গোয়ালপাড়া জেলায়। পুলিশ জানিয়েছে, জঙ্গি গতিবিধির খবর পেয়ে আজ সকালে বামুনি-পানিখোয়া গ্রামে হানা দেয় পুলিশ। দু’পক্ষের গুলি লড়াইয়ে এক জঙ্গি মারা যায়। বাকি জঙ্গিরা পালায়। জঙ্গি ঘাঁটি থেকে একটি পিস্তল, ব্যাটারি, বিস্ফোরক ও বেশ কিছু নথিপত্র মিলেছে।

ট্রেনের ধাক্কা
প্রহরী বিহীন লেভেল ক্রশিং-এ একটি গাড়িতে ধাক্কা মারল জনশতাব্দী এক্সপ্রেস। মারা গেলেন এক ব্যক্তি। জখম হয়েছে এক শিশু। পুলিশ জানিয়েছে, আজ বিকেলে যোরহাটের কাঞ্চননগর এলাকায়, প্রেমলাল সাহু নিজের গাড়ি নিয়ে রেল লাইন পার হচ্ছিলেন। সেই সময়েই ট্রেনটি এসে পড়ে।

জঙ্গি হানায় হত
ক’দিন শান্ত থাকার পর ফের জঙ্গি তাণ্ডব শুরু হয়েছে রাঁচির লাগোয়া খুঁটি জেলায়। কাল রাতে খুঁটির দু’টি থানা এলাকায় জঙ্গি হানায় নিহত হয়েছেন দু’জন গ্রামবাসী। জেলার পুলিশ পুলিশ সুপার অমরনাথ মিশ্র জানান, ২৫-৩০ জনের মাওবাদী জঙ্গি বাহিনী হামলা চালায় খুঁটির আর্কি থানার বাড়িহাদা গ্রামে। ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে জঙ্গিরা হত্যা করে ওই দুই যুবককে।

ছবির বিপদ
কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছবি তুলতে গিয়ে চেন্নাই বিমানবন্দরে গ্রেফতার হয়েছিলেন এক যুবক। সেটা ছিল মঙ্গলবারের ঘটনা। বৃহস্পতিবার সকালে তা শুনে বিস্মিত হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ওই যুবককে দ্রুত মুক্তি দেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন চেন্নাই পুলিশের কাছে।

প্রমাণ প্রয়োজন
তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের কোনও লোককে জনসমক্ষে কটূক্তি করলে তা শাস্তি যোগ্য অপরাধ বটে। কিন্তু তা অবশ্যই হতে হবে প্রমাণসাপেক্ষ। জনসমক্ষে কটূক্তির প্রমাণ না পেলে কাউকে শাস্তি দেওয়া যাবে না। একটি মামলার প্রেক্ষিতে এ কথা জানিয়েছে দিল্লির এক আদালত।

শ্রীনগরে হামলা
সরকারি হিমল হোটেলের ভিতরে মদের দোকান। তার কাউন্টারে ঢুকে গুলি চালাল জঙ্গিরা। বৃহস্পতিবার ডাল লেকের ধারে এই হামলায় এক কর্মী মারা গিয়েছেন, আহত চার জন। একই সময়ে শ্রীনগরের আরও দু’টি মদের দোকানেও হানা দিয়ে পিস্তল থেকে গুলি চালায় জঙ্গিরা।

কে সি পন্থ প্রয়াত
বৃহস্পতিবার মারা গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণচন্দ্র পন্থ। বয়স হয়েছিল ৮১ বছর। ইন্দিরা ও রাজীব গাঁধীর সরকারে মন্ত্রী ছিলেন তিনি। পরিবারের আপত্তিতে রাষ্ট্রীয় মর্যাদায় হয়নি পন্থের শেষকৃত্য।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.