বচ্চন-লতা থেকে শিবসৈনিক, প্রার্থনায় একাকার গোটা মুম্বই
বারবার বাইরে আসতে হচ্ছে উদ্ধব ঠাকরেকে। জনতাকে বলতে হচ্ছে, শান্ত থাকুন। বালাসাহেবের অবস্থা স্থিতিশীল।
কতটা স্থিতিশীল? কখনও বলা হচ্ছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
তার পরই আবার বলা হচ্ছে, সবই অলৌকিকের হাতে।
উদ্ধব জনতাকে বলছেন, মিরাক্ল ঘটে। তাঁর বিশ্বাস, এ বারও ঘটবে। কারণ, প্রার্থনার শক্তিতে তাঁর আস্থা আছে।
প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। সারা দিন ধরে এই শব্দটাই সমস্ত দিক থেকে আছড়ে পড়ছে মাতোশ্রীর দরজায়। লতা মঙ্গেশকর থেকে অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, সবাই বলছেন, প্রার্থনা...।
অমিতাভ এবং অভিষেক গত কাল রাতেই মাতোশ্রীতে এসেছিলেন বালাসাহেবকে দেখতে। সমর্থকদের ভিড় কাটিয়ে ঢুকতে গিয়ে খানিকটা জখমও হন ওঁরা। বালাসাহেবের চিকিৎসকরাই অমিতাভদের প্রাথমিক চিকিৎসা করে দেন। রাজনৈতিক ভাবে বচ্চন পরিবার কোনও দিনই শিবসেনা-ঘনিষ্ঠ না হওয়া সত্ত্বেও ব্যক্তিগত ভাবে ঠাকরের সঙ্গে অমিতাভের সম্পর্ক দীর্ঘ দিনের। সে সব কথা ট্যুইটে লিখেওছেন অমিতাভ।

পুলিশি ঘেরাটোপে ঠাকরে আবাস মাতোশ্রী। বৃহস্পতিবার। ছবি: এ পি
‘কুলি’র সেটে আহত হয়ে অমিতাভ যখন হাসপাতালে, তাঁকে দেখতে গিয়েছিলেন বালাসাহেব। সঙ্গে নিয়ে গিয়েছিলেন নিজের হাতে আঁকা কার্টুন যমরাজ পরাজিত! “আজ যদি আমি ওই কার্টুনটা আঁকতে পারতাম ভাল হত,” লিখেছেন অমিতাভ। বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে আসার পরে বালাসাহেবের অ্যাম্বুলেন্সেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বফর্সে অমিতাভর নাম জড়ানোর পরে বালাসাহেব সরাসরি এক দিন জিজ্ঞেস করলেন, “সত্যিটা কী?” অমিতাভ বললেন, তিনি এর সঙ্গে জড়িত নন। “ব্যস! নিজের কাজটা মন দিয়ে করো! আমি পাশে আছি,” বলে দেন বালাসাহেব।
শুধু অমিতাভ নয়, মুম্বইয়ের একটা শিশুও জানে, বলিউডের উপরে বালাসাহেবের প্রভাব ঠিক কতটা। লতা মঙ্গেশকর নিজের অনুষ্ঠান স্থগিত করে প্রার্থনায় বসেছেন। ছুটে এসেছে কপূর খানদান। বাবাকে নিয়ে এসেছেন সলমন খান। সলমনের বাড়িতে গণেশ পুজো হয়, সেলিম খান নিজেকে হিন্দু সংস্কারে বিশ্বাসী বলেন শিবসেনার মুখপত্রে খুব প্রশংসা হয়েছিল তার। এ দিন ট্যুইটারে বালাসাহেবের আরোগ্য কামনা করেছেন শাহরুখও। যে বালাসাহেব দু’বছর আগে শাহরুখের ‘মাই নেম ইজ খান’-এর মুক্তি আটকে দেওয়ার হুমকি দিয়েছিলেন!
শুধু কি বলিউড! বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাতোশ্রীতে ছুটে গিয়েছেন প্রায় সব দলের নেতারা। কারণ বালাসাহেব কেবল শিবসেনা সুপ্রিমো নন, একটা দীর্ঘ সময় ধরে মুম্বইয়ের রাশ অনেকটাই ছিল তাঁর হাতে। বুধবার রাতেই যান এনসিপি নেতা শরদ পওয়ার। একে একে আসেন বিজেপি সভাপতি নিতিন গডকড়ী, গোপীনাথ মুন্ডে, রাজ্যের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণ, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ প্রমুখ। আসেন শিল্পপতি রাহুল বাজাজ এবং বেণুগোপাল ধুতও। বাইরে এসে প্রত্যেকেরই এক কথা, ঠাকরের অবস্থা স্থিতিশীল।
স্থিতিশীল নাকি সঙ্কটজনক? কোনটা ঠিক? সমর্থকদের শান্ত করতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই কি এই সব আশ্বাস?
গোটা বৃহস্পতিবার এই জল্পনা নিয়েই দীপাবলির রোশনাই থম মেরে গিয়েছে বান্দ্রায়। আশপাশের বাড়ি থেকে খুলে নেওয়া হয়েছে আলোর সাজ। পুরনো বিবাদ স্থগিত রেখে মাতোশ্রীতে চলে এসেছেন রাজ ঠাকরেও। বৃহস্পতিবার সকাল থেকেই কার্যত বন্ধের চেহারা নেয় মুম্বই। ট্রেনে ভিড় নেই। দাদার, মাতুঙ্গা, পারেল, আন্ধেরি-সহ কার্যত গোটা মুম্বইয়ে দোকানপাট বন্ধ। মন্দিরে মন্দিরে পুজো। স্টুডিওয় বন্ধ শু্যটিং। দু’দিনের মহারাষ্ট্র সফর বাতিল করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবারই ইন্ডিয়া এগেনস্ট করাপশন (আইএসি)-এর একটি প্রতিবাদসভা করার কথা ছিল। তা-ও বাতিল।
বুধবারই হাসপাতাল থেকে মাতোশ্রীতে ফেরানো হয় ৮৬ বছরের বালাসাহেবকে। তাঁর স্বাস্থ্যের অবনতির খবর ছড়িয়ে পড়তেই সেই রাত থেকেই বান্দ্রায় ভিড় জমাতে শুরু করেছিলেন শিবসৈনিকরা। আজ গোটা রাজ্য থেকে ভিড় আসতে শুরু করে। গেরুয়া ঝান্ডা নিয়ে সেই বিপুল ভিড় দিন-রাত ঘিরে রেখেছে চত্বরটা। ক্ষণে ক্ষণে জয়ধ্বনি দিয়েছে বালাসাহেবের নামে।
অমিতাভ বচ্চন
বালাসাহেব চিরজীবনই লড়াকু। এখন নিজের জীবনের জন্য লড়ছেন। সবাই তাঁর জন্য প্রার্থনা করুন।...... আমি যমরাজকে হারিয়ে দিচ্ছি, এই কার্টুন এঁকেছিলেন বালাসাহেব। আমি ভাল আঁকতে পারি না। পারলে আজ ওই কার্টুনটাই ওঁর জন্য আঁকতাম
পুলিশ ব্যারিকেড করে তাঁদের আটকে রেখেছে বাড়ি থেকে খানিকটা দূরে। অবস্থা সামাল দিতে তৈরি রাখা হয়েছে আধাসামরিক বাহিনীও। বুধবার রাতেই মুখ্যসচিব এবং পদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণ। রাজ্যের সমস্ত পুলিশ কর্মীর ছুটি বাতিল করে দেওয়া হয়েছে।
গোটা শহরে মোতায়েন রয়েছে ৪৮ হাজার পুলিশ।
কাল মধ্য রাতে জনতাকে শান্ত করতে বাইরে আসতে হয়েছিল উদ্ধবকে। এ দিন রাতের শুরুতেই তিনি ছেলে আদিত্যকে সঙ্গে নিয়ে সমর্থকদের সামনে এলেন। সকলকে বাড়ি যেতে অনুরোধ করে বললেন, ‘‘আপনাদের প্রিয় নেতাকে ফিরিয়ে আনতে আমরা সব রকম চেষ্টা করছি।”
অ্যাডল্ফ হিটলারের ঘোষিত ভক্ত বালাসাহেব। সব সময় বলতেন, নাৎসি নেতার অনেক দোষ থাকতে পারে, কিন্তু তিনি দেশকে সঙ্গে নিয়ে চলতেন। অসুস্থ বালাসাহেব দেখিয়ে দিলেন, তিনিও গোটা মুম্বইকে নিয়ে চলতে পারেন। আজও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.