বিধাননগরের উদয়ন পল্লিতে বৃহস্পতিবার এক বধূর অস্বাভাবিক মৃত্যু হল। মৃতার নাম অশোকা রায় (৪২)। পুলিশ জানায়, বাড়িতে পুজোয় বসে অগ্নিদগ্ধ হন তিনি। তাঁর স্বামী ও ছেলে বাড়ি ছিলেন না। ধোঁয়া দেখে পড়শিরা ছুটে এসে দেখেন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অশোকাদেবীর। যদিও কেউ চিৎকার শোনেননি। পুলিশের অনুমান, প্রদীপ থেকে আগুন লাগে। ১ নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদক স্মরজিৎ মণ্ডল জানান, অশোকাদেবী এলাকায় জনপ্রিয় ছিলেন।
|
নোয়াপাড়ায় কারশেডে মেরামতি চলায় মেট্রোর সময়সূচির সাময়িক বদল হচ্ছে। কর্তৃপক্ষ জানান, সোম থেকে শুক্র মেট্রো চলবে সকাল ৭টা থেকে ৭-৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর, ৭-৩০ থেকে ৮-২০ পর্যন্ত ১০ মিনিট অন্তর, ৮-২০ থেকে ৮-৩৬ পর্যন্ত ৮ মিনিট অন্তর এবং ৮-৩৬ থেকে রাত ৮টা পর্যন্ত ৬ মিনিট অন্তর। রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ১০ মিনিট অন্তর ও রাত ৯টা থেকে ৯-৪৫ মিনিট পর্যন্ত ১৫মিনিট অন্তর। শনি ও রবিবার মেট্রো বর্তমান সময়সূচি অনুযায়ীই চলবে।
|
কলকাতায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনটি পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হন ছ’জন। পুলিশ জানায়, বুধবার রাতে ধাপার কাছে রাস্তা পেরোতে গিয়ে ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হয় রশিদ নস্কর (৪৫) নামে এক ব্যক্তির। বৃহস্পতিবার বিকেলে সার্কুলার গার্ডেনরিচ রোডে ট্রেলারের সঙ্গে সংঘর্ষে এক মোটরবাইক চালকের মৃত্যু হয়। রাতে রমেশ মিত্র লেনে একটি গাড়ি উল্টে আহত হন ছ’জন।
|
খিদিরপুর থেকে সদর স্ট্রিট যাবে বলে গাড়ি ভাড়া নিয়েছিল এক যুবক। চালকের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাঁর কয়েক হাজার হাজার টাকা হাতিয়ে সে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ। পুলিশ জানায়, মুকুল সিংহ নামে ওই গাড়িচালকের অভিযোগ, যুবকটি ভাব জমিয়ে তাঁকে খাওয়ায়। তাঁর গাড়ির চাবিটি চায়। তার পরেই সে গাড়িতে থাকা প্রায় ২৩ হাজার টাকা এবং একটি ডেবিট কার্ড নিয়ে পালায়। কার্ড থেকে কয়েক হাজার টাকার জিনিসও কেনে। |