সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে কমলো পেট্রোলের দাম। বৃহস্পতিবার মাঝরাত থেকেই লিটার পিছু দাম প্রায় ১.৪% কমালো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এর ফলে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে এক লিটার পেট্রোলের দাম কমলো ১ টাকা ১৯ পয়সা। আগের ৭৫.৭৪ টাকা থেকে নেমে এল ৭৪.৫৫ টাকায়। দিল্লিতে ৯৫ পয়সা কমে হল ৬৭.২৪ টাকা। ইন্ডিয়ান অয়েল এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। |
কলকাতা |
ছিল |
হল |
৭৫.৭৪ |
৭৪.৫৫ |
(লিটার পিছু দর টাকায়) |
|
তবে মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দাম যে এই মুহূর্তে খুব স্বস্তিজনক জায়গায় নেই এবং ভবিষ্যতে তা পেট্রোলের দামে প্রভাব ফেলতে পারে, সেটাও জানিয়ে রেখেছে তারা। প্রসঙ্গত, ডলার পিছু টাকার দাম কমলে তেল আমদানির খরচ বাড়ে সংস্থাগুলির। তেল শিল্পমহলের দাবি, এখন ডলারে টাকার দাম খুব বেশি ওঠা-পড়া করছে। ফলে টাকার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আর এই কারণ দর্শিয়েই ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ এ দিন জানিয়েছে, আন্তর্জাতিক তেল বাজার এবং ডলার-টাকার বিনিময় মূল্যের ওঠা-পড়ার উপর কড়া নজর রাখছে তারা। সেই অনুযায়ীই পরবর্তী কালে পেট্রোলের দাম বাড়ানো বা কমানো হবে।
|
রান্নার গ্যাসের ‘কে ওয়াই সি’ বা নো ইয়োর কাস্টমার ফর্ম জমার সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ওই কেওয়াইসি জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে। |