বাংলাদেশে বাতিল চিটাগং-এর প্রদর্শন
সংবাদসংস্থা • ঢাকা |
শেষ মুহূর্তে ‘চিটাগং’ দেখানো হল না বাংলাদেশে। একটি চলচ্চিত্র উৎসবে শুক্রবার ছবিটি দেখানোর কথা ছিল। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে ছবিটি প্রদর্শন বাতিল করা হয়েছে জেনে পরিচালক বেদব্রত পাইন অত্যন্ত ক্ষুব্ধ। বেদব্রত বলেন, ‘‘প্রথমে ছবিটা উৎসবের শেষ দিন, শনিবার দেখানোর কথা ছিল। তার পর শুক্রবারে এগিয়ে আনা হল। তার পর কোনও কারণ না দেখিয়েই বাতিল করা হল।” চট্টগ্রাম বিদ্রোহের কাহিনি নিয়ে তৈরি এই ছবি বাংলাদেশে সবাই দেখুক, এটাই চেয়েছিলেন পরিচালক।
|
ফরাসি পত্রিকার প্রচ্ছদে শাহরুখ
সংবাদসংস্থা • মুম্বই |
এ বার এক ফরাসি পত্রিকার প্রচ্ছদে শাহরুখ খান। তাঁর ছবি ছাপার খবর নিজেই টুইটার আর ফেসবুকে জানিয়েছেন শাহরুখ। প্রচ্ছদের ছবিটিও পোস্ট করেছেন তিনি। শাহরুখ লিখেছেন, “যদি আপনারা ফরাসি জানেন, তা হলে আমার নাম পড়ে বাকিটা বুঝে নিন।” ছবিতে শাহরুখকে দেখা যাচ্ছে কালো আর ধূসর রংয়ের একটি শার্ট এবং ট্রাউজারে। প্রচ্ছদে লেখা, ‘শাহরুখ বলিউডের সবচেয়ে বড় স্টার। আগামী মারাকেশ উৎসবের আগে তিনি আমাদের তাঁর বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছেন।’
|