রাজ্যের অন্যান্য জেলার মতো আজ, শুক্রবার থেকে বীরভূমেও শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ফর্ম বিলির প্রক্রিয়া। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি রাজা ঘোষ বলেন, “জেলার ৫টি ব্যাঙ্কের ৬৯টি শাখা থেকে পরীক্ষার্থীরা আবেদনপত্র পাবেন। ব্যাঙ্কের যে শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করা হবে, ওই শাখাতেই সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে পরীক্ষার্থীরা আবেদনপত্র জমা দেবেন। রাজ্য প্রাথমিক বিদ্যালয় সংসদের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাঙ্কের কার্য দিবস ও সময় অনুযায়ী ওই প্রক্রিয়া চলবে।” আবেদনপত্র বিলি ও জমা নেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রের খবর, সাধারণ শ্রেণির আবেদনের জন্য ১০০ টাকা এবং তফশিলি জাতি উপজাতিদের জন্য ২৫ টাকার বিনিময়ে আবেদন পত্র পাওয়া যাবে সংসদ অনুমোদিত ব্যাঙ্কের নির্দিষ্ট শাখা থেকেই। জেলায় প্রায় ১৯৬৮টি পদের জন্য প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে।
|
শহরের মধ্যে দিয়ে যাওয়া ৬০ নম্বর রানিগঞ্জে-মোরগ্রাম জাতীয় সড়কের ধারে একটি গুরুত্বপূর্ণ মোড় লোটাস প্রেস। ওই মোড়ে রাস্তার দু’ ধারে যাত্রী প্রতীক্ষালয়ের দাবি দীর্ঘদিনের। কিন্তু এত বছরেও তা করা যায়নি। ওই যাত্রী প্রতীক্ষালয় না থাকায় দুর্ভোগের শেষ নেই যাত্রীদের। অথচ এই বাসস্টপেজে উত্তর ও দক্ষিণ বঙ্গের নানা গুরুত্বপূর্ণ জায়গা যাওয়ার জন্য সরকারি-বেসরকারি বাস দাঁড়ায়। এমনকী রামপুরহাট রেল স্টেশনে নেমে যাত্রীরা মালদহ, মুশির্দাবাদ প্রভৃতি জায়গায় যাওয়ার জন্য বাস ধরতে আসেন লোটাস প্রেস মোড়েই। কিন্তু শীত, গ্রীষ্ম-বর্ষায় যাত্রীদের ঠাঁই নেওয়ার একমাত্র ভরসা বলতে মোড় সংলগ্ন বিভিন্ন দোকান। রামপুরহাটের পুরপ্রধান তৃণমূলের অশ্বিনী তেওয়ারি-র অবশ্য দাবি, “জায়গার অভাবেই ওখানে প্রতীক্ষালয়, পানীয় জল বা শৌচালয়ের ব্যবস্থা করা যাচ্ছে না।”
|
তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে নানুরের কালীকাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়, সিউড়ি-কাটোয়া সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম ক্ষুদিরাম মণ্ডল (৫০)। বাড়ি নানুরের দাসকল গ্রামে। এ দিন তিনি মোটরবাইকে দাসকল গ্রাম থেকে কীর্ণাহারের দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টোদিক থেকে আসা ওই ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ট্যাঙ্কারটি আটক করে চালককে গ্রেফতার করেছে। |